কেনো আপনার ওয়েবসাইট রাঙ্ক হচ্ছে না জেনে নিন | আপনার ওয়েবসাইট এ ভিজিটর পাচ্ছেন না কেনো এক্ষুনি জেনেনিন

কেনো আপনার ওয়েবসাইট রাঙ্ক হচ্ছে না জেনে নিন | আপনার ওয়েবসাইট এ ভিজিটর পাচ্ছেন না কেনো এক্ষুনি জেনেনিন

ওয়েব সাইট রাঙ্ক করানোর সহজ উপায়

পৃথিবীতে হাজার হাজার ওয়েবসাইট রয়েছে তাও আবার বিভিন্ন রকমের __ কারো ওয়েবসাইট রয়েছে ব্লগার এ আবার কারো রয়েছে ওয়ার্ডপ্রেস এছাড়াও আরোও অনেক কিছুতে তৈরি করা হচ্ছে ওয়েবসাইট ।

ওয়েবসাইট কি ? 

ওয়েবসাইট হচ্ছে হচ্ছে সবার পড়ার মত একটা ডাইরি যেখানে আপনি আপনার মনের কথা, কোনো দেশের বা জায়গার কথা, কোনো টিপস,পড়াশোনার সাজেশন, আরোও অনেক কিছু লিখতে পারবেন এবং পাবলিশ করতে পারবেন । আর একই বলা হয় ওয়েবসাইট ।

 ওয়েবসাইট রাঙ্ক মানে কি ? 

ওয়েবসাইট রাঙ্ক কথাটির অর্থ হচ্ছে আপনার ওয়েবসাইট এর স্থান । ওয়েবসাইট এর স্থান হচ্ছে মাঠে দৌড়াদড়ির সমান আপনার দৌড়ার গতি যত হবে আপনার স্থান তত নম্বর এ হবে। তেমনি আপনার ওয়েবসাইট কে আপনি যে ভাবে তৈরি করবেন তেমনি আপনার ওয়েবসাইট এর রাঙ্ক তত নম্বর এ হবে । 

আরোও পড়ুন _ PAYTM  অ্যাকাউন্ট ব্লক হয়ে যাওয়ার কারণ 2022

ওয়েবসাইট রাঙ্ক করানোর উপায় 2022  

ব্লগার বা ওয়ার্ডপ্রেস : 

প্রথমেই আপনার ওয়েবসাইট তৈরি করুন ব্লগার বা ওয়ার্ডপ্রেস এর সাহায্যে । যদি আপনি ব্লগার ব্যাবহার করেন তাহলে আপনি ব্লগার সেটিং ভালোভাবে করুন । আর আপনি যদি ওয়ার্ডপ্রেস ব্যাবহার করেন তাহলে আপনি ওয়ার্ডপ্রেস এর সেটিং ভালোভাবে করুন এবং রাঙ্ক ম্যাথ প্লাগিং ব্যাবহার করুন । 

পোস্ট কোয়ালিটি : 

 দিনের একটা নিদিষ্ট সময়ে পোস্ট পাবলিশ করুন । পোস্ট ১০০০ ওয়ার্ড এর মধ্যে লিখুন । পোস্ট লিখার সময় একটা ইন্টার্নাল এবং একটা এক্সটার্নাল লিংক ব্যাবহার এছাড়া ১৫০ ওয়ার্ড এর পর পর একটা করে হেডিং বা সাব হেডিং ব্যাবহার করুন । সর্ব শেষ একটা নীদিষ্ট কীওয়ার্ড এর ওপর পোস্ট লিখুন ।

সার্চ কনসোল ,বিং ওয়েবমাস্টার : 

আপনার ওয়েবসাইট সার্চ কনসোল ,বিং ওয়েবমাস্টার  এই সব টুল দিয়ে ইনডেক্স করান তাহলে আপনার পোস্ট তাড়াতাড়ি ইনডেক্স হবে ।  

আরোও পড়ুন _ পোস্ট ইনডেক্সিং কি ? ওয়েবসাইট এর পোস্ট ইনডেক্স সমস্যা এবং সমাধান 2022 । সাইটের পোস্ট ইনডেক্স না হাওয়ার কারণ | দ্রুত পোস্ট ইনডেক্স করার উপায় | How to index website post 2022 

 

গুগল নিউজ : 

ওয়েবসাইট রাঙ্ক বা ওয়েবসাইট ভিউজ আনার সব থেকে সহজ উপায় হচ্ছে গুগল নিউজ এর অ্যাপ্রভ নেয়া । আপনি যদি গুগল নিউজ এর অ্যাপ্রভ নিতে পারেন তাহলে আপনার ভিউজ অনেক পাবেন । এবং আপনার আর্নিং খুব ভালো হবে ।  

গুগল ডিসকভার : 

আপনি যদি গুগল ডিসকভার এর অ্যাপ্রভ নিতে পারেন তাহলে আপনার ভিউজ এর কোনো দিন কমতি হবে না । এছাড়া আপনার ওয়েবসাইট এর রাঙ্ক আরোও বেরে যাবে । আপনার আর্নিং খুব ভালো হবে । গুগল ডিসকভার এর অ্যাপ্রভ নিতে আপনাকে একটা নিদিস্ত মাপের ফটো তৈরী করতে হবে । এবং দিনে 4-5 টা করে পোস্ট করতে হবে তাহলে আপনি গুগল ডিসকভার এর অ্যাপ্রভ পেয়ে যাবেন

Leave a Comment