কীভাবে অনলাইনে বিডিও ইনকাম সার্টিফিকেট এর আবেদন করতে হয়
প্রথমেই আপনাকে ইডিস্ট্রিক অফিসিয়াল সাইট এভাবে যে চলে যেতে হবে । তারপর আপনি সেই সাইটে ক্লিক করে প্রবেশ করবেন । তারপর আপনার সামনে লগইন করার জন্য একটা পেজ চলে আসবে । সেখানে আপনার ইউজারনেম এবং পাসওয়ার্ড দিবেন ক্যাপচা কোড বসিয়ে লগইন অপশন এ ক্লিক করবেন। তাহলে আপনার ইডিস্ট্রিক অ্যাকাউন্ট ওপেন হবে । তারপর আপনি ওপরে দেখতে পাবেন সার্টিফিকেট বলে একটি অপশন । সেই সার্টিফিকেট এ ক্লিক করলে আপনার আরো একটা পেজ ওপেন হবে সেই পেজে দেখতে পাবেন ইনকাম সার্টিফিকেট লেখা আছে । সেই ইনকাম সার্টিফিকেট এ ক্লিক করবেন। এবং আপনার নিচের ফটোর মত একটা পেজ ওপেন হবে । এবং সেখানে তার প্রাইভেসি পলিসি টিক মার্ক দিয়ে এপ্লাই ক্লিক করবেন ।
B.D.O ইনকাম সার্টিফিকেট আবেদন পদ্ধতি
ইনকাম সার্টিফিকেট এর আবেদন করার নিয়ম
অ্যাপ্লিকেশন বেসিক ইনফরমেশন :
প্রথমে আপনার সালুটেশন কি সেটা দিতে হবে আপনি যদি ছেলে হন তাহলে মিস্টার দিতে হবে আপনি যদি মেয়ে হয় তাহলে মিসেস দিতে হবে আপনার টাইটেল যদি জনাব হয় তোর জন্য দিতে হবে যদি এমডি হয় তাহলে এমডি দিতে হবে । আপনি যদি হাজি হন তাহলে হাজী দিতে হবে ।
তারপর আপনার ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম দিতে হবে । যেমন ধরে নিন SK SOHEB AKHTAR তাহলে ফার্স্ট নেম বা প্রথম নাম হবে SK । মিডিল নেম বা মাঝের নাম হবে SOHEB । লাস্ট নেম বা শেষের নাম হবে AKHTAR ।
তারপর জন্মতারিখ বসাতে হবে মানে আপনি কত তারিখ কত মাস এবং কত বছরে জন্মেছেন সেটা লিখতে হবে । এবং এই যে জায়গায় অটোমেটিক আপনার বয়সটা কত সেটা দেখাবে । তারপর আপনার জেন্ডার মানে লিঙ্গ বেছে নেবেন । আমি যদি মহিলা হও তাহলে ফিমেল বেছে নিবেন । আর আপনি যদি পুরুষ মন তাহলে মেল বেছে নিবেন । কত তারিখে আপনি অ্যাপ্লিকেশন টা করছেন সেটা অটোমেটিক শো হবে ।
তারপর আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিবেন । মোবাইল নাম্বার এর পর আপনার ইমেইল আইডি বসিয়ে দিবেন । অবশেষে আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন ।
প্রেজেন্ট অ্যাড্রেস :
এখানে আপনার প্রথমে নিজের দেশ বাস কাউন্টারি কোথায় সেটা বেছে নেবে। আপনি যদি অন্য দেশের হন তাহলে কিন্তু হবে না । তারপর আপনার রাজ্য বা স্টেট বেছে নেবেন । তারপর আপনার জেলা বা ডিস্ট্রিক বেছে নেবেন । তারপর আপনার SUB-DIVISION বেছে নেবেন । আপনি রুরাল না উর্বান সেটা বেছে নিবেন -আপনি যদি গ্রামে বাস করেন তাহলে রুরাল বেছে নেবেন । আর আপনি যদি সফরে বাস করেন তাহলে আরবান বেছে নেবেন । তারপর আপনার ব্লক কোথায় সেটা বেছে নেবেন । তারপর আপনার গ্রাম বা ভিলেজ কোথায় সেটা বেছে নিবেন । তারপর আমরা চলে আসবে এডড্রেস লাইন 1
অ্যাড্রেস লাইন 1 কি :-
অ্যাড্রেস লাইন 1 হচ্ছে আপনি যেখানে বসবাস করেন গ্রাম , পোস্ট অফিস, থানা , পিন নাম্বার ইত্যাদি বসাতে হবে ।
তারপর আপনি দেখতে পাবেন অ্যাড্রেস লাইন 2 একটা পূরণ করার কোন দরকার নেই। এবং নিচে দেখতে পাবেন আপনি আপনার পিন নাম্বার আপনার পঞ্চায়েতের পিন নাম্বার সেটা বসাবেন । এবং সাবমিট এন্ড প্রসিদ্ধ ক্লিক করে এগিয়ে নিয়ে যাবেন ।
তারপর আপনার কাছে একটা নতুন পেজ ওপেন হবে ।
আরোও পড়ুন”-মাল্টিমিডিয়া কাকে বলে । মাল্টিমিডিয়ার প্রকারভেদ । মাল্টিমিডিয়ার উপাদান গুলি কি কি
Father/husband details :
যদি আপনার বিয়ে হয়ে গেছে আর আপনি যদি মহিলা হন তাহলে আপনাকে আপনার স্বামীর নাম দিতে হবে । অথবা আপনার এখনো বিয়ে হয়নি এবং আপনি মহিলা হন তাহলে আপনার বাবার নাম দিতে হবে । আর যদি আপনি পুরুষ হন তাহলে আপনার বাবার নাম দিতে ।
Permanent address :
এইখানে আপনাকে একটা কাজ করতে হবে যদি আপনার আসল বাড়ি এক জায়গায় এবং আপনি পড়াশোনার জন্য বাইরে গিয়েছেন তাহলে আপনাকে আপনার আসল বাড়ি যেখানে সেই ডিটেলস টা দিতে হবে । আর আপনি যদি সেই জায়গায় থাকেন কথা না দিয়ে থাকেন তাহলে ওপরের ট্রিক মার্ক ক্লিক করে দিবেন । ওপরে টিক মার্কে ক্লিক করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার প্রেসেন্ট এড্রেস এবং পার্মানেন্ট এড্রেস একই ।
তাহলে এখানে আপনার কাজ শেষ এবার আপনি সাবমিটেড প্রসিড এ আবারও ক্লিক করে দেবেন ।
সেখানে দেখতে পাবেন
Attach supporting document :
এটা হচ্ছে লাস্ট স্টেজ আপনি যে আবেদনটা করছেন তার জন্য আপনার সাপোর্টিং ডকুমেন্ট লাগবে । সেখানে আপনি দেখতে পাবেন চারটি সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে বলবে । তার মধ্যে তিনটি করলেই যথেষ্ট । 1.আপনার আধার কার্ড 2. আপনার পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট বা জানিচিনি পরিচয় পত্র । 3. আপনার এক কপি ফটো । এই তিনটি ডকুমেন্ট আপলোড করে আমরা কি সাবমিট এ ক্লিক করতে হবে । তাহলে আপনার অনলাইনে বিডিও (b.d.o) ইনকাম সার্টিফিকেট আবেদন করা হয়ে যাবে । যখনই আপনার আবেদন করা হয়ে যাবে তখন আপনার মোবাইল নাম্বারে একটা ain নাম্বার মেসেজ হিসাবে চলে যাবে । আপনি সেই এআইএন নাম্বার থেকে আপনার বিডিও (b.d.o) ইনকাম সার্টিফিকেট এর স্ট্যাটাস চেক করতে পারবেন ।
ইনকাম সার্টিফিকেট স্ট্যাটাস চেক
বিডিও ইনকাম সার্টিফিকেট স্টেটাস চেক করার নিয়ম
আপনি যখন আবেদন করে দিবেন তখন আপনার ইমেইল বা মোবাইল নম্বর এ একটা ম্যাসেজ আসবে । সেই ম্যাসেজ এ একটা AIN নম্বর বা সহজ ভাষায় ট্র্যাকিং আইডি দেয়া থাকবে সেটা দিয়েই আপনি আপনার ইনকাম সার্টিফিকেট এর স্ট্যাটাস চেক করতে পারবেন ।
তো স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে B.D.O CERTIFICATE STATUS CHECK লিখতে হবে তাহলে আপনার সামনে একটা পেজ চলে আসবে । এবং সেটাই ক্লিক করলে দেখতে পাবেন AIN নম্বর চাইবে সেখানে আপনার AIN নম্বর বসাতে । যদি আপনার হয়ে যায় তাহলে দেখিয়ে দেবে যে আপনার ইনকাম সার্টিফিকেট হয়ে গেছে ।
B.D.O ইনকাম সার্টিফিকেট ডাওনলোড
B.D.O ইনকাম সার্টিফিকেট ডাওনলোড করার নিয়ম
তো প্রথমেই আপনাকে ইডিস্ট্রিক(edistrict) অফিসিয়াল ওয়েবসাইট এ চলে আসতে হবে সেখানে আপনার একাউন্ট লগইন করলে দেখতে পাবেন ঠিক ওপরে ট্রাক এপ্লিকেশন বলে একটা অপশন আছে । সেটাই ক্লিক করলে আপনি দেখতে পাবেন । কত জনের ইনকাম সার্টিফিকেট এর আবেদন করা হয়েছে । এছাড়া আপনি সেখানেই দেখতে পাবেন একটা ডাওনলোড বলে একটা অপশন আছে সেটাই ক্লিক করলেই আপনার BDO INCOME CERTIFICATE DAWONLOAD হয়ে যাবে ।
B.D.O ইনকাম সার্টিফিকেট এর বৈধতা
B.D.O ইনকাম সার্টিফিকেট এর বৈধতা কত দিন
তো আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই ইনকাম সার্টিফিকেট আমরা কত দিন ব্যাবহার করতে পারবো বা কত দিন কাজে লাগাবে এই bdo income certificate । তাহলে আপনাদের বলে রাখি এই bdo ইনকাম সার্টিফিকেট এর ভ্যালিডিটি হচ্ছে তিন মাস । তিন মাসের বেশি হয়ে গেলে এই ইনকাম সার্টিফিকেট কোনো কাজে লাগবে না
যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে নিশ্চই কমেন্ট বক্স এ জানাবেন ।আমি যত তাড়াতাড়ি পারবো সেটা সমাধান করার আজ এইটুকুই আবারও পরের পোস্ট এ দেখা হবে ।
Nice