Help Bangla

Blogs in Bangali

আউটপুট ডিভাইস কাকে বলে ? কম্পিউটারের আউটপুট ডিভাইস এর নাম ও সংজ্ঞা ।। What is out put device

আউটপুট ডিভাইস কাকে বলে ? কম্পিউটারের আউটপুট ডিভাইস এর নাম ও সংজ্ঞা

আউটপুট ডিভাইস কাকে বলে 

কম্পিউটারে কোন নির্দেশ বা উপাত্ত ইনপুটের মাধ্যমে গ্রহণ করে কন্ট্রোল ইউনিটের নির্দেশে স্মৃতিভাণ্ডারে রক্ষিত প্রোগ্রামের ভিত্তিতে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে সামগ্রিক কার্যক্রম সম্পন্নের পর সমাধানটি যে মাধ্যমের মাধ্যমে ব্যবহারকারীকে দিয়ে থাকে তাকে আউটপুট ডিভাইস বলা হয়। নিচে আউটপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয় উল্লেখযোগ্য এমন কতগুলো মাধ্যমের বর্ণনা দেয়া হলোঃ

কম্পিউটার আউটপুট ডিভাইস এর নাম ও সংজ্ঞা 

1.মনিটর কাকে বলে ?

* মনিটর এর কাজ কি 

2.প্রিন্টার কাকে বলে ? 

*প্রিন্টার এর কাজ কি

3.প্রিন্টার কয় প্রকার ও কি কি

4.ডট্ মেট্রিক্স প্রিন্টার কাকে বলে ? 

*ডট্ মেট্রিক্স প্রিন্টার এর কাজ

5.ইংকজেট প্রিন্টার কাকে বলে ? 

*ইংকজেট প্রিন্টার এর কাজ কি

6.লেজার প্রিন্টার কাকে বলে ? 

*লেজার প্রিন্টার এর কাজ কি

7.প্লটার কাকে বলে ? 

*প্লটার এর কাজ কি 


আরোও পড়ুন””ইনপুট ডিভাইস কাকে বলে ? কম্পিউটার ইনপুট ডিভাইস এর নাম ও সংজ্ঞা

 

আরোও পড়ুন”” কম্পিউটার কি ? কম্পিউটার কয় প্রকার ও কি কি

কয়েকটি আউটপুট ডিভাইস এর নাম ও সংজ্ঞা

মনিটর কাকে বলে ? মনিটর এর কাজ কি

টেলিভিশনের মতো দেখতে কম্পিউটারের অংশটিকে মনিটর বলা হয়কম্পিউটারের সিস্টেম ইউনিটের ভেতরের ভিডিও কার্ড দ্বারা তৈরি লেখা এবং গ্রাফিক্স মনিটরের স্ক্রিনে প্রদর্শিত হয়। স্ক্রিনের এক কোণা থেকে অন্য কোণার মাপই মনিটরের সাইজ হিসেবে ধরা হয়। সাধারণ মনিটরের সাইজ হলো ১৪, ১৫, ১৭ এবং ২১ ইঞ্চি। বড় সাইজের মনিটরের মূল্য বেশি কিন্তু এটি ডেস্কটপ পাবলিশিং এবং গ্রাফিক্সে কাজ করার জন্যে অথবা বড় স্প্রেডশিটে কাজ করার জন্যে বেশি সুবিধাজনক। টিভি কার্ড ব্যবহার করে মনিটরে টিভির ন্যায় টেলিভিশন ষ্টেশন থেকে সম্প্রচারিত অনুষ্ঠান দেখা যায়। মনিটরের যে অংশে লেখা, ছবি ইত্যাদি দেখা যায় তাকে স্ক্রিন বলা হয়। স্ক্রিনের ক্ষুদ্র অংশকে পিক্সেল বলা হয়। পিক্সেলের মধ্যকার দুরত্বকে ডট পিচ বলা হয়। স্ক্রিনে পিক্সেল যত বেশি হয় ছবি তত ভালো হয়। বর্তমানে ফ্লাট প্যানেল ধরনের মনিটর অনেকে ব্যবহার করে থাকে। এটির পর্দা সমতল। এতে এলসিডি প্রযুক্তি ব্যবহার করা হয়।

প্রিন্টার কাকে বলে ? প্রিন্টার এর কাজ কি

যে যন্ত্রের মাধ্যমে কম্পিউটার  প্রাপ্ত ফলাফল কাগজে ছাপানো যায় তাকে প্রিন্টার বলা হয়। এটি বহুল ব্যবহৃত আউটপুট ডিভাইস। যে ইমেজ প্রিন্ট করা হবে তার মান কি রকম হবে তা নির্ভর করে প্রিন্টারের রেজুলেশনের উপর। বেশি রেজুলেশনের প্রিন্টার নিখুঁতভাবে প্রিন্ট করে থাকে। বহুল ব্যবহৃত প্রিন্টারগুলো হচ্ছে?

কম্পিউটার এর প্রিন্টার কয় প্রকার ও কি কি

উত্তর:- 

১) ডট ম্যাট্রিক্স প্রিন্টার (Dor Matrix Printer)

) লাইন প্রিন্টার (Line Printer)

৩) লেজার প্রিন্টার (Laser Printer)

ডট্ মেট্রিক্স প্রিন্টার কাকে বলে ? ডট্ মেট্রিক্স প্রিন্টার এর কাজ

তুলনামূলকভাবে দামে সস্তা এ সমস্ত প্রিন্টারে কালির রিবনের উপর হেডারের পিন চেপে কাগজে ছাপা হয়। এ সমস্ত প্রিন্টারের প্রিন্ট মান (Print Quality) নির্ভর করে হেডারের পিনের উপর। পিন বেশি থাকলে প্রিন্ট বেশি ভালো হয়। ডট মেট্রিক্স প্রিন্টারের হেড ৯, ২৪, ৪৮ এবং ৩৬ পিন সম্পন্ন হয়ে থাকে। পূর্বে ৯ পিনযুক্ত প্রিন্টার বেশি ব্যবহৃত হতো। বর্তমানে ২৪ পিন যুক্ত প্রিন্টার আমাদের দেশে বেশি ব্যবহৃত হয়। NEC, Epson কোম্পানির তৈরি ডট্ মেট্রিক্স প্রিন্টার বেশি জনপ্রিয়।

ইংকজেট প্রিন্টার কাকে বলে ? ইংকজেট প্রিন্টার এর কাজ কি

ছোট আকৃতির এ সমস্ত প্রিন্টারের প্রিন্ট কোয়ালিটি উন্নত। এতে ডট্ মেট্রিক্সের মতো বিরক্তিকর শব্দ হয় না। ॥এ সমস্ত প্রিন্টারের দাম তুলনামূলকভাবে সত্তা হলেও এর কার্টিজের (কালির) দাম বেশি হওয়াতে এ ধরনের

প্রিন্টারের জনপ্রিয়তা কম। প্রতি ইঞ্চিতে কতটি ডট হবে তা দিয়ে রেজুলেশন মাপা হয়। একে dpi (dot per inch) বলা হয়। সাধারণভাবে টেক্সটের ক্ষেত্রে ৬০০ ডিপিআই গ্রহণযোগ্য ইমেজের ক্ষেত্রে ১২০০ ডিপিআই ভালো মানের ।

লেজার প্রিন্টার কাকে বলে ? লেজার প্রিন্টার এর কাজ কি

জনপ্রিয় এ সমস্ত প্রিন্টারের প্রিন্ট কোয়ালিটি খুবই উন্নত। কমপিউটারে কম্পোজ করে এ জাতীয় প্রিন্টারে ট্রেসিং পেপারে লেজার প্রিন্ট করে উচ্চ আলোতে প্লেট করে অফসেট প্রেসে লক্ষ লক্ষ কপি ছাপিয়ে বই মুদ্রণ করা হয়। আমাদের দেশে প্রকাশনা কাজে ব্যাপকভাবে ব্যবহৃত এ জাতীয় প্রিন্টারের মুদ্রণ পদ্ধতি বেশ জটিল। এতে কমপিউটার থেকে আগত ডিজিটাল সংকেতের উপর ভিত্তি করে লেজার রশ্মির (LASER BEAM) সাহায্যে কাগজে লেখার ও ছবি ছাপার কাজটি করা হয়। লেজার প্রিন্টারে ব্যবহৃত কার্টিজ (কালি) কে টোনার বলা হয়। এগুলোর দাম খুব বেশি বলে লেজার প্রিন্টার খুব ব্যয়বহুল। সাদা কালো ছাড়াও অনেক লেজার প্রিন্টার রঙিন ছাপাতে পারে। প্রিন্টে ছাপার কালির ঘনত্ব (DPI) এবং মিনিটে কত পৃষ্ঠা ছাপাতে পারে তার উপর নির্ভর করে লেজার প্রিন্টারের মূল্য নির্ণীত হয়। আইবিএম কমপেট্ৰিবল কমপিউটারের জন্য Howlett Packard (HP) নামক কোম্পানির বিভিন্ন মডেলের লেজার প্রিন্টার অত্যন্ত জনপ্রিয়।

প্লটার কাকে বলে ? প্লটার এর কাজ কি 

সাধারণত ডট্ মেট্রিক্স প্রিন্টার এবং লেজার প্রিন্টারে ১৪ ইঞ্চির চেয়ে বেশি চওড়া কাগজে প্রিন্ট করা যায় না। বিভিন্ন প্রকারের আর্কিটেকচারাল প্রিন্ট, নকশা এবং মানচিত্র অনেক বেশি চওড়া কাগজে প্রিন্ট করতে হয়। প্লটার নামক এক ধরনের প্রিন্টারের সাহায্যে এ ধরনের কাজের প্রিন্ট করা হয়। প্লটারে প্রিন্ট করা হয় পেন (Pen) এর সাহায্যে। এতে অতি চিকন থেকে মোটা বিভিন্ন ধরনের পেন (Pen) ব্যবহার করে বিভিন্ন প্রকারের নকশা এবং মানচিত্রের সূক্ষ্মাতিসূক্ষ্ম রেখার সুস্পষ্ট চিত্র প্রিন্ট করা যায়।

উপরিউক্ত বহুল ব্যবহৃত জনপ্রিয় আউটপুট ডিভাইসগুলো ছাড়াও আরো যেসব আউটপুট ডিভাইস সচরাচর

ব্যবহৃত হয় এমন কতগুলো হলঃ হার্ড ডিস্ক ও ফ্লপি ডিস্ক, ফিল্ম রেকর্ডার, ম্যাগনেটিক টেপ এবং স্পিকার ইত্যাদি।








Updated: March 24, 2022 — 7:37 pm

3 Comments

Add a Comment
  1. khub dundor likhechen

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Help Bangla © 2023 Frontier Theme