একাদশ শ্রেণী ইতিহাস অধ্যায় ভিত্তিক সাজেশন 2022
একাদশ শ্রেণী দ্বিতীয় অধ্যায়
একাদশ শ্রেণী দ্বিতীয় অধ্যায় রচনাধর্মী প্রশ্নপত্র
প্রশ্ন :- মধ্যপ্রস্তর যুগের মূল বৈশিষ্ট্যগুলির বিবরণ দাও।
অথবা, মধ্যপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রা সংক্ষিপ্ত পরিচয় দাও
প্রশ্ন :- নব্য প্রস্তর যুগের মূল বৈশিষ্ট্যগুলির বিবরণ দাও।
অথবা, নব্য প্রস্তর যুগের মানুষের জীবনযাত্রা বা সামাজিক জীবনের পরিচয় দাও
প্রশ্ন :- চারটি নদীকেন্দ্রিক সভ্যতার নাম লেখো। নদীকেন্দ্রিক সভ্যতা গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো।
প্রশ্ন :- সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা বর্ণনা দাও। এই সভ্যতার পতন কেন হয় ?
প্রশ্ন :- হরপ্পা সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলা হয় কেন ? এই সভ্যতার মানুষের সামাজিক ও অর্থনৈতিক জীবনের পরিচয় দাও।
প্রশ্ন :- কিভাবে বিবর্তনের মধ্য দিয়ে আদিম মানুষ খাদ্য সংগ্রাহক থেকে স্থায়ী বাসিন্দাতে পরিণত হয়
একাদশ শ্রেণী তৃতীয় অধ্যায়
একাদশ শ্রেণী তৃতীয় অধ্যায় রচনাধর্মী প্রশ্নপত্র
প্রশ্ন :- মৌর্য ও ম্যাসিডোনিয়া সাম্রাজ্যের মধ্যে বিভিন্ন সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি আলোচনা করো।
অথবা, মেসিডোনিয়া সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করো।
প্রশ্ন :- এবেশের গণতন্ত্রের ভিত্তি কিভাবে প্রতিষ্ঠিত হয়? গ্রিক পলিশের পতনের কারণগুলি আলোচনা করো।
প্রশ্ন :- মিশরীয় সভ্যতার শিল্পসংস্কৃতির পরিচয় দাও। অথবা, মিশরীয় সভ্যতার শিল্প সংস্কৃতি, ভাষা ও ধর্মীয় পরিচয় দাও
আরোও পড়ুন “”একাদশ শ্রেণী বাংলা অধ্যায় ভিত্তিক সাজেশন 2022
প্রশ্ন :- গ্রিসে নগররাষ্ট্র বা পলিশ বলতে কী বোঝো? গ্রিক পলিশের উদ্ভবের কারণ ও অন্যতম প্রধান বৈশিষ্ট্যও আলোচনা করো
প্রশ্ন :- প্রাচীন মিশর ও প্রাচীন ভারতের দাসপ্রথা তুলনামূলক বিবরণ দাও।[2018 ]
প্রশ্ন :- প্রাচীন রোম ও প্রাচীন ভারতের দাস প্রথার তুলনামূলক আলোচনা করো।
প্রশ্ন :- প্রাচীন রোম ও প্রাচীন গুপ্তযুগের মাজিক বিন্যাস কেমন ছিল তা আলোচনা করো। এই সময়ের দাসপ্রথার অস্তিত্ব সম্বন্ধে যা জানো লেখো। মিশরকে নীলনদের দান বলা হয় কেন ?
একাদশ শ্রেণী চতুর্থ অধ্যায়
একাদশ শ্রেণী চতুর্থ অধ্যায় রচনাধর্মী প্রশ্নপত্র
প্রশ্ন :- কৌটিল্য অর্থশাস্ত্রে রাজনীতি সম্পর্কে যে আলোচনা করেছেন তার ব্যাখ্যা করো।
প্রশ্ন :- ইক্তা ব্যবস্থার বিবর্তন সম্পর্কে আলোচনা করো।
আরোও পড়ুন””দ্বাদশ শ্রেণী ভূগোল দ্বিতীয় অধ্যায় সাজেশন
প্রশ্ন :-পারস্যের ক্ষত্রপ ও চীনের ম্যান্ডারিন ব্যবস্থার বর্ণনা দাও।
প্রশ্ন :- নয়া রাজতন্ত্রে টিউডর রাজবংশ ও টমাস ক্রমওয়েলের ভূমিকা আলোচনা করো
প্রশ্ন :- মনসবদারি প্রথা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
প্রশ্ন :- বরনির ফতোয়া-ই-জাহান্দারিতে রাজতন্ত্র এবং রাষ্ট্রনীতি বিষয়ে ধারণা কী ছিল ?
প্রশ্ন :- দিল্লি সুলতানি রাষ্ট্রের প্রকৃতি বিশ্লেষণ করো।
অথবা, দিল্লির সুলতানি রাষ্ট্রকী ধর্মাশ্রয়ী ছিল ?
প্রশ্ন :-সিসেরোর রাষ্ট্রচিন্তার মূলতত্ত্বগুলি আলোচনা করো।
অথবা, সিসেরোর রাষ্ট্র দর্শন সম্পর্কে আলোচনা করো।
একাদশ শ্রেণী পঞ্চম অধ্যায়
একাদশ শ্রেণী পঞ্চম অধ্যায় রচনাধর্মী প্রশ্নপত্র
প্রশ্ন:- গুপ্তযুগে ভারতীয় উপমহাদেশে সামন্ততন্ত্রের উত্থানের পটভূমি আলোচনা করো।
প্রশ্ন:-সামন্ততন্ত্র বলতে কি বোঝো? ইউরোপের সামন্ততন্ত্রের পতনের কারণগুলি দেখো। [2019] ***
প্রশ্ন:- ভারতীয় উপমহাদেশের অর্থনীতিতে ইন্দো-রোমান বাণিজ্যের প্রভাব লেখো। ভারতীয় উপমহাদেশের তৃতীয় নগরায়নের তিনটি কারণ ব্যাখ্যা করো। [2019]
প্রশ্ন:- ম্যানর ব্যবস্থা বলতে কী বোঝোয়? সামন্ততন্ত্রের যুগে ম্যানর ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।
প্রশ্ন:- প্রাচীন ভারতের নগরায়নের কারণগুলি আলোচনা করো। মধ্যযুগের ইউরোপে শিখা ব্রিাম প্রতিষ্ঠার কারণগুলি লেখো।
অথবা, মধ্যযুগের ইউরোপে বাণিজ্যের প্রসারে পিন্ডের ভূমিকা আলোচনা করো। (2020)
একাদশ শ্রেণী সপ্তম অধ্যায়
একাদশ শ্রেণী সপ্তম অধ্যায় রচনাধর্মী প্রশ্নপত্র
প্রশ্ন:- ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুবারের ভূমিকা আলোচনা করো।[2018]
প্রশ্ন:- ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের প্রেক্ষাপট বা পটভূমি আলোচনা করো।
3. ভারতের নতুন ধর্ম আন্দোলন শুরু হওয়ার কারণগুলি আলোচনা করো।
অথবা, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বরনের ধর্মীয় আন্দোলনের উত্থানের পটভূমি লেখো।
প্রশ্ন:- ক্রুসেড বা ধর্মযুদ্ধের কারণগুলি আলোচনা করো। (2020)
প্রশ্ন:- দ্বীন-ই-ইলাহী সম্পর্কে আলোচনা করো। অথবা, আকবরের ধর্মনীতি সম্পর্কে আলোচনা করো।
প্রশ্ন:- অশোকের ধর্ম সম্বন্ধে যা জানো লেখো।
একাদশ শ্রেণী MCQ ও SAQ সাজেশন 2022
একাদশ শ্রেণী অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরসহ সাজেশন 2022
1. ভারতে পুরানের সংখ্যা কয়টি?
উত্তর- 18 টি
2. হরপ্পার সামুদ্রিক বন্দরটি কোথায় আবিষ্কৃত হয়েছে?
উত্তর :-লোখালে
4. ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন ?
উত্তর :- চন্দ্রগুপ্ত মৌর্য
3. মিশরের সবচেয়ে বড়ো পিরামিডটির নাম কি ?
উত্তর:- খুফুর পিরমিড
5. অর্থশাস্ত্রের লেখক কে ?
উত্তর:- কৌটিল্য
6. ম্যানরের দরিদ্র কৃষকেরা কি পরিচিত ছিলেন?
উত্তর:-ভিলেন নামে
7. সামন্ততান্ত্রিক ইউরোপে কৃষকদের দেওয়া টাইখ করটি কি ছিল ?
উত্তর: -ধর্মকর
৪. এথেন্সে যে ধরনের কোন শাসন প্রচলিত ছিল
উত্তর:- গণতান্ত্রিক
9. রানী দুর্গাবতী কোন রাজ্যের রানী ছিলেন?
উত্তর:- গন্ডোয়ানা রাজ্যের রানী
10. নুরজাহানের প্রকৃত নাম কি ছিল?
উত্তর- মেহেরুন্নিসা
11. আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কে ?
উত্তর:- ম্যাকিয়াভেলি
12. টমাস ক্রমওয়েল কে ছিলেন?
উত্তর:- ইংল্যান্ড রাজ অষ্টম হেনরির প্রধান উপদেষ্টা
13.সুমেরীয়রা খেজুর গাছকে বলত-
উত্তর:- জীবন বৃক্ষ
*জীবন বৃক্ষ কাকে বলা হয় ?
উত্তর:- খেজুর গাছ
14. ইন্ডিকা গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর–মেগাস্থিনিস
15. প্রাচীন ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়?
উত্তর:- কৌটিল্যকে
16. লেভিয়াথান গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর -টমাস
17. রিপাবলিক গ্রন্থের লেখক কে?
উত্তর:- প্লেটো
18. ইতিহাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যার জনক হলেন?
উত্তর:- থুকিডিডিস
19. হোমো হাবিলিস কথার অর্থ কি?
উত্তর- দক্ষ মানুষ
20. ঝড়ের পাখি কাকে বলা হয় ?
উত্তর:- রুশোকে
21. দুজন সামন্তপ্রভুর মধ্যে বিনোদনমূলক তলোয়ার যুদ্ধকে কি বলা হত?
উত্তর:- ডুয়েল
22. গিল্ড কথার অর্থ কি?
উত্তর- নিগম
23. এথেন্সের ম্যাজিস্ট্রেটরা কী নামে পরিচিত ছিল?
উত্তর:- আরকন
25. ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার কে করেন?
উত্তর- ড্যানিয়েল উইলসন
26. অ্যাক্ট অব সুপ্রেমেসি আইন কবে পাস হয়?
উত্তর-1534 খ্রিস্টাব্দে
27. মহাজনপদগুলির উত্থান কত খ্রিস্টপূর্ব হয় ?
উত্তর:- ষষ্ঠ শতকে
28. প্রাচীনকালে ইরাক দেশটির নাম কি ছিল?
উত্তর:- মেসোপটেমিয়া
29. কবে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব সংঘটিত হয় ?
উত্তর:-1688 খ্রিস্টাব্দে
30. মেহেরগড় সভ্যতা আবিষ্কার কে করেন-?
উত্তর:- ফ্রাসোয়াজারিজ
31. মন্ডল তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর- কৌটিল্য
32. স্পার্টার ক্রীতদাসদের কি বলা হত ?
উত্তর- হেলট
33. মনসবদারী প্রথার প্রচলন কে করেন?
উত্তর:- আকবর
34. দি ম্যাগনিফিসেন্ট নামে কোন অটোমান সুলতান পরিচিত?
উত্তর :- সুলতান সুলেমান
35. রোমে পালিয়ে যাওয়া ক্রীতদাসদের কী বলা হত?
উত্তর:- ম্যানুমিসিয়ো
36. মেসোপটেমিয়ার মন্দির গুলিকে কি বলা হত ?
উত্তর :-জিগুরাত
37. রানী দুর্গাবতী কোন যুদ্ধে নিহত হন?
উত্তর:- গন্ডোয়ানার যুদ্ধে
38. ম্যানর ব্যবস্থার আরেক নাম কি ছিল?
উত্তর :- সিনেরীয় ব্যবস্থা
39. প্রথম দাস বিদ্রোহ কোথায় হয় ?
উত্তর- সিসিলিতে
40. মিনান্দারের ধর্ম কে গুরু ছিলেন?
উত্তর:- নাগসেন
41. অর্থশাস্ত্রে কত প্রকার বিবাহ রীতির উল্লেখ আছে ?
উত্তর:-আট প্রকার
আরোও পড়ুন :- শিক্ষার একটা শাখা হিসেবে ভূগোল সাজেশন 2023 ।দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম অধ্যায়ের প্রশ্নপত্র
আরোও পড়ুন :- শিক্ষার একটা শাখা হিসেবে ভূগোল সাজেশন 2023 ।দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম অধ্যায়ের প্রশ্নপত্র