একাদশ শ্রেণী শিক্ষাবিজ্ঞান অধ্যায় ভিত্তিক সাজেশন 2022 । Class 11th suggestion

একাদশ শ্রেণী শিক্ষাবিজ্ঞান অধ্যায় ভিত্তিক সাজেশন 2022 । Class 11th suggestion 

একাদশ শ্রেণী শিক্ষাবিজ্ঞান অতি সংক্ষিপ্ত (MCQ) প্রশ্নপত্র

1. শিখনের দ্বিতীয় স্তরটি হল- 

1. গ্রহণ

2. পুনরুদ্রেক

3. প্রত্যাভিজ্ঞা

4. ধারণ বা সংরক্ষন

2. পরিনমন হল-

1. স্বাভাবিক প্রতিক্রিয়া

2. শর্ত নির্ভর প্রতিক্রিয়া

3. গুণগত প্রতিক্রিয়া

4. কৃত্রিম প্রতিক্রিয়া

3. ম্যাকডুগাল এর মত———-হলো সুপ্ত মনোযোগ

1. প্রেষণা

2. আগ্রহ

3. শিক্ষণ

4. তারও না

4. শিক্ষণ কি ধরনের প্রতিক্রিয়া

1. স্বাভাবিক

2. কৃত্রিম 

3. সহজাত

4. স্বতঃপ্রণোদিত

5. অপারেন্ট অনুবর্তন এর প্রবর্তক কে-

1. স্কিনার

2. কোহলার

3. স্পিয়ারম্যান

4. প্যাভলভ

6. বহু উপাদান তত্ত্বের প্রবর্তক কে-

1. থাস্টোন 

2. গিলফোর্ড

3. প্যাভলভ

4. স্কিনার

7. নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করেন

1. মুদালিয়ার কমিশন

2. রাধাকৃষ্ণন কমিশন 

3. কোঠারি কমিশন

4. জাতীয় শিক্ষানীতি 

8. গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত কথা কোন শিক্ষা কমিশনের বলা হয় 

1. মুদালিয়ার কমিশন

2. রাধাকৃষ্ণন কমিশন 

3. কোঠারি কমিশন

4. জাতীয় শিক্ষানীতি

9. বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশন উল্লেখ করে

1. মুদালিয়ার কমিশন

2. রাধাকৃষ্ণন কমিশন 

3. কোঠারি কমিশন

4. জাতীয় শিক্ষানীতি

10. ডেলর কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয় কত সালে

1. 1990 সালে

2. 1996 সালে 

3. 2000 সালে

4. 1986 সালে 

11. সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয়-

1. 2001 সালে

2. 2002 সালে

3. 2003 সালে

4. 2004 সালে

12. ইচ ওয়ান টেক ওয়ান কোন আন্দোলনের স্লোগান

1. ভাষা আন্দোলন

2. শিক্ষা আন্দোলন

3. ভারত ছাড়ো আন্দোলন

4. কোনোটিই নয়

13. প্রথম কোন শিক্ষা কমিশনের কিউমুলেটিভ রেকর্ড এর কথা বলেন

1. মাধ্যমিক শিক্ষা কমিশন

2. জাতীয় শিক্ষানীতি

3. ভারতীয় শিক্ষা কমিশন

4. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন

14. অপারেশন ব্ল্যাকবোর্ড কোন শিক্ষার জন্য স্থির করা হয়েছে

1. প্রাথমিক শিক্ষা 

2. উচ্চমাধ্যমিক শিক্ষা

3. মাধ্যমিক শিক্ষা

4. কোনোটিই নয়

15. অপচয় ও অনুন্নয়ন কোন শিক্ষাস্তরের অপর সর্বাধিক প্রভাব বিস্তার করে 

1. মাধ্যমিক শিক্ষা

2. প্রাথমিক শিক্ষা

3. প্রাক-প্রাথমিক শিক্ষা

4. উচ্চমাধ্যমিক শিক্ষা

16. অপারেশন ব্ল্যাকবোর্ড কি

1. শিক্ষা সহায়ক উপকরণ সরবরাহ করা

2. প্রাথমিক শিক্ষার উন্নতির জন্য একটি কর্মসূচি 0

3. মাধ্যমিক শিক্ষার উন্নতির জন্য একটি কর্মসূচি

4. বিদ্যালয় পরিকাঠামো নিশ্চিত করা

17. নিচের কোন শিক্ষাবিদ মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য ছিলেন

1. শ্রী এম কে ব্যাস

2.শ্রী  এম কে দেব

3. শ্রী জে কে দুজারদিন

4.শ্রী কেজি সায়েদিন

18. পরিসংখ্যা বহুভুজ অংকন এর কাগজের x অক্ষে বসানো হয়

1. শ্রেণীর নিম্ন বিন্দু

2. শ্রেণীর নিম্নসীমা

3. শ্রেণি মধ্যবিন্দু 

4. শ্রেণীর উচ্চ সীমা

19. বিদ্যালয় স্তরে পাঠক্রম রচনা করে?

1. NCTE

2.NCERT

3. UGC

4.SABE

20. বৃত্তি ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হল- 

1.UGC

2.CABE

3.AICTE

4.NCTE

আরোও পড়ুন “” একাদশ শ্রেণী দর্শন অধ্যায় ভিত্তিক সাজেশন 2022

আরোও পড়ুন “” একাদশ শ্রেণী ইতিহাস অধ্যায় ভিত্তিক সাজেশন 2022

আরোও পড়ুন “”একাদশ শ্রেণী বাংলা অধ্যায় ভিত্তিক সাজেশন 2022

একাদশ শ্রেণী শিক্ষাবিজ্ঞান  সংক্ষিপ্ত (SAQ) প্রশ্নপত্র

1. এডুকেশন কথাটি কোন শব্দ থেকে এসেছে?

উত্তর:- ল্যাটিন শব্দ এডুকেয়ার থেকে এসেছে ।

1. আগ্রহের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

2. স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তবে ৪ উপাদান বলতে কী বোঝো।

3. বুদ্ধির অভিজ্ঞা কি?

4. মনোযোগের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 

5. রেসপনডেন্ট বলতে কী বোঝো

6. প্রচেষ্টা ও ভুলের কৌশল এর প্রবক্তা কে ?

 7. স্কিনার কত প্রকার শক্তিদায়ক উদ্দীপক এর কথা বলেছেন এবং সেগুলি কি কি?

8. উদ্দীপক প্রধান অনুবর্তন প্রক্রিয়া কোনটি?

9. ‘মনে করা’ ও ‘চেনা র মধ্যে পার্থক্য লেখ ?

10. শিখন ও পরিমনের একটি  করে সাদৃশ্য  লেখো?

11. গিলফোর্ড এর মতে ধীশক্তির তিনটি মাত্রা কি কি?

 12. অর্জিত ক্ষমতা কাকে বলে? উদাহরণ দাও।

13. বৃদ্ধাঙ্ক কি ?

14. পানুবর্তন কি ?

15. শিক্ষা ক্ষেত্রে যে 5 টি M সমন্বিত সেগুলি কি কি?

16. NSS এর পুরো নাম কি?

17. মায়োপিয়া কি বা কাকে বলে ?

18. অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি?

19. WHO-এর পুরো কথাটি কি?

20. ব্যক্তিত্ব কি?

21. ই-বুক(E -BOOK) কি?

22 UGC কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত ?

23. শ্রেণিকক্ষের দুটি আচরণগত সমস্যা উল্লেখ করো।

24. বয়স্ক শিক্ষার একটি লক্ষ্য উল্লেখ কর?

25. বিদ্যালয় গুচ্ছ বলতে কী বোঝায় ?

26 নবোদয় বিদ্যালয় এর বৈশিষ্ট্য উল্লেখ করো ?

27. স্পিয়ারম্যানের স্টেটাড সমীকরণে ৮’ বলতে কী বোঝানো হয়।

28. কিন্ডারগার্টেন বিদ্যালয় এর জনক কে?

29 বহুমুখী বিদ্যালয় এর সুপারিশ কোন কমিশন করে?

30. মাধ্যমিক শিক্ষার দুটি লক্ষ্য উল্লেখ করো।

31. UGC-র পুরো কথাটি কি?

32. গ্রামীণ শিক্ষা ব্যবস্থার চারটি স্বর উল্লেখ করো।

33. ICDS এর পুরো নাম কি?

34. S.U.PW এর পুরো কথাটি কি? কোন কমিশনে এর উল্লেখ আছে?

35. হিস্টোগ্রাম ও পরিসংখ্যা বহুভুজ এর একটি পার্থক্য লেখ ?

36. একটি বিচ্ছিন্ন চলের উদাহরণ দাও।

37. কেন্দ্রীয় প্রবণতার মূল কাজ কিন্তু

38. মিডিয়ান এর দুটি বৈশিষ্ট্য লেখো।

৬9. কম্পিউটারের স্মৃতি কয় প্রকার ও কি কি?

40. হার্ডওয়ার এবং সফটওয়্যার এর একটি পার্থক্য উল্লেখ করো।


আরোও জানতে ” একাদশ শ্রেণি ভূগোল অধ্যায় ভিত্তিক সাজেশন 2022 । Geography question 2022

প্রথম অধ্যায় : শিক্ষার ধারণা ও লক্ষ্য

একাদশ শ্রেণী প্রথম অধ্যায় অধ্যায় সাজেশন

প্রশ্ন:- সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কী বোঝ? ইহার বৈশিষ্ট্য লেখ।

 প্রশ্ন:-  ব্যাপক অর্থে শিক্ষা বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্য লেখ।

প্রশ্ন:-  সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষার পার্থক্য আলোচনা করো।

প্রশ্ন:- শিক্ষার লক্ষ্যের প্রয়োজনীয়তা গুলি লেখ? 

প্রশ্ন:– শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য আলোচনা করো ?

প্রশ্ন:- শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য আলোচনা করো

দ্বিতীয় অধ্যায়: শিক্ষার তাৎপর্যপূর্ণ ভূমিকা

একাদশ শ্রেণী শিক্ষাবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় সাজেশন

প্রশ্ন:- শিক্ষার উপাদান রূপে আদর্শ শিক্ষকের গুণাবলী আলোচনা করো। 

প্রশ্ন:- পাঠ্যক্রম কাকে বলে? ইহার বৈশিষ্ট্য গুলি লেখ?

প্রশ্ন:- আধুনিক ও গতানুগতিক পাঠক্রম এর পার্থক্য লেখ।

 প্রশ্ন:- বিভিন্ন প্রকার সহপাঠক্রমিক কার্যাবলীর নাম লেখ। সহপাঠক্রমিক কার্যাবলীর উপযোগিতা লেখ।  

প্রশ্ন:- পাঠ্যক্রম নির্ধারণের নীতি গুলি লেখ।

প্রশ্ন:- শিশুর শিক্ষায় পরিবেশ ও বংশগতির ভূমিকা লেখ।

চতুর্থ অধ্যায়: শিক্ষা মনোবিজ্ঞান 

একাদশ শ্রেণী শিক্ষাবিজ্ঞান চতুর্থ অধ্যায় সাজেশন

প্রশ্ন:-শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্ক লেখ।

প্রশ্ন:- শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলে? শিক্ষায় মনোবিজ্ঞানের গুরুত্ব কি?  

 

পঞ্চম অধ্যায়: শিশুর বৃদ্ধি ও বিকাশ

একাদশ শ্রেণী শিক্ষাবিজ্ঞান পঞ্চম অধ্যায় সাজেশন


প্রশ্ন:- জীবন বিকাশের কয়টি স্তর ও কি কি? প্রতিটি স্তরের বয়স ও শিক্ষাক্রম লেখ।

প্রশ্ন:-বৃদ্ধি ও বিকাশ বলতে কী বোঝ? তাদের সম্পর্ক লেখ।

প্রশ্ন:-শৈশবের বৈশিষ্ট্য ও চাহিদা গুলি লেখ। 

অষ্টম অধ্যায়: প্রাচীন যুগের শিক্ষা 

একাদশ শ্রেণী শিক্ষা বিজ্ঞান অষ্টম অধ্যায় সাজেশন

প্রশ্ন:- বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য গুলি লেখ।

প্রশ্ন:- ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য গুলি লেখ।

প্রশ্ন:- বৌদ্ধ ও ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার সাদৃশ্য ও বৈসাদৃশ্য গুলি লেখ। 

দশম অধ্যায় :- আধুনিক পদ্ধতি শিক্ষার পরিপেক্ষিতে গুরুত্বপূর্ণ ঘটনাবলী :-প্রাক  স্বাধীনতা যুগ

একাদশ শ্রেণী শিক্ষাবিজ্ঞান দশম অধ্যায় সাজেশন

প্রশ্ন:- মেকলে মিনিট কি? শিক্ষাক্ষেত্রে মেকলের সুপারিশ গুলি কি ছিল?

প্রশ্ন:- ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন 1902 এর সুপারিশ গুলি লেখ।

একাদশ অধ্যায়:  ভারতে আধুনিক শিক্ষার বিকাশে প্রখ্যাত ভারতীয় শিক্ষাবিদ এর অবদান 

একাদশ শ্রেণী শিক্ষাবিজ্ঞান একাদশ অধ্যায়ের সাজেশন

প্রশ্ন:- শিক্ষা ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান লেখ।

প্রশ্ন:- প্রাথমিক ও স্ত্রী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান লেখ। 

প্রশ্ন:- রবীন্দ্রনাথের শিক্ষার লক্ষ্য ও শিক্ষা পদ্ধতি সম্পর্কে আলোচনা করো।   

প্রশ্ন:- গান্ধীজীর বুনিয়াদি শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো

প্রশ্ন:- স্বামী বিবেকানন্দের “মানুষ গড়ার শিক্ষা” সংক্রান্ত ধারণাটি ব্যাখ্যা করো।   

Leave a Comment