Help Bangla

Blogs in Bangali

একাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান অধ্যায় ভিত্তিক সাজেশন 2022 ।Political science 2022

একাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান অধ্যায় ভিত্তিক সাজেশন 2022 । Political science 2022

একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সংক্ষিপ্ত ও রচনাধর্মী সাজেশন 2022। Class 11th political science saq Essay question , অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর দেয়া হলো । পশ্চিমবঙ্গ 2022 একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ।আপনি কি এইসব রাষ্ট্রবিজ্ঞানে রচনাধর্মী প্রশ্ন খুঁজছিলেন তাহলে আপনি ঠিক জায়গায় এসে পড়েছে নিচের সকল একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান এর সাজেশন দেওয়া হল

একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান সংশোধিত সিলেবাস 2022

দ্বিতীয় অধ্যায় : রাষ্ট্রের সংজ্ঞা, বৈশিষ্ট্য ও উৎপত্তি

চতুর্থ অধ্যায় : আইন, স্বাধীনতা, সাম্য ও ন্যায় নীতি, গণতন্ত্র ও একনায়ক তন্ত্র

ষষ্ঠ অধ্যায়: ভারতীয় সংবিধানের ক্রমবিকাশ ও বৈশিষ্ট্য 

সপ্তম অধ্যায়: সরকারের বিভিন্ন রূপ 

অষ্টম অধ্যায় : অধিকার, মানবাধিকার, মৌলিক অধিকার, কর্তব্য ও নির্দেশমূলক নীতি 

এইসব অধ্যায় গুলো তোমাদের 2022 পরীক্ষায় হবে 

একাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান সংক্ষিপ্ত ও অতিসংক্ষিপ্ত সাজেশন 

একাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়  SAQ প্রশ্ন উত্তরসহ

১. কোন দেশকে রাষ্ট্রবিজ্ঞানের সূতিকাগার বলা হয় ?

উ: প্রাচীন গ্রীস কে

২. প্রাচীন রোমের রাষ্ট্রকে কি বলা হত ?

উ: সিভিটাস

৩. সর্বপ্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা কারা বলেন ?

উ: নিউটন গান 

৪. রাষ্ট্র গঠনের জন্য গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?

উ: সার্বভৌমিকতা

৫. রাষ্ট্রকে চিরন্তন প্রতিষ্ঠানকে বলেছেন? 

উ: লেনিন ও স্তালিন

৬. রাষ্ট্রের উপাদান গুলি কি কি?

উ: ভূখন্ড,জনসমষ্টি,সরকার, সার্বভৌমিকতা ও জাতীয়তাবাদ

৭. রুশো কেমন রাষ্ট্রের সমর্থক ছিলেন ?

উ: বৃহদায়তন

৮. রাষ্ট্র ও সরকারের মধ্যে কারা পার্থক্য নিরূপণ করেছেন ?

উ: লক ও রুশো

৯. “রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র” -উক্তিটি কে করেছেন ?

উ: কার্ল মার্কস

১০. দ্য প্রিন্স গ্রন্থের রচয়িতা কে?

উ: ম্যাকিয়াভেলি

১১. ‘উড্রো উইলসন’ কে ছিলেন ?

 উ: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি

১২. রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান এর নাম লেখ ?

উ: সরকার

১৩. একজন ব্যক্তি একই সঙ্গে কয়টি রাষ্ট্রের সদস্য হতে পারেন ?

উ: একটি রাষ্ট্রের

১৪. “ভূখণ্ড রাষ্ট্রের উপাদান নয়”- উক্তিটি কে করেছেন ?

 উ: রাষ্ট্রবিজ্ঞানী সিলি

১৫. “আধুনিক সামাজিক সৌধের শীর্ষবিন্দু হলো রাষ্ট্র”- একথা কে বলেছেন? 

উ: রাষ্ট্রবিজ্ঞানী জাঁ বোদাঁ

১৬. রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য কি?

উ: সার্বভৌমত্ব

১৭. “রাষ্ট্র হল বিরামহীন ক্রমবিকাশের ফল” উক্তিটি কে করেন?

উত্তর:- বার্জেস

১৮. “পলিটিক্স” গ্রন্থের রচয়িতা কে?

উত্তর: অ্যারিস্টোটল

১৯. “আমিই রাষ্ট্র”- উক্তিটি কে করেছেন? 

 উত্তর:- চতুৰ্দশ লুই

২০. ‘রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার বিরোধী দুজন প্রবক্তার নাম লেখ ? 

উত্তর:- মেটল্যান্ড ও বাকল

একাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান  চতুর্থ অধ্যায়  SAQ প্রশ্ন উত্তরসহ 

১. গণতন্ত্র ও একনায়কতন্ত্রের পার্থক্য লেখ। 

উত্তর:- গণতন্ত্র সাম্যে বিশ্বাসী, কিন্তু একনায়কতন্ত্র সাম্য নীতিকে সমর্থন করেনা। গণতন্ত্র একনায়কতন্ত্র যুদ্ধের জয়গান শান্তির পূজারী, কিন্তু

22. প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে?

উত্তর:- প্রত্যক্ষ গণতন্ত্র বলতে বোঝায় সেই ধরনের শাসন ব্যবস্থা যেখানে নাগরিকরা সরাসরি শাসনকার্যে অংশগ্রহণ করে।

23. গণতন্ত্রের সাফল্যের দুটি শর্ত লেখ। 

উত্তর:- ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ নুচিং সেন্টার

24. দলগত একনায়কতন্ত্র কাকে বলে?

উত্তর:- যখন একটি দল রাষ্ট্রের সব ক্ষমতা দখল করে। অবাধ ক্ষমতা প্রয়োগ করে এবং অন্য সব দলের বল রাষ্ট্রের অস্তিত্বকে অস্বীকার করে, তখন তাকে দলগত একনায়কতন্ত্র বলে।

25. আইনের একটি বৈশিষ্ট্য লেখ। 

উত্তর:-আইন মানুষের বাহিরের আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে।

একাদশ শ্রেণী দ্বিতীয় অধ্যায় রাষ্ট্রের সংজ্ঞা, বৈশিষ্ট্য ও উৎপত্তি

একাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় রচনাধর্মী সাজেশন

প্রশ্ন :- রাষ্ট্র কাকে বলে? এর বৈশিষ্ট্য বা উপাদান গুলি আলোচনা করো।

প্রশ্ন:- রাষ্ট্র ও অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য লেখ।

প্রশ্ন:- রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ঐতিহাসিক মতবাদ বা বিবর্তনবাদ আলোচনা করো।

প্রশ্ন:- রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বলপ্রয়োগ মতবাদ জ আলোচনা করো।

প্রশ্ন:- রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ঐশ্বরিক মতবাদ আলোচনা করো।

প্রশ্ন:-  রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদ আলোচনা করো।

প্রশ্ন-রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।

প্রশ্ন :-রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বিবর্তনবাদী মতবাদ আলোচনা করো।

একাদশ শ্রেণী চতুর্থ অধ্যায়  আইন, স্বাধীনতা, সাম্য ও ন্যায় নীতি, গণতন্ত্র ও একনায়ক তন্ত্র

একাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় রচনাধর্মী সাজেশন

প্রশ্ন:-গণতন্ত্র কাকে বলে? ইহার সুবিধা ও অসুবিধা গুলি লেখ।

প্রশ্ন:- গণতন্ত্র ও একনায়কতন্ত্রের পার্থক্য গুলি করো

প্রশ্ন:- স্বাধীনতার সংজ্ঞা ও প্রকারভেদ আলোচনা করো

প্রশ্ন :-আইন কাকে বলে? আইনের বৈশিষ্ট্য ও উৎস গুলি লেখ।  

প্রশ্ন:- ন্যায়,স্বাধীনতা ও সাম্যের পারস্পারিক সম্পর্ক লেখ ।

প্রশ্ন:-একনায়কতন্ত্রের দোষ-গুণ গুলি আলোচনা করো।


একাদশ শ্রেণী ষষ্ঠ অধ্যায়  ভারতীয় সংবিধানের ক্রমবিকাশ ও বৈশিষ্ট্য

একাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান  ষষ্ঠ অধ্যায় রচনাধর্মী সাজেশন

প্রশ্ন:-সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের পার্থক্য গুলি লেখ।

প্রশ্ন :-লিখিত ও অলিখিত সংবিধানের পার্থক্য লেখ

প্রশ্ন:-ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।

প্রশ্ন:-দুষ্পরিবর্তনীয় সংবিধানের গুনাগুন আলোচনা করা

প্রশ্ন:-অলিখিত সংবিধানের গুনাগুন আলোচনা করো।  

প্রশ্ন:- ভারতের সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা আলোচনা করো।

প্রশ্ন :-লিখিত ও অলিখিত সংবিধানের মধ্যে পাৰ্থক্য লেখ।

প্রশ্ন:- অলিখিত সংবিধান কাকে বলে এর দোষ ও গুন গুলি আলোচনা করো।


একাদশ শ্রেণী সপ্তম অধ্যায় সরকারের বিভিন্ন রূপ

একাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান সপ্তম অধ্যায় রচনাধর্মী সাজেশন

প্রশ্ন:-এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার পার্থক্য লেখ। 

প্রশ্ন:- রাষ্ট্রপতি শাসিত ও সংসদীয় সরকারের পার্থক্য লেখ। ও ভারতের শাসনব্যবস্থার ভারতের শাসনব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় নানা এককেন্দ্ৰিক যুক্তিসহ উত্তর দাও।

প্রশ্ন:-এককেন্দ্রিক সরকার কাকে বলে এর বৈশিষ্ট্য ও গুনাগুন লেখ।

প্রশ্ন:- তুমি কি মনে করো যে ভারতের সংবিধান গঠনের দিক থেকে যুক্তরাষ্ট্রীয় কিন্তু কার্যত এককেন্দ্রিক তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।

অথবা, ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো

প্রশ্ন:-রাষ্ট্রপতি শাসিত সরকার এর প্রকৃতি লেখ 

প্রশ্ন:- যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কি বোঝো? এর মূল বৈশিষ্ট্য গুলি লেখ।

একাদশ শ্রেণী অষ্টম অধ্যায় অধিকার, মানবাধিকার, মৌলিক অধিকার, কর্তব্য ও নির্দেশমূলক নীতি

একাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান অষ্টম অধ্যায় রচনাধর্মী সাজেশন

প্রশ্ন:-মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির পার্থক্য লেখ।

প্রশ্ন:- নির্দেশমূলক নীতি বলতে কী বোঝ? সংক্ষেপে নীতি গুলি লেখ।

প্রশ্ন:-ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্য গুলি লেখ।

প্রশ্ন:-ভারতের সংবিধানের স্বীকৃত স্বাধীনতার অধিকার টি সংক্ষেপে আলোচনা করো।

প্রশ্ন:-ভারতের সংবিধানে স্বীকৃত সাম্যের অধিকার টি আলোচনা করো।

প্রশ্ন:-অধিকার কাকে বলে? পৌর ও রাজনৈতিক অধিকার গুলি সংক্ষেপে আলোচনা কর 

আরোও পড়ুন “”একাদশ শ্রেণী শিক্ষাবিজ্ঞান অধ্যায় ভিত্তিক সাজেশন 2022

Updated: March 14, 2022 — 12:20 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Help Bangla © 2023 Frontier Theme