Help Bangla

Blogs in Bangali

আইপিএল 2022 : আজকের ম্যাচ রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স

আইপিএল 2022 : আজকের ম্যাচ রয়েল  চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স 

ক্রিকেট হচ্ছে একটা জনপ্রিয় খেলা আর যখনই আইপিএল এর কথা উঠে তখন আর কিছু বলার থাকে না । আইপিএল একটা ইন্ডিয়ার উপহার যেটা আমরা দেশবাসি  এটা উপভোগ করি । আইপিএল শুরু হয়েছে 26.03.2022 তারিখে । আজ বুধবার 30.03.2022  দুটি যোদ্ধা মূলক টিমের মধ্যে খেলা আছে রয়েল চ্যালেঞ্জের ব্যাঙ্গালোর (RCB) বনাম কোলকাতা নাইট রাইডার্স (KKR) । তাহলে জেনে নিই কবে ,কখন ,কোন গ্রাউন্ড এ খেলা আছে সব কিছু জানতে নিচে স্ক্রল করুন। …….

চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ হাইলাইট 

তো প্রথমেই বলে রাখি আইপিএল শুরু হয়েছে 26.03.2022 তারিখে । যেখানে প্রথম ম্যাচ হয় চেন্নাই সুপার কিংস (CSK) বনাম (KKR) কোলকাতা নাইট  রাইডার্স । যেখানে চেন্নাই সুপার কিংস প্রথম ব্যাটিং করে রান করে 132 । খুবই একটা ভালো রান হয়নি ।তাই কলকাতা নাইট রাইডার্স সেই টার্গেট পূর্ণ করে আইপিএল 2022 এর প্রথম ম্যাচ এ জয়ী হয় । মানে কলকাতার টীম এখন খুবই মজবুত একটা টীম হয়ে উঠেছে ।

রয়েল চ্যালেঞ্জের  ব্যাঙ্গালোর বনাম পাঞ্জাব কিংস ম্যাচ হাইলাইট

আর দ্বিতীয় দিকে রয়েল চ্যালেঞ্জের এর সম্মুখীন হয়েছিলো পাঞ্জাব কিংস । পাঞ্জাব কিংস টস এ জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন । এবং রয়েল চ্যালেঞ্জের ব্যাঙ্গালোর  খুবই একটা ভালো টার্গেট দেন পাঞ্জাব কিংস কে । 206 রানের টার্গেট দেন রয়েল চ্যালেঞ্জের ব্যাঙ্গালোর । এই খানে বড়ো একটা ইনিংস খেলে ফাফ ডুপ্লেসি ও বিরাট কোহলি । ফাফ ডুপ্লেসি রান করেন 88 এবং বিরাট কোহলি 41 ।  তার সাথে দীনেশ কার্তিক ও একটা ভালো রান করে টীম এর রান সংখ্যা বাড়ায় ।

কিন্তু বিপরীতে পাঞ্জাব কিংস ও খুবই ভালো ভাবে টার্গেট পূর্ণ করে 19 অভারএ । এই খানে দেখে বোঝা যাচ্ছে rcb এর বলার এর জন্য একটু খামতি রয়েছে । তাহলে আমরা জেনে আজকের খেলা সম্পর্কে ।

কোন স্টেডিয়াম আজকের  খেলা হবে 

ROYAL CHALLENGERS BANGALORE VS KOLKATA KNIGHT RIDERS TODAY MATCH  

আজকের ম্যাচ খেলা হবে DY PATIL STEDIUM । এই স্টেডিয়াম এর পিচ সম্পর্কে বলে এই পিচ এ একটা ভালো রান হওয়ার সম্ভাবনা আছে । প্রায় 165+ রান হওয়ার সম্ভাবনা আছে । এছাড়া weather রিপোর্ট সম্পর্কে বলতে গেলো আকাশ পরিষ্কার থাকার সম্ভবনা আছে । এছাড়া সেকেন্ড ইনিংস এ কুয়াশা পড়ারও সম্ভবনা আছে । মানে বোঝা যাচ্ছে কোনো রকম প্রবলেম হবে না এই ম্যাচ এ ।

RCB (ROYAL CHALLENGERS BANGALORE PLAYER ) PLAYER LIST 

রয়েল চ্যালেঞ্জের ব্যাঙ্গালোর  খেলোয়ারদের তালিকা

1. FAF  DU PLESSIS (C)

2. ANUJ RAWAT 

3. VIRAT KOHLI

4. M LOMROR

5. S RUTHERFORD 

6. DINESH KARTHIK (WC)

7. W HASRANGA 

8. D WILLY 

9. HERSAL PATEL 

10. S AHAMED 

11. MD SIRAJ 

আরসিবি দলে ওপেনিং ব্যাটসম্যান হচ্ছে FAF  DU PLESSIS (C) আর ANUJ RAWAT  । এইখানে faf du plessis ফর্মে আছে তাই ভালো রান করার সম্ভবনা রয়েছে । এছাড়া বিরাট কোহলি ও বেশ ফর্মে রয়েছে মনে হচ্ছে তাই RCB দলে একটা ভালো রান ও জেতার সম্ভাবনা ও রয়েছে ।

আরোও পড়ুন”-আইপিএল 2022: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সকল টিম, ম্যাচ, প্লেয়ার 2022


KOLKATA KNIGHT RIDERS (KKR ) PLAYERS LIST  

কলকাতা নাইট রাইডার্স খেলোয়ারদের তালিকা 

1. AJINKIYA RAHANE 

2.  VENKATIS AIYER (C)

3. NITIS RANA

4. S IYER

5. SAM BILLINGS

6. S JACKSON 

7. ANDREW RASSEL 

8. SUNIL NARINE

9.  U YADAV

10. S MAVI 

11. BARUN CHAKROBARTY 


KKR দলে ওপেনিং এ AJINKIYA RAHANE  VENKATIS AIYER (C) । 2022 ipl এ ভালো ফর্মে রয়েছে a Rahane । CSK vs kkr match এ খুব ভালো খেলছিল । তাই এদিকে kkr এর বলার ও খুব হার্ড তাই রান ও ভালো হওয়ার সম্ভবনা রয়েছে । এছাড়া ভালো বোলিং করার সম্ভবনা ও রয়েছে ।


আপনাদের কাছে আমার অনুরোধ নিশ্চই বলে যাবেন কার সাপোর্টার ও কে জিততে পারে এই ম্যাচ । তাহলে কমেন্ট করতে ভুলবেন না । সবাই ভালো থাকবেন এবং খেলা ইনজয় করবেন । আজকের মত এখানেই সমাপ্তি করলাম ।


  




Updated: March 30, 2022 — 4:59 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Help Bangla © 2023 Frontier Theme