1. ক্রীড়া ব্যবস্থাপনার সংজ্ঞা লেখো।
উত্তর : শারীরশিক্ষা বা ক্রীড়ার সঙ্গে গভীরভাবে যুক্ত কোনো সংগঠন বা বিভাগের ক্রীড়াকেন্দ্রিক পরিকল্পনা, সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা, নিয়ন্ত্রণ, আয়-ব্যায়ের হিসাব, নেতৃত্ব প্রদান, মূল্যায়ণ ইত্যাদির সমন্বয়কে ক্রীড়া ব্যবস্থাপনা বলে।
2. ক্রীড়া দিবস বলতে কী বোঝো?
উত্তর : হকি খেলোয়াড় ধ্যান চাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছর ২৯ আগস্ট ভারতে জাতীয় ক্রীড়া দিবস উৎযাপিত হয়।ভারতের হয়ে ১৯২৮, ১৯৩২ ও ১৯৩৬ সালের অলিম্পিক গেমসে স্বর্ণপদক জয়ী এই খেলোয়াড় তার ক্যারিয়ারে (১৯২৬—১৯৪৯) মোট ৫৭০টি গোল করেন।
আন্তর্জাতিক হকি অঙ্গনে ভূমিকা রাখার পাশাপাশি তিনি একাধিকবার তার দেশকে সাফল্যের শীর্ষে নিতে অবদান রেখেছেন। তিনি ভারতীয় এবং বিশ্ব হকির এক কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব। তার স্মরণে ভারতের ক্রীড়াঙ্গনে আজীবন কৃতিত্বের জন্য সর্বোচ্চ পুরস্কার— মেজর ধ্যানচাঁদ পুরষ্কারের প্রবর্তন করা হয়েছে এবং তার জন্মদিনেই দেশটিতে জাতীয় ক্রীড়া দিবস উদ্যাপন করা হয়। ধ্যান চাঁদ ১৯০৫ সালের ২৯ আগস্ট জন্মগ্রহণ করেন।
3. গণতান্ত্রিক নেতৃত্ব বলতে কী বোঝো
উত্তর : গণতান্ত্রিক নেতৃত্ব শৈলীতে দলের সিদ্ধান্ত-গ্রহণকেই পছন্দ করা হয়, অর্থাৎ এই নেতা দলের সঙ্গে প্রথমে আলোচনা করে তার পর নির্দেশ দেন। তিনি দলের সহযোগিতা লাভ করতে পারেন এবং দলকে কার্যকরী ও ইতিবাচকভাবে উদ্বুদ্ধ করতে পারেন।
4. ক্রিয়া ব্যবস্থাপনার যেকোনো চারটি গুরুত্ব লেখো
বিদ্যালয় ব্যবস্থাপনা বিদ্যালয় হল সমাজের প্রাণকেন্দ্র। যার মধ্য দিয়ে শিক্ষার্থীর অন্তর্নিহিত স্বত্ত্বা প্রকাশিত হয়। ক্রীড়া সংগঠনের উদ্দেশ্য হল শিক্ষার্থীকে তার সামর্থ অনুসারে উপযুক্ত সুযোগদানের মধ্যে দিয়ে আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া। বিদ্যালয়ন্তরে ক্রীড়ার মান উন্নয়নের জন্য অনুকূল ও উপযুক্ত সংগঠন সাফল্যের অন্যতম শর্ত। এর জন্য দরকার প্রধান শিক্ষক, শিক্ষার্থীদের আগ্রহ, অভিভাবক ও স্থানীয় ছাত্র-যুব সমাজ প্রভৃতির সাহায্য। তবে সর্বোপরি শারীরশিক্ষার পঠন, ক্রীড়া পরিচালনা ও ব্যবস্থাপনার ভার বিদ্যালয়ের শারীরশিক্ষার শিক্ষকের উপর ন্যস্ত থাকে।
* মহাবিদ্যালয়: সামগ্রিকভাবে ক্রীড়ার মান ও ক্রীড়া ব্যবস্থার উন্নতিকল্পে প্রতিটি মহাবিদ্যালয়ের সংগঠন ও পরিচালন ব্যবস্থাকে শক্তিশালী করার উদ্দেশ্যে মহাবিদ্যালয়গুলিতে সংগঠন তৈরি করা হয়। মহাবিদ্যালয়ের ক্রীড়া পরিকাঠামো অনুসারে আন্তঃমহাবিদ্যালয় প্রতিযোগিতার মাধ্যমে দক্ষ ক্রীড়াবিদ বাছাই করে বিশ্ববিদ্যালয় স্তরে পৌঁছে দেওয়াই মহাবিদ্যালয়ের ক্রীড়া সংগঠনের অন্যতম উদ্দেশ্য।
* বিশ্ববিদ্যালয়: শারীরশিক্ষার উন্নতির জন্য ও বিশ্ববিদ্যালয় স্তরে ক্রীড়া সংগঠন ও পরিচালন ব্যবস্থাকে অধিক শক্তিশালী ও সক্রিয় করার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় ক্রীড়া সংগঠন তৈরি করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপর এই ব্যবস্থাপনার প্রধান দায়িত্ব অর্পিত থাকে।
* কর্মচারী ব্যবস্থাপনা। এর মধ্যে পড়ে কর্মচারীদের নেতৃত্বদানের ক্ষমতা, যোগ্যতা, লোকবল ও তার চাহিদা, পরিকল্পনা, সংগঠন, দপ্তরের বিকাশ ও নিয়োগ, প্রশিক্ষণ, নিয়ন্ত্রণ, মূল্যায়ণ, অংশগ্রহণ, জনসংযোগ, পরিদর্শন প্রভৃতি।