Help Bangla

Blogs in Bangali

কর্ণাটকের মুসকান খান কি মারা গিয়েছে । মুসকান খান এর মৃত্যুর ঘটনা কি সত্যি

কর্ণাটকের মুসকান খান কি মারা গিয়েছে । মুসকান খান এর মৃত্যুর ঘটনা কি সত্যি 


ভারতবর্ষের কর্ণাটক রাজ্যের বাসিন্দা মুসকান খান এক বির তুরুনির পরিচয় দেন । সোশ্যাল মিডিয়া থেকে জানা যাচ্ছে যে তরুণী আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত করেছিল সে নাকি আর নেই । 

সোশ্যাল মিডিয়াই শুধু একটাই পোস্ট একটা ফটোর সাথে একটাই কথা বলা হচ্ছে তাহলে কথাটা কি আমরা জেনে নিই :- 
ভারত বর্ষে যে মেয়েটা আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়ে বিশ্ব কাঁপিয়ে দিয়েছিল,সেই মুসকান বোনটাকে ********** ফেলেছে। আল্লাহ তুমি এই বোন কে জান্নাতুল ফেরদাউস নসিব করুন 
                   আমিন আমিন ছুম্মা আমিন ।

মুসকান খানের ঘটনাটা কি সত্যি আজ তার সত্যতা যাচাই করবো :  

মুসকান খান এর পরিচয়
মুসকান খান হচ্ছে একজন বিদ্রোহী শিক্ষার্থী 2022 এর ফেব্রুয়ারি মাসের শুরুতেই কর্ণাটক রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে হিজাব পরা বন্ধের জন্য নোটিশ দেন । এবং সেই জন্য মুসকান খান সহ অনেক শিক্ষার্থী তার প্রতিবাদ করে ।  এবং সবার মাঝে মুসকান খান আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনিতে প্রতিবাদ শুরু করে তাই সেই বোরকা পরা বিষয় নিয়ে আদালত এর রায় আসে এবং বোরকা পড়া নিষেধ হয় । কিন্তু সেই দিন তিনি একটা সাহসিকতার পরিচয় দেন । 

মুসকান খানের মৃত্যুর  ঘটনা 

কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায়  দেখা যাচ্ছে একটাই ফটো এবং লিখা রয়েছে  মুসকান খান কার আর নেই আল্লাহ্ তাকে জান্নাত নসিব করুক । আর এই পোস্ট টি সব থেকে বেশি ভাইরাল হয়েছে ফেসবুক এ । ছবি তে যাচ্ছে একটা মেয়ে বোরকা পরে মৃত অবস্থায় আছে আর ওই নাকি মুসকান খান এবং সে মারা গিয়েছে।
মুসকান খান কি মারা গিয়েছে 

সোশ্যাল মিডিয়ায় যেই ছবিটা ভাইরাল হয়েছে সেই ছবিটা আমরা রিভার্স করে দেখি রিভার্স করে দেখার পর যা জানা যায় সেটা বলছি ছবিটা ছাড়া হয়েছে 2017 সালে mid day নামে একটা নিউজ ওয়েবসাইটে । সেটাই একটা নিউজ হিসাবেই ছাড়া হয়েছিল । 2017 সালের নিউজ রিপোর্ট থেকে যা পাওয়া যায় 2016 সালের হিজবুল কমান্ডার কে হত্যা করার পর সেই হত্যার প্রতিবাদ বা ক্ষোভের সৃষ্টি হয় 2017 সালের গরম কালে।
 
Mid day নিউজ সাইট থেকে জানা যায় এই ক্ষোভ দেখা দেয় ছাত্র  ছাত্রীদের মধ্যে তারা সীমন্ত রক্ষীদের পাথর ছুড়ে আক্রমণ করে । এবং এই সময় কিছু ছাত্র ছাত্রী আহত হন তার মধ্যে ছিলেন এই মেয়েটি  যীনিও  আহত হন আর এটা হচ্ছে কাশ্মীরের একটা 2017 সালের ফটো  আর একে কর্ণাটকের মুসকান খান বলা হচ্ছে । এই  টা একটা গুজব যে মুসকান খান মারা গেছে  সম্পূর্ণ একটা ভুল কথা ।

মুসকান খানের মৃত্যুর ঘটনা সম্পর্কে তার পরিবার কি বলে 

কর্ণাটকের মুসকান খান এর মৃত্যু সম্পূর্ণ গুজব

যখন  মুসকান খানের মৃত্যুর ঘটনা সোসিয়াল মিডিয়াতে প্রচন্ড ভাইরাল হয় তখন তার সত্যতা যাচাই করতে অনেক সাংবাদিক কর্ণাটকের মুসকান খানের বাড়ি যাই । তারপর পরিবার এর কাছে সব কিছু জানার পর একবারেই নিশ্চিত হয় মুসকান খান জীবিত আছে তার মৃত্যুর ঘটনা সম্পূর্ণ গুজব ছাড়া আর কিছুই নয় । 
 তার পরিবার বলে মুসকান খান এখন সৌদি আরবে আছে তার বাবার সাথে উমরাহ হজ পালন করছে ।  
তাছাড়া টুইটারে একটা ফটো ও পাবলিশ করা হয় কাবার কাছে দাঁড়িয়ে মুসকান খান ও তার বাবা । এই থেকে সম্পূর্ণ বোঝা যায় এটা একটা গুজব । তোমরা কেউই গুজব কথা বিশ্বাস করবে না । সবসময় সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদের ব্লগের সাথে এবং আমাদের গ্রুপ এ যুক্ত হন ।
 
যদি কেউ আমাদের সাথে কন্টাক্ট করতে চান তাহলে আমাদের গ্রুপ BANGLA NEWS । সেখান থেকে কন্টাক্ট করতে পারেন।  এছাড়া আমাদের ইমেইল ও রয়েছে সেখান থেকে কন্টাক্ট করতে পারেন :- sksohebakhtar786@gmail.com
Updated: May 10, 2022 — 7:38 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Help Bangla © 2023 Frontier Theme