Help Bangla

Blogs in Bangali

চতুর্থ শ্রেণি মালগাড়ি কবিতা প্রশ্ন উত্তর । প্রেমেন্দ্র মিত্র এর জীবনী

https://www.helpbangla.in/2022/04/Malgari-kobita-premendra-mitro.html

আজ আমি চতুর্থ শ্রেণির  ছাত্র ছাত্রীদের জন্য মালগাড়ি কবিতার প্রশ্ন ও উত্তর নিয়ে হাজির হয়েছি । তোমরা মালগাড়ি কবিতা ।

মালগাড়ি কবিতা প্রেমেন্দ্র মিত্র । মালগাড়ি কবিতা প্রশ্ন উত্তর । মালগাড়ি কবিতার প্রশ্ন উত্তর । মালগাড়ি কবিতাটি । malgari kobita পেতে নিচের দিকে স্ক্রল করো 


মালগাড়ি কবিতা । চতুর্থ শ্রেণি । প্রেমেন্দ্র মিত্র । প্রশ্নোত্তর 


    মালগাড়ি কবিতা চতুর্থ শ্রেণি 

                     লেখক প্রেমেন্দ্র মিত্র

চাই না আমি তুফান কী মেল ট্রেন, 

মালগাড়ি হই একটি শুধু যদি 

ঘটর ঘটর দিনরাত্তির চলি, নেইকো তাড়া, 

যেন ভাটার নদী। 


জন্মদিনে মিষ্টি একটা পরি 

ভুলে যদি আসে আমার বাড়ি,

 চেয়ে নেব একটি শুধু বর

বলব, ‘আমায় করো না মালগাড়ি। 


প্যাসেঞ্জার কী মেল ট্রেন সব যত 

শুধু কাজের ধান্দা নিয়েই আছে, 

স্টেশন পেলেই যাত্রী ওঠায় নামায়, 

ভাবনা শুধু লেট হয়ে যায় পাছে।

আমার শুধু নিজের খুশির চলা,


দায় নেইকো টাইমটেবিল দেখার। 

যত দূরে-ই যেখানে যাই নাকো সারা লাইন শুধু আমার একার। 

ট্রেনগুলো তো এক লাইনেই ছোটে, 

যাওয়া-আসার বাঁধা ঠিক-ঠিকানা । 


আমার জন্যে সব রাস্তাই খোলা

থামতে যেতে কোথাও নেই মানা।

ওরা যখন হাঁসফাঁসিয়ে মরে,

যাচ্ছি যাব করেই আমার যাওয়া। 

ওরা শুধু পৌঁছোতে চায় ছুটে, 


আমার সুখ তো অশেষ চলতে পাওয়া।  


আরোও পড়ুন ”- দশম শ্রেণী জীবনের প্রবাহমনতা দ্বিতীয় অধ্যায় সাজেশন 2023

প্রেমেন্দ্র মিত্র এর জীবনী । Premendra mitro biography in Bengali


           প্রেমেন্দ্র মিত্র  এর পরিচিতি

১৯০৪ খ্রিঃ সেপ্টেম্বর মাসে পিতা জ্ঞানেন্দ্রনাথের কর্মক্ষেত্র কাশীতে প্রেমেন্দ্র মিত্র জন্মগ্রহণ করেন। শৈশবেই তিনি মাতৃহারা হন এবং মাতামহের কাছে মির্জাপুরে তিনি পালিত হন। কবিতা, গল্প, রহস্য গল্প, গোয়েন্দা কাহিনি, উপন্যাস, প্রবন্ধ রচনায় কবি সমান দক্ষতার পরিচয় দিয়েছেন। কিশোর সাহিত্যেও তিনি অসাধারণ পারদর্শিতা দেখিয়েছেন। তাঁর সৃষ্টি ‘ঘনাদা’ চরিত্রটি একটি অমর সৃষ্টি। ১৯২৬ খ্রিঃ কবি হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন। ১৯২৪ খ্রিঃ ‘প্রবাসী’ পত্রিকায় তাঁর প্রথম প্রকাশিত গল্প ‘শুধু কেরানি’ তাঁকে খ্যাতি এনে দেয়। প্রেমেন্দ্র মিত্র বাংলা গান রচনা করেও খুব খ্যাতি অর্জন করেন। তাঁর রচিত বহু ছায়াছবির গান যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। দীনেশচন্দ্র সেনের সংস্পর্শে এসে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ‘রামতনু লাহিড়ী গবেষক’ হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। এরপর সুভাষচন্দ্র বসুর ‘বাংলার কথা’ ও ‘ফরোয়ার্ড পত্রিকায় বিজ্ঞাপনের কপি লেখক হিসেবে কাজ করেন। 


Read Also’ বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ (তৃতীয় অধ্যায়) | দশম শ্রেণি জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর 2023 |মাধ্যমিক জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায় সাজেশন 2023


 চলচ্চিত্রের জন্য তিনি চিত্রনাট্য রচনাও কিছুকাল পেশা হিসেবে গ্রহণ করেন। তাঁর পরিচালিত প্রথম ছবি ‘সমাধান’ ১৯৪৩ খ্রিঃ মুক্তিলাভ করে। তিনি মোট ১৪টি ছবির পরিচালক ছিলেন। তাঁর রচিত চিত্রনাট্যের সংখ্যা – ৭০। কবি তাঁর ‘সাগর থেকে ফেরা কাব্যগ্রন্থের জন্য ‘অকাদেমি পুরস্কার’ (১৯৫৭ খ্রিঃ) ও ‘রবীন্দ্র পুরস্কার’ (১৯৫৮) লাভ করেন। সরকারি খেতাব ‘পদ্মশ্রী’ এবং বিশ্বভারতীর সাম্মানিক উপাধি ‘দেশিকোত্তম’ তিনি লাভ করেন। কবি প্রেমেন্দ্র মিত্রের ১৯৮৮ খ্রিঃ ৩ মে কলকাতায় তিরোধান ঘটে।

মালগাড়ি কবিতাটি নামকরণ সার্থকতা লেখ । চতুর্থ শ্রেণী ।

কোনো রচনার নাম দেওয়া হয় শুধু রচনাটিকে চিহ্নিত করার জন্য নয়। ওই নাম রচনাটির বক্তব্য সহজভাবে বুঝে নিতে অনেকখানি সাহায্য করে। কবি প্রেমেন্দ্র মিত্রের লেখা ‘মালগাড়ি’ কবিতাটিতে স্পষ্ট ধরা পড়েছে উদ্‌বেগহীন শান্ত সুন্দর জীবনযাপনের ভাবনা। মেল ট্রেন প্রাণপণে দৌড়ে চলে, কিন্তু মালগাড়ির কোনো তাড়া নেই। সে চলে ধীরেসুস্থে। ফলে তার কোনো বিপদের সম্ভাবনাই নেই। ট্রেন তার বাঁধাধরা পথ ছাড়া দৌড়োতে পারে না। কিন্তু মালগাড়ি যে-কোনো লাইনে খুশিমতো ধীরেসুস্থে কোনো বিপদের ঝুঁকি না নিয়ে এগিয়ে চলে। কবিতাটিতে কবি খুব স্পষ্ট করেই বুঝিয়ে দিয়েছেন যে, যে মানুষ তাড়াহুড়ো করে সব কাজ সারতে চায় তার যে-কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। কিন্তু যে মানুষ ধীরেসুস্থে ঠিক মন লাগিয়ে কাজ করে সে নিশ্চিন্ত ও নিরাপদ জীবনযাপন করে। তাই কবিতাটির ‘মালগাড়ি’ নামকরণ অতি সার্থক।

1. প্রেমেন্দ্র মিত্র কোন পত্রিকার সম্পাদক ছিলেন ?

উঃ  কালিকলম পত্রিকার সম্পাদক ছিলেন প্রেমেন্দ্র মিত্র। 

প্রেমেন্দ্র মিত্র সৃষ্ট একটি বিখ্যাত চরিত্রের নাম লেখো ?

উঃ তাঁর সৃষ্ট একটি বিখ্যাত চরিত্রের নাম ঘনাদা। 



৩. একটি বাক্যে উত্তর দাও :

মালগাড়ির চলাকে কবিতায় কার সঙ্গে তুলনা করা হয়েছে?

উঃ ভাটার নদীর সঙ্গে তুলনা করা হয়েছে।

কথকের জীবনে কোন বিশেষ দিনটিতে পরির সঙ্গে তাঁর দেখা হতে পারে?

 উঃ কথকের জন্মদিনে।

প্যাসেল্তার ট্রেন কোন কাজের ধান্দা নিয়ে থাকে?

উঃ স্টেশন পেলেই যাত্রী ওঠানো-নামানোর ধান্দায় থাকে। 

মালগাড়ি কোন কাজে ব্যবহৃত হয়?

উঃ মালগাড়ি আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়ার কাজে ব্যবহৃত হয়।

সত্যিই কি মালগাড়ির টাইমটেবিল অনুযায়ী চলার প্রয়োজন নেই?

উঃ নিশ্চয়ই আছে। কিন্তু তার পিছনে প্যাসেঞ্ঝার বা মেল ট্রেন এসে গেলে তাকে কিছু সময় নষ্ট করে অন্য লাইনে সরে গিয়ে পথ ছেড়ে দিতে হয়।

প্যাসেঞ্ঝার বা মেল ট্রেনের তুলনায় মালগাড়ির ধীরগামী হওয়ার কারণ কী বলে তোমার মনে হয়? 

উঃ আমার মনে হয় প্যাসেঞ্জার বা মেল ট্রেনের তুলনায় মালগাড়ি অনেক ভারী হওয়ার কারণে সে ধীরগামী হয়।

আপ ট্রেন আর ডাউন ট্রেন বলতে কী বোঝায়? 

উঃ যে ট্রেন সমুদ্রপৃষ্ঠমুখী স্থানের স্টেশনে যায় তাকে বলে ডাউন ট্রেন এবং বিপরীতমুখী ট্রেনকে বলা হয় আপ ট্রেন।

তোমার জানা এমন কয়েকটি যানবাহনের নাম লেখো যেগুলি যাত্রী পরিবহণ করে না।

উঃ লরী, টেম্পো, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি ইত্যাদি যাত্রী পরিবহণ করে না। 


আরোও পড়ুন ‘ বনভোজন কবিতা(গোলাম মোস্তফা) | বনভোজন (গোলাম মোস্তাফা) কবিতার প্রশ্ন উত্তর | bonovojon kobita ( golam mostofa) 

 

৪. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:

৪.১ জোয়ার আর ভাটায় নদীর চেহারা কেমন হয়?

উঃ নদীতে যখন জোয়ার হয় তখন নদীর জল ক্রমাগত ঊর্ধ্বপথে বেড়ে উঠতে থাকে। আবার ভাটায় সেই জল নীচের দিকে নামতে থাকে।

৪.২ এই কবিতায় পরিদের প্রসঙ্গ কীভাবে এসেছে?পরির প্রসঙ্গ তুমি এর আগে কোন্ কোন্ গদ্য, কবিতায় পড়েছ? 

উঃ কবিতার কথক বলেছেন, তাঁর জন্মদিন প্রসঙ্গে যদি কোনো পরি এসে যায় তাই আশা করছেন কবি। এর আগে আমি কবিগুরু রবীন্দ্রনাথের কবিতা ‘কোথাও আমায় হারিয়ে যাওয়ার নেই মানা’ কবিতায় পরির কথা পড়েছি।

৪.৩ মালগাড়ি হয়ে কবিতার কথক কোন্ সুখ অনুভব করতে চায়?

উঃ কবিতার কথক মালগাড়ি হয়ে কোনো টাইমটেবিল না দেখে খুশিমতো চলতে চায়। যে-কোনো লাইনে সে খুশিমতো যেতে চায়। সে যাচ্ছি যাব করে চলতে চায়। অশেষ চলতে পারার সুখ অনুভব করতে চায়।

আরোও পড়ুন ”- জেনে নিন কখন ঢুকবে ঐক্যস্রী স্কলারশীপ এর  টাকা 2022। aikyashree scholarship 2021-22 status check

Updated: April 9, 2022 — 2:26 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Help Bangla © 2023 Frontier Theme