কম্পিউটার কি ? কম্পিউটার কয় প্রকার ও কি কি
কম্পিউটার কি বা কাকে বলে ?
কম্পিউটার একটি অত্যাধুনিক ইলেকট্রনিক যন্ত্র। অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র যেমনঃ রেডিও, টেলিভিশন, ভিসিআর, ইলেকট্রিক ঘড়ি, ক্যালকুলেটর, ফ্যাক্স ইত্যাদি থেকে কমপিউটার সম্পূর্ণ ভিন্ন এক যন্ত্র। এর কাজের ক্ষমতা সত্যিই আশ্চার্যজনক। বর্তমান দুনিয়ায় এ যন্ত্রটিকে কাজে লাগিয়ে মানুষ অত্যন্ত দ্রুত গতিতে সফলতার শীর্ষে পৌঁছে যাচ্ছে। অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রের সাহায্যে দুই একটির বেশি কাজ করানো যায় না। কিন্তু একটি মাত্র কম্পিউটারের সাহায্যে অনেক রকমের কাজ করা যায়।
(Computer) শব্দটি গ্রিক (কম্পিউটার) শব্দ থেকে এসেছে। (কম্পিউটার) শব্দের অর্থ হচ্ছে গণনা করা। (Computer) শব্দের অর্থ গণনাকারী যন্ত্র। পূর্বে কমপিউটার দিয়ে শুধুমাত্র হিসাব-নিকাশের কাজই করা হতো। কিন্তু বর্তমান অত্যাধুনিক কমপিউটার দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে জটিল হিসাব-নিকাশের কাজ নির্ভুলভাবে করা ছাড়াও বহু রকমের অনেক কাজ করা যায়। কম্পিউটার সেকেন্ডের মধ্যে কোটি কোটি হিসাব-নিকাশ করতে পারে। কমপিউটারে কাজ করার গতি হিসাব করা হয় ন্যানোসেকেন্ড (NS) এ। ন্যানোসেকেন্ড হচ্ছে এক সেকেন্ডের একশত কোটি ভাগের একভাগ সময় মাত্র। কমপিউটারের অভ্যন্তরে রয়েছে অনেক বর্তনী। ইলেকট্রন প্রবাহের মাধ্যমে কমপিউটারের যাবতীয় কাজ কর্ম পরিচালিত হয়। ইলেকট্রনিক সংকেতের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে কমপিউটার ল্যাংগুয়েজ বা কমপিউটারের ভাষা। কমপিউটারের বোধগম্য এ ভাষার মাধ্যমে কম্পিউটারে যে নির্দেশ দেয়া হয় তারই ভিত্তিতে কমপিউটার ফলাফল প্রদান করে। কম্পিউটারের এ নির্দেশাবলিকে বলা হয় প্রোগ্রাম। প্রোগ্রাম ছাড়া কমপিউটার একটি জড় পদার্থ ভিন্ন আর কিছু নয়। উপযুক্ত প্রোগ্রামের ফলে কমপিউটার জড় পদার্থ হতে গাণিতিক শক্তিসম্পন্ন বুদ্ধিমান যন্ত্রে পরিণত হতে পারে।
প্রোগ্রাম কাকে বলে ?
উত্তর:- কম্পিউটারের এ নির্দেশাবলিকে বলা হয় প্রোগ্রাম
কম্পিউটার কয় প্রকার ও কী কী
কাজের প্রকৃতির উপর ভিত্তি করে কম্পিউটার কয়ভাগে ভাগ করা হয় কমপিউটারকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে যা নিচে দেয়া হলো
কাজের ধরন ও প্রকৃতির উপর ভিত্তি করে কমপিউটার তিন প্রকার
1. ডিজিটাল কম্পিউটার (Digital Computer)
2. অ্যানালগ কম্পিউটার (Analog Computer)
3. হাইব্রিড বা শংকর কম্পিউটার (Hybrid Computer)
ডিজিটাল কম্পিউটার কি বা কাকে বলে ?
তথ্য প্রক্রিয়াকরণ ও হিসাবের জন্য এ ধরনের কমপিউটার বর্ণ বা অঙ্ক সংকেতের মাধ্যমে তথ্যগ্রহণ করে এবং ফলাফল প্রকাশ করে। এ ধরনের কম্পিউটার নির্ভুলভাবে গাণিতিক ও যুক্তিগত কাজ করতে পারে। আন্তর্জাতিক নিয়মে ডিজিটাল সংকেতের ধনাত্মক তরঙ্গ উচ্চতাকে। এবং ঋণাত্মক তরঙ্গ উচ্চতাকে O হিসাবে ধরা হয়। O দিয়ে গঠিত কম্পিউটারের এই প্রধান ভাষাকে দ্বিতীয় বা বাইনারি সংখ্যা বলা হয়। ডিজিটাল কম্পিউটার বইনারি পদ্ধতিতে অর্থাৎ । O এর উপস্থিতির উপর নির্ভর করে উপাত্ত সংগ্রহ করে। কাজ করে থাকে। প্রচলিত অর্থে কম্পিউটার বলতে ডিজিটাল কম্পিউটারকেই বুঝায়।
অ্যানালগ কম্পিউটার কি বা কাকে বলে ?
অ্যানালগ কম্পিউটারে বর্ণ ও অঙ্ক সংকেতের পরিবর্তে ক্রমাগত বা Analog বৈদ্যুতিক সংকেত ব্যবহার করা হয়। রোদ, তাপ, চাপ, উত্তাপের জন্য সৃষ্ট বৈদ্যুতিক তরঙ্গকে অ্যানালগ কম্পিউটার Input হিসাবে গ্রহণ করে এবং উপাত্ত প্রক্রিয়াকরণের ফলাফল সাধারণ প্রদর্শনের কাঁটা দিয়ে দেখানো হয় অথবা প্লটার দিয়ে অঙ্কন করা হয়। রাসায়নিক, পেট্রোলিয়াম ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে অ্যানালগ কম্পিউটারের বহুল ব্যবহার আছে।
হাইব্রিড কম্পিউটার কি বা কাকে বলে ?
ডিজিটাল এবং অ্যানালগ এ দুই ধরনের কম্পিউটারের সমন্বয়ে গঠিত কম্পিউটারকে হাইব্রিড বা শংকর কম্পিউটার বলা হয়। বেশ কিছু বৈজ্ঞানিক সমস্যা সমাধানের জন্য হাইব্রিড কম্পিউটার ব্যবহৃত হয়।
আরোও পড়ুন :- মাদারবোর্ড কি । মাদারবোর্ড কাজ কি । মাদারবোর্ড এর বিভিন্ন অংশের পরিচিতি
আকার ও ক্ষমতার ভিত্তিতে কম্পিউটারকে কয়টি ভাগে ভাগ করা হয় ও কি কি ?
আকার ও ক্ষমতার ভিত্তিতে কমপিউটারের শ্রেণীবিভাগ আকৃতি, মূল্য, সংরক্ষণ ক্ষমতা, তথ্য প্রক্রিয়াকরণ ও কার্য সম্পাদন এবং ব্যবহারের সুবিধা ইত্যাদির উপর ভিত্তি করে কম্পিউটারকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়েছে।
আকৃতিগত দিক থেকে কম্পিউটারকে চার ভাগে ভাগ করা হয়েছে। যথা
১) সুপার কম্পিউটার (Super Computer)
২) মেইনফ্রেম কম্পিউটার (Mainframe Computer)
৩) মিনি কম্পিউটার (Mini Computer)
৪) মাইক্রো কম্পিউটার (Micro Computer)
সুপার কম্পিউটার কি বা কাকে বলে ?
আকৃতিগত দিক থেকে সর্ববৃহৎ এই কম্পিউটারের তথ্য সংরক্ষণ ও তথ্য প্রক্রিয়াকরণের ক্ষমতা অত্যন্ত শক্তিশালী ও দ্রুত গতি সম্পন্ন। বিপুল প্রক্রিয়াকরণের কাজে ব্যবহৃত অধিক ব্যয়বহুল এই কমপিউটার সাধারণত বৈজ্ঞানিক গবেষণা ও বৃহৎ প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়।
উদাহরণঃ CRAY-1, CRAY X-MP, CYBER-20
মেইনফ্রেম কম্পিউটার কি বা কাকে বলে ?
সুপার কম্পিউটারের চেয়ে ছোট কিন্তু অন্যান্য চেয়ে কম্পিউটারের বড় এ ধরনের কম্পিউটার একই সঙ্গে অনেকগুলো গ্রহণ মুখ / নির্গমন মুখ সরঞ্জাম এবং অনেক রকম সহায়ক স্মৃতির সাথে সংযোগ রক্ষা করে কাজ করতে পারে। বড় বড় প্রতিষ্ঠানে এ ধরনের কমপিউটারের ব্যবহার দেখা যা।
মিনি কম্পিউটার কি বা কাকে বলে ?
মাঝারি ধরনের এ শ্রেণীর কম্পিউটারকে একটি সাধারণ টেবিলে বসানো সম্ভব। এ শ্রেণীর কমপিউটারেও টার্মিনালের মাধ্যমে ব্যবহারকারী কাজ করতে পারে। এ ধরনের কমপিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের জন্য সাধারণত একক বোর্ড বিশিষ্ট বর্তনী ব্যবহৃত হয়। সাধারণত ব্যাংকের হিসাব সংক্রান্ত কাজে এ শ্রেণীর কম্পিউটারকে ব্যবহৃত হয়
মিনি কম্পিউটার এর উদাহরণ ঃ PDPI1, NOVA3, IBM S/34, IBM S/36 ইত্যাদি
মাইক্রো কম্পিউটার কি বা কাকে বলে ?
বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয় এ ধরনের কম্পিউটারগুলো আকৃতিগত দিক হতে ছোট এবং দামেও খুব সস্তা। কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ হিসেবে Microprocessor এর ব্যবহার মাইক্রোকম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য। অফিসিয়াল কাজে ব্যবহার ছাড়াও গৃহস্থালী কাজ, খেলাধুলা ও চিত্তবিনোদন এবং ব্যক্তিগত কাজে এ ধরনের কমপিউটারের ব্যবহার ব্যাপক হারে বেড়ে চলেছে। এ জন্য এ শ্রেণীর কম্পিউটার পিসি বা Personal Computer বলা হয়। ব্রিফকেইজ ও ছোট বইয়ের আকারেও বর্তমানে এ ধরনের কম্পিউটার পাওয়া যায় । মাইক্রো কম্পিউটার এর উদাহরণ : IBM P.C, TRS 80. APPLE 64 ইত্যাদি।
পার্সোনাল কম্পিউটার কয় প্রকার ও কি কি
মাইক্রোকম্পিউটার বা পার্সোনাল কম্পিউটার তিনটি শ্রেণীতে ভাগ করা হয়।
১. ডেস্কটপ (Desktop) ২. ল্যাপটপ (LapTop ৩. নোট বুক (Note Book )
ডেস্কটপ কি বা কাকে বলে ?
এ শ্রেণীর কম্পিউটার সহজেই একটি ডেস্ক এর উপর (Top) রাখা যায় বলে এগুলোকে ডেস্কটপ কম্পিউটার বলা হয়।
ডেস্কটপ এর উদাহরণঃ আইবিএম পার্সোনাল কমপিউটার, এ্যাপল মেকিনটোশ ইত্যাদি।
ল্যাপটপ কি বা কাকে বলে ?
ডেস্কটপ কম্পিউটার অপেক্ষা ক্ষুদ্র কম্পিউটারগুলো ল্যাপটপ নামে পরিচিত। এগুলো দেখতে ছোট এ্যাটাচি কেসের মতো ও বহনযোগ্য এবং কাজ করার সময় Lap (কোল) এর উপর (Top-4) রেখে কাজ করা যায় বলে এগুলোকে বলা হয় LapTop কম্পিউটার ।
নোটবুক কি বা কাকে বলে ?
ছোট ডায়েরি বা নোটবুকের আকৃতির ল্যাপটপ কমপিউটারগুলো এ নামে পরিচিত। এগুলোকে পাওয়ার বুকও বলা হয়। এরূপ কমপিউটার দেখতে অনেকটা বড় ক্যালকুলেটরের মতো।
আরোও নতুন কিছু শেখার জন্য আমাদের ব্লগটিকে ফলো করুন এছাড়া পড়তে বা বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে নিশ্চই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন
আরোও পড়ুন “-ইনপুট ডিভাইস কাকে বলে ? কম্পিউটার ইনপুট ডিভাইস এর নাম ও সংজ্ঞা