Help Bangla

Blogs in Bangali

আইএসসি দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় বর্ধমানের হলি রক স্কুলের দুই ছাত্রী(পুষ্পিতা নাহা ও রাইসা পারভিন) পেলেন বড়ো সাফল্য

পুষ্পিতা নাহা ও রাইসা পারভিন আইএসসি দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় বড়ো সাফল্য

আইএসসিতে দেশে দ্বিতীয় বর্ধমানের হলি রক স্কুলের দুই ছাত্রী আইএসসি দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় নজরকাড়া সাফল্য বর্ধমানের দুই ছাত্রীর আইএসসি দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় দারুণ সাফল্য বর্ধমানের হলি রক স্কুলের। রবিবার বিকেলে আইএসসি দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফল বের হলে দেখা যায়, এই স্কুল থেকে দু’জন ছাত্রী, পুষ্পিতা নাহা ও রাইসা পারভিন দ্বিতীয় স্থানে রয়েছেন। যাদের প্রাপ্ত নম্বর ৩৯৮। ইংরেজি ও তিনটে বিষয়ে সর্বোচ্চ নম্বর পাওয়ার নিরিখে ৯৯.৫০ শতাংশ পেয়েছেন। ওই স্কুলের অধ্যক্ষ স্বর্ণাভ সাক্সেনা বলেন, ‘এক সঙ্গে দু’জন ছাত্রী দ্বিতীয় হয়েছেন। এটা গর্বের ব্যাপার।’
দুই ছাত্রী জানিয়েছেন, তাঁদের পড়ার নির্দিষ্ট কোন সময় ছিল না। পুষ্পিতার সব বিষয়ে গৃহশিক্ষক ছিল। পরিবেশ বিজ্ঞান ছাড়া বাকি বিষয়ে রাইসার গৃহশিক্ষক ছিল। পুষ্পিতা বলেন, ‘পড়ার বাইরে রবীন্দ্রসঙ্গীত শুনতে ভাল লাগে। মাঝেমধ্যে হিন্দি গানও শুনি। আবার রহস্য-রোমাঞ্চ বই পড়তেও ভাল লাগে।’ রাইসা বলেন, ‘জীবনে এই প্রথম এত ভাল ফল করলাম। পড়তে ইচ্ছা করলেই বই নিয়ে বসে পড়তাম। পড়ার বাইরে গান শুনতে ভাল লাগে। আর ভালোবাসি মোমো আর বিরিয়ানি খেতে।’ দুই ছাত্রীই চিকিৎসক হতে চান বলে জানিয়েছেন।
Updated: July 26, 2022 — 1:49 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Help Bangla © 2023 Frontier Theme