Help Bangla

Blogs in Bangali

উচ্চমাধ্যমিক দর্শন প্রথম অধ্যায় সাজেশন 2023। দ্বাদশ শ্রেণী দর্শন প্রথম অধ্যায় সাজেশন 2023। যুক্তি অধ্যায় সাজেশন 2023

দ্বাদশ শ্রেণী দর্শন প্রথম অধ্যায় প্রশ্নোত্তর 2023 নিয়ে আজ আমি হাজির হয়েছি । আজ দর্শন প্রথম অধ্যায় সাজেশন । Mcq ,saq দর্শন প্রথম অধ্যায় সাজেশন 2023 । Wbmme এবং wbsse বোর্ড উচ্চমাধ্যমিক দর্শন প্রথম অধ্যায় সাজেশন 2023 । আজ আমি যে সাজেশন গুলো দেবো সেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাহলে জেনেনি আজকের সাজেশন 2023 । অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর । যুক্তি অধ্যায় সাজেশন । দ্বাদশ শ্রেণী দর্শন সাজেশন । উচ্চমাধ্যমিক দর্শন প্রথম অধ্যায় সাজেশন 2023।

যুক্তির স্বরূপ বা প্রকৃতি  সাজেশন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।যুক্তি অধ্যায় । যুক্তির স্বরূপ বা প্রকৃতি । দ্বাদশ শ্রেণী দর্শন প্রথম অধ্যায় । উচ্চমাধ্যমিক সাজেশন 2023

1. তর্ক বিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি


A) logic

B) logike

C) logos

D) metaphysics

2. তর্ক বিদ্যা সমার্থক শব্দ কি

A) নীতিবিদ্যা

B) সমাজবিদ্যা

C) মূল্যবিদ্যা

D) যুক্তিবিদ্যা




3. তর্ক বিদ্যা সম্পর্কে কোন বিশেষণটি প্রয়োগ করা যায়

A) আধুনিক শাস্ত্র

B) প্রাচীন শাস্ত্রে

C) মধ্যযুগীয় শাস্ত্র 

D) অযৌক্তিক শাস্ত্র

4. তর্কবিদ্যা কাকে বলে

A) বৈধ চিন্তার নিয়মাবলীর আলোচনাকে

B) চিন্তার আলোচনাকে

C) ভাষার আলোচনাকে

D) মানুষের ব্যবহারের আলোচনাকে 

5. Logos শব্দটির অর্থ কি 

A) অনুমান

B) চিন্তা

C) জ্ঞান

D) সংবেদন

6. হেতু বাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা যায় তাকে কি বলে ?
A) যুক্তিবাক্য

B) সিদ্ধান্ত

C) প্রধান যুক্তিবাক্য

D) অঙ্গ বাক্য 

7. তর্কবিদ্যার মূল উৎস কি ?

A) ভাষা

B) চিন্তা

C) অনুমান

D) যুক্তি

8. Logic শব্দটি হল একটি

A) ইংরেজি শব্দ

B) গ্রিক শব্দ

C) লাতিন শব্দ 

D) স্প্যানিশ শব্দ

9. তর্কবিদ্যাই চিন্তা শব্দটির অর্থ কি ?

A) মানসিক প্রক্রিয়া

B) বাক্য

C) বচন

D) যুক্তি


10. যুক্তি কাকে বলে

A) অনুমানের ভাষাগত রূপকে 

B) মানসিক প্রক্রিয়া কে

C) মনের কল্পনা কে 

D) মনের আকাঙ্ক্ষা কে 



অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।যুক্তি অধ্যায় । যুক্তির স্বরূপ বা প্রকৃতি । দ্বাদশ শ্রেণী দর্শন প্রথম অধ্যায় । উচ্চমাধ্যমিক দর্শন 2023


1. পদ কাকে বলা হয়?

উত্তর:- বচনের উদ্দেশ্যে অথবা বিধেয়কে বলা হয়পদ

2. পদ বিষয়টির উদ্ভব কিভাবে হয় ?

উত্তর:- পদ এর উদ্ভব হয় ধারণা থেকে 
3. ধারণা কাকে বলে ?
উত্তর:- মনে-মনে একাধিক বিষয়ের সংযুক্তিকরণ বা বিযুক্তি করন কে বলা হয় ধারণা ।

4. বাক্য থেকে কি সৃষ্টি হয় ?

উত্তর:- বাক্য থেকে বচনে সৃষ্টি হয় 

5. বচন থেকে কিসের উদ্ভব হয় ?

উত্তর:- বচন থেকে উদ্ভব হয় যুক্তির ।

6. তর্কবিদ্যা আলোচ্য বিষয় কি ?

উত্তর:- যুক্তি, যুক্তি আকার ,যুক্তির বৈধতা বিচার, বচনের আকার অনুমান প্রবৃত্তি হলো তর্কবিদ্যার আলোচ্য বিষয়

7. নিরপেক্ষ যুক্তির অবয়ব গুলি কিরূপ ?

উত্তর:- নিরপেক্ষ যুক্তির অবয়ব গুলি হলো নিরপেক্ষ বচন

8. অপ্রধান হেতু বাক্যের অপর নাম কি ?

উত্তর:- অপ্রধান হেতু বাক্যের অপর নাম হল অপ্রধান যুক্তিবাক্য বা পক্ষ বাক্য 

9.কোন যুক্তির শেষ অবয়বটিকে  কি বলা হয়?

উত্তর:- সিদ্ধান্ত বা সাধন বলা হয় ।

10. যুক্তির প্রয়োজনীয়তা কি ?

উত্তর:- কোন বিষয়কে প্রমাণ করার জন্যই যুক্তির প্রয়োজনীতা আছে ।



অবরোহ ও আরোহ যুক্তির পার্থক্য 


সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।যুক্তি অধ্যায় । অবরোহ ও আরোহ যুক্তির পার্থক্য। দ্বাদশ শ্রেণী দর্শন প্রথম অধ্যায় । উচ্চমাধ্যমিক দর্শন 2023



1. যুক্তিবাক্য অপেক্ষা সিদ্ধান্তের ব্যাপকতা কম হলে সেই চুক্তি কে কি বলা হয় ?

A) অবরোহ যুক্তি

B) আরোহ যুক্তি

C) উপমা যুক্তি 

D) লৌকিক যুক্তি

2. অবরোহ যুক্তির সিদ্ধান্তটি সবসময় কি হয়?

A) সত্য হয়

B) মিথ্যা

C) সত্যমিথ্যা উপায় হয়

D) নিশ্চিত হয় 

3. অবরোহ ও আরোহ যুক্তির মধ্যে পার্থক্য কি?

A) প্রকৃতিগত

B) মাত্রাগত

C) সত্যতা গত

D) বস্তুগত

4. আরোহ যুক্তির সিদ্ধান্তটি সবসময় 

A) অনিশ্চিত হয়

B) নিশ্চিত হয়

C)  প্রমাণমূলক হয়

D) উপমামূলক হয় 

5. যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্য নিঃসৃত হয় কোন যুক্তিতে?

A) আরোহ যুক্তিতে

B) উপমা যুক্তিতে

C) অবরোহ যুক্তিতে

D) সাদৃশ্য যুক্তিতে


অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।যুক্তি অধ্যায় । অবরোহ ও আরোহ যুক্তির পার্থক্য। দ্বাদশ শ্রেণী দর্শন প্রথম অধ্যায় । উচ্চমাধ্যমিক দর্শন 2023


1. আরোহ যুক্তির সিদ্ধান্তটি কিরূপ হয়?

উত্তর:- আরোহ যুক্তির সিদ্ধান্তটি সবসময় সম্ভাব্য হয় 

2. অবরোহ যুক্তির সিদ্ধান্তটি নিশ্চিত না সম্ভাব্য ?

উত্তর:- অবরোহ যুক্তির সিদ্ধান্তটি নিশ্চিত রূপে গণ্য

3. আরোহ অনুমানের আকারগত ভিত্তি নিয়ম দুটি কি কি ?

উত্তর:- ১.প্রকৃতির একরূপতা নিয়ম ২. কার্যকরণ নিয়ম 

4. কার্যকরণ নিয়মটি কি ?

উত্তর:- কার্যকরণ নিয়মটি হল এ জগতে প্রত্যেকটি ঘটনায় কার্যক্রম নিয়মে আবদ্ধ ।

5. আরোহ অনুমানের বস্তুগতভিত্তির নিয়ম নীতি কি কি?

উত্তর:- আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি দুটো নিয়ম হল পর্যবেক্ষণ ও পরীক্ষা 

6. পর্যবেক্ষণ কাকে বলে ?

উত্তর:- অবাধ অভিজ্ঞতার ওপর নির্ভর করে উদ্দেশ্যমূলক প্রত্যক্ষকেই  বলা হয় পর্যবেক্ষণ

7. পরীক্ষণ কাকে বলে ?

উত্তর:- সুনিয়ন্ত্রিত পরিবেশে কোন ঘটনার পর্যবেক্ষণকে বলা হয় পরীক্ষণ ।

8.কোন যুক্তির সিদ্ধান্ত বচনটি বিশ্লেষ্য রূপে গণ্য ?

উত্তর:- আরোহ যুক্তির সিদ্ধান্তটি বিশ্লেষ্য রূপে গণ্য 

9. অবরোহ যুক্তি বলতে কি বোঝো ?

উত্তর:- যে যুক্তিতে সিদ্ধান্তটি অনিবার্যভাবে যুক্তিবাক্য থেকে নিঃসৃত হয় এবং তা কখনো যুক্তিবাক্য থেকে ব্যাপকতর নয় তাকে বলা হয় অবরোহ যুক্তি 

10.কোন যুক্তির সিদ্ধান্তটি বিশেষ বা সামান্য হয় ?

উত্তর:- অবরোহ যুক্তির সিদ্ধান্তটি বিশ্বাস অথবা সামান্য হয়   

        যুক্তি ও যুক্তির আকার 


সংক্ষিপ্ত প্রশ্নোত্তর । যুক্তি অধ্যায় । যুক্তি ও যুক্তির আকার । দ্বাদশ শ্রেণী দর্শন প্রথম অধ্যায় । উচ্চমাধ্যমিক দর্শন 2023



1. যুক্তির কাঠামো কে কি বলা হয় ?

A) যুক্তির আকার

B) যুক্তির প্রমাণ

C) যুক্তির প্রকার

D) যুক্তির উদ্দেশ্য

2.কোন যুক্তির অবয়ব সত্য বা মিথ্যা হতে পারে বিবৃতি হলো 

A) মিথ্যা 

B) সত্য

C) সংশয় মূলক

D) অনিশ্চিত 


3.যেকোনো যুক্তি সত্য বা মিথ্যা হতে পারে বিবৃতিটি হলো। 

A) সত্য
B) মিথ্যা

C) সংশপ্তক

D) নিশ্চিত। 
4. যুক্তির আকার থেকে যুক্তি পাওয়া যায় বিবৃতিটি হলো

A) সত্য

B) মিথ্যা

C) সংশয় মূলক

D) অযথার্থ  


5. যুক্তি থেকে যুক্তির আকার পাওয়া যায় বিবৃতিটি হলো

A) সত্য

B) মিথ্যা

C) সংশয়মুলক

D) বলা অসম্ভব


সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।যুক্তি অধ্যায় । যুক্তি ও যুক্তির আকার । দ্বাদশ শ্রেণী দর্শন প্রথম অধ্যায় । উচ্চমাধ্যমিক দর্শন 2023


1. যুক্তির আকার কাকে বলে?

উত্তর:- যুক্তির কাঠামোকে বলা হয় যুক্তির আকার 

2. অনুমানের ভাষাগত কাঠামো কে কি বলা হয় ?

উত্তর:- অনুমানের ভাষাগত কাঠামোকে চুক্তি বলা হয়  

3. যুক্তির সাংকেতিক কাঠামো কে কি বলা হয় ?

উত্তর:- যুক্তির সাংকেতিক কাঠামোকে যুক্তির আকার বলা হয় 

4. যুক্তির থেকে যুক্তির আকার পাওয়া যায় এ কথা কি ঠিক ?

উত্তর:- হ্যাঁ একদম ঠিক 

5. একটি বৈধ M.T এর আকার কি 

উত্তর:- একটি বৈধ M.T এর আকার হলো । যদি P তবে Q  এখন নয় Q 
অতএব এমন নয় P ।

6. প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয় ?

উত্তর:- পূর্ববগটি সত্য কিন্তু অনুগটি যদি মিথ্যা হয় তাহলে প্রাকল্পিক বচন মিথ্যা হবে ।

7.

8.

9.

10.

     বৈধতা ও সততার সম্পর্ক 


সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।যুক্তি অধ্যায় । বৈধতা ও সততার সম্পর্ক । দ্বাদশ শ্রেণী দর্শন প্রথম অধ্যায় । উচ্চমাধ্যমিক দর্শন 2023




1. কোন যুক্তির বৈধতা বা অবৈধ রূপে গণ্য ?

উত্তর:- অবরোহ যুক্তি বৈধ অথবা অবৈধ রূপে গণ্য 
Hh

2. একটি যুক্তি কখন বৈধ হয় ?

উত্তর:- সিদ্ধান্তটি যখন যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তখন 

3. অবৈধ যুক্তি কাকে বলে ?

উত্তর:- যে যুক্তির সিদ্ধান্তটি অনিবার্যভাবে যুক্তিবাক্য থেকে নিঃসৃত নয়, তাকেই বলে অবৈধ যুক্তি ।

4. যুক্তির আকারগত বৈধতা কাকে বলে ?

উত্তর:- যুক্তির নিয়ম সংগঠনকে বলা হয় যুক্তির আকারগত বৈধতা ।

5. অবৈধ চুক্তির ক্ষেত্রে সিদ্ধান্তটি কি সবসময় মিথ্যা হয় ?
উত্তর:- না তা সত্য হতে পারে ।

6. যুক্তির ধর্ম হল সত্যতা নির্ণয় করা বিবৃতিটি সত্য না মিথ্যা ?

উত্তর:- বিবৃতি হল মিথ্যা 

7. বচনের নিজস্ব ধর্ম কি ? 

উত্তর:- সত্য তাহলে বচনের নিজস্ব ধর্ম

8. যুক্তির বৈধতা বলতে কী বোঝো ?

উত্তর:- যুক্তির বৈধতা বলতে বোঝায় কোন একটি যুক্তি বৈধ অথবা অবৈধ রূপে গণ্য । 

9. বৈধ যুক্তি বলতে কি বোঝো ?

উত্তর:- বৈধ যুক্তি হলো এমন একটি যুক্তি যেখানে সিদ্ধান্তটি অনিবার্যভাবে যুক্তিবাক্য থেকে নিঃসৃত  হয় তাকেই বৈধ যুক্তি বলে ।

10. একটা বচনের সত্য  শর্ত কয়টি ও কি কি ?

উত্তর:- একটি বচ্চনের সত্য শর্ত দুটি সত্য ও মিথ্যা 







Updated: June 6, 2022 — 5:22 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Help Bangla © 2023 Frontier Theme