Help Bangla

Blogs in Bangali

জাদুঘর কি ? জাদুঘর এর সংজ্ঞা । জাদুঘর এর উদ্দেশ্য বা কার্যাবলী । জাদুঘর এর প্রকারভেদ উল্লেখ করো

জাদুঘর এর সংজ্ঞা । জাদুঘর এর প্রকারভেদ । জাদুঘর এর বৈশিষ্ট্য । Helpbangla । Sk soheb akhtar । সাজেশন 2023 । জাদুঘর কি ।

জাদুঘর কি ? জাদুঘর এর সংজ্ঞা ও তার উদ্দেশ্য বা কার্যাবলী গুলি লেখ । জাদুঘর এর প্রকারভেদ উল্লেখ করো  

জাদুঘর এর সংজ্ঞা : 

উত্তর: 1) আন্তর্জাতিক জাদুঘর পরিষদ অর্থাৎ আইকম জাদুঘরের সংজ্ঞা প্রসঙ্গে বলেছে , জাদুঘর হল একটি অলাভজনক জনসাধারণের কাছে উন্মুক্ত এবং স্থায়ী সমাজ সেবামূলক প্রতিষ্ঠান যা শিক্ষালাভ, জ্ঞানচর্চা আনন্দলাভের উদ্দেশ্যে ঐতিয্যের স্পর্শযোগ্য অস্পর্শযোগ্য জিনিস পত্র সংগ্রহ করে ,সংরক্ষণ করে , প্রদর্শন করে এবং সেগুলি নিয়ে গবেষণা করে তাকে আইকম মতে জাদুঘর বলে 
2) পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমি ‘একাডেমি বিদ্যার্থী বাংলা অভিধান’ অনুসারে যে ঘরে নানা আশ্চর্যজনক জিনিস বা প্রাচীন জিনিস সংরক্ষিত থাকে তাকেই বলা হয় জাদুঘর ।

3) জাদুঘর এর সংজ্ঞা : সাধারণভাবে বলা যায় জাদুঘর হলে বিভিন্ন ঐতিহাসিক উপাদানের সংগ্রহশালা, যেখানে ঐতিহাসিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক, শিল্প বিষয়ক প্রবৃত্তি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নিদর্শন সংরক্ষণ করে তা জনসাধারণের উদ্দেশ্যে স্থায়ী বা অস্থায়ী ভাবে প্রদর্শনের ব্যবস্থা করা হয় । এক কথায় বিভিন্ন পুরাতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করে সেগুলির যেসব প্রতিষ্ঠান বা ভুবনে সংরক্ষণ করে রাখা হয় সেসব প্রতিষ্ঠান বা ভুবনকে জাদুঘর বলা হয় । 

জাদুঘরের উদ্দেশ্য বা কার্যাবলী : 

বিশ্বের বিভিন্ন দেশে জাদুঘর গুলির সাধারণ উদ্দেশ্য কার্যাবলী মধ্যে মিল খুঁজে পাওয়া যায় 

জাদুঘরের কয়েকটি উদ্দেশ্য নিচে দেয়া হলো –_ 

প্রত্ননিদর্শন সংগ্রহ : জাদুঘরে একটি প্রধান উদ্দেশ্য হলো বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন যুগে বিভিন্ন ধরনের প্রত্ননিদর্শনগুলি সংরক্ষণ করা । হারিয়ে যাওয়া অতীত দিনের এই সমস্ত নিদর্শনগুলি সংরক্ষণ করে জাদুঘর আমাদেরকে অতীতের প্রত্ন নিদর্শন কেন্দ্রিক বিষয়গুলি সম্পর্কে ধারণা দান করে ।

প্রত্ননিদর্শন সংরক্ষণ : জাদুঘর গুলির সুপ্রাচীন অতীত দিনের বিভিন্ন ধরনের প্রত্ননিদর্শন গুলো সংরক্ষন করে থাকে । প্রাচীন মুদ্রা লিপি বিভিন্ন শিল্পকর্ম দুষ্প্রাপ্য পুরাতাত্ত্বিক বস্তুসমূহ এবং বিভিন্ন মডেল-চার্ট জাদুঘরে সংরক্ষিত রাখা হয় ।

প্রতিকৃতি নির্মান : জাদুঘর বলে বিভিন্ন প্রাচীন আধুনিক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন এর বা ক্রিয়াকলাপের বস্তুসমূহের বা ব্যক্তি সমূহের মডেল নির্মাণ করে । এই মডেল গুলো দর্শকদের দেখানোর লক্ষ্যে সাজিয়ে রাখা হয় । অতীত দিনে যে নিদর্শনগুলির দুষ্প্রাপ্য অথচ মূল্যবান সেগুলি প্রতিকৃতি নির্মান এর দ্বারা দর্শকের সেই বস্তু সম্পর্কে ধারণা দানের চেষ্টা করা হয় ।

অতীত সমাজ-সভ্যতার ধারণা দান : জাদুঘরে যে সমস্ত জিনিস সাজিয়ে রাখা হয় সেগুলি থেকে আমরা অতি সমাজ সভ্যতা সম্পর্কে সাধারণ ধারণা পেয়ে থাকি । বিবর্তনের মধ্য দিয়ে মানব সমাজ ও সভ্যতার অগ্রগতি ঘটেছে তার বিভিন্ন নিদর্শন অস্থিতিশীল এ জাদুঘরে সংরক্ষিত বিভিন্ন প্রত্ননিদর্শনগুলি থাকে। এই সমস্ত অতীত নিদর্শনগুলি সাধারণ পাঠক দর্শক ও গবেষক এর সামনে অজানাকে জানার অচেনাকে চেনা সুযোগ করে দেয় ।



স্মরণীয় ব্যক্তিদের সংগ্রহশালা নির্মাণ : বিশ্বের বেশ কয়েকটি জাদুঘর কে সম্পূর্ণরূপে বা আংশিকভাবে বিশ্বের জনপ্রিয় ও স্মরণীয় ব্যক্তিদের মূর্তির সংগ্রহশালা হিসেবে গড়ে তোলা হয়েছে । এ প্রসঙ্গে মাদাম তুসোর জাদুঘর এর কথা উল্লেখ করা যায় । এই জাদুঘরটিতে ঐতিহাসিক ভাবে স্বীকৃত রাজকীয় ব্যক্তিত্ব, ক্রীড়া তারকা বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নীতি বর্গ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এমনকি চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক নায়িকাদের মোমের মূর্তি সংরক্ষিত রয়েছে ।

জনসচেনতা গঠন : জাদুঘরে সংরক্ষিত ঐতিহাসিক বৈজ্ঞানিক শিল্পী গুরুত্বপূর্ণ প্রশ্ন নিদর্শনগুলির মাধ্যমে দর্শকের মধ্যে সচেতনতা বোধ গড়ে ওঠে । অনেক সময় জাদুঘরে সংরক্ষিত বিষয়গুলি পন্ডিত গবেষকদের তাদের লেখার কাজে বা গবেষণার কাজে সাহায্য করে ।
জ্ঞানের প্রসার : জাদুঘরে সংরক্ষিত বিভিন্ন প্রত্ন নিদর্শন গুলোর পাশে সেই নিদর্শন সম্পর্কিত নানা ধরনের তথ্য লিপিবদ্ধ থাকে । দর্শক কোন জাদুঘরে সংরক্ষিত নিদর্শনগুলি দর্শন করার পাশাপাশি সমস্ত তথ্য গুলি পাঠ করার সুযোগ পান। এতে পাঠকমনে ওই নির্দিষ্ট প্রত্নবস্তু সম্পর্কে ধারণা স্পষ্ট হয় ও জ্ঞানের প্রসার লাভ ঘটে ।

অতীত ইতিহাসের পুনরাবির্ভাব সাহায্য : জাদুঘরের যে সমস্ত ঐতিহাসিক নিদর্শন বা উপাদান সংগ্রহ করা হয় সেগুলি অতীত ইতিহাসের পুনরাবির্ভাব এর সাহায্য করে বলা হয় । বিভিন্ন গ্রন্থে আমরা যে সমস্ত বিষয়ে পাঠ করে থাকে সেগুলির মধ্যে অনেক কিছুই জাদুঘরে স্থান পায়। বইয়ের পাতা থেকে উঠে আসা এই সমস্ত প্রশ্ন নিদর্শনগুলি আমাদের পার্থ কাহিনী বা ইতিহাসকে প্রাণবন্ত করে তোলে । অর্থাৎ বলা যায় জাদুঘর অতীত ইতিহাসের পুনরাবৃত্তি সাহায্য করে থাকে ।  

জাদুঘর এর প্রকারভেদ : 

সাধারণ জাদুঘর এর সংজ্ঞা

১. বহুমুখী জাদুঘর : যে জাদুঘরে একটি স্থানে নানা ধরনের সংগ্রহ গড়ে তোলা হয় তাকে বহুমুখী জাদুঘর বলা হয়। অষ্টাদশ শতকে মূলত ব্যক্তিগত উদ্যোগে এই ধরনের জাদুঘর গড়ে তোলা হয়। সৌখিন উদ্যোগে ব্যক্তির নানা ধরনের দুষ্প্রাপ্য জিনিসপত্র সংগ্রহে আগ্রহী। সংগ্রহ করা বিভিন্ন শিল্প স্থাপত্য কীর্তির নমুনাচিত্র পান্ডুলিপি অস্ত্রশস্ত্র ও অন্যান্য নিদর্শন এই জাদুঘরে সাজিয়ে রাখা হয়। 
২. শিশু জাদুঘর: 12 বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য গড়ে তোলা হয় শিশু জাদুঘর। এই ধরনের জাদুঘর প্রদর্শিত হয় এমন জিনিস পত্র যেগুলি এই বয়সের শিশুদের জ্ঞানের পরিধি বাড়াতে সাহায্য করে। এই ধরনের জাদুঘর প্রতিষ্ঠার অন্তরালে যে সমস্ত মহান শিক্ষাবিদ গণিতের অনুপ্রেরণা রয়েছে তারা হলেন জার্মান শিক্ষাবিদ এবং ইতালি শিক্ষাবিদ মন্তেশ্বরী। তাদের এদের তত্ত্ব অনুসারে এই ধরনের জাদুঘরে শিশু উদ্যোগে বসে আঁকা নানা ধরনের মডেল তৈরি ক্যুইজ প্রতিযোগিতা লুকোচুরি খেলা সৃজনশীল রচনা প্রভৃতি ব্যবস্থা করা হয়।

2. কলা জাদুঘর 

১. শিল্প সংরক্ষণ জাদুঘর: শিল্প সংরক্ষণ জাদুঘরে বিভিন্ন মৃৎশিল্প ধাতুর ফলকে খোদিত ভাস্কর্য এবং কারুকার্যময় নানা ধরনের শিল্পকির্তীর স্থান পায়। এই সমস্ত শিল্প নমুনা গুলিয়ে বিশেষভাবে একটি ঘরে সাজানো থাকে।

২. শিল্পদ্রব্য প্রতিকৃতি প্রদর্শশালা : শিল্প উৎপাদন কত জিনিসপত্র প্রদর্শনের জন্য যে জাদু ঘর সাজানো থাকে তাকে শিল্পপদর্সালা। আবার চিত্র স্থাপত্য প্রকৃতি গুলিতে মিউজিয়াম সংগ্রহ করে রাখা হয় তাকে প্রতিকৃতি প্রদর্শশালা বলে।

৩. আধুনিক কলা জাদুঘর: সমসাময়িক শিল্প নমুনাগুলো যে জাদুঘরে পরীক্ষা স্তরে থাকে এবং প্রদর্শিত হয় তাকে আধুনিক কলা জাদুঘর বলে। এখানে পরিদর্শকরা আধুনিক শিল্পের সঙ্গে প্রাচীন শিল্পকলার তুলনামূলক বিচার বিশ্লেষণের সুযোগ পায়।

৪. লোক ও কারুশিল্প জাদুঘর: বিভিন্ন দেশের লোকশিল্প ও কারুশিল্প যত নমুনাগুলো যে জাদু করে সাজিয়ে রাখা হয় তাকে লোক ও কারুশিল্প জাদুঘর বলে। এই জাদুঘরে সংরক্ষিত দ্রব্যগুলি অর্থাৎ লোক ও কারুশিল্প নিদর্শনগুলি মাটি কার্ড বাস চামড়া সিং সর্দার প্রকৃতির উপকরণ দিয়ে তৈরি হয়। এই জাদুঘরে সংরক্ষিত থাকে পুতুল সূচিশিল্প নমুনা বাসনপত্র ও বাদ্যযন্ত্র অলংকার প্রবৃত্তি।

3. ঐতিহাসিক জাদুঘর: 


১.প্রত্নতাত্ত্বিক জাদুঘর: যে জাদুঘরে প্রগতিহাসিক যুগের ও ঐতিহাসিক যুগের নিদর্শন সংরক্ষিত হয় তাকে প্রত্নতাত্ত্বিক জাদুঘর বলে। এই সমস্ত নিদর্শনগুলি অতীত ইতিহাসের ধারা অনুধাবনের সাহায্য করে।

২. ব্যাক্তি বিষয়ক জাদুঘর: বিশ্বের বিভিন্ন দেশের বৈশিষ্ট্য ব্যবহৃত দ্রব্য সামগ্রী হিসেবে সংরক্ষণ করা হয় যে জাদুঘরে তাহলো ব্যাক্তি বিষয়ক জাদুঘর। সংরক্ষিত থাকে বিখ্যাত ব্যাক্তিদের চিঠিপত্র দিনলিপি ছবি সমসাময়িক নথিপত্র প্রীতি।

৩. স্মৃতি জাদুঘর: মহান ঐতিহাসিক ব্যাক্তিদের ও তাদের সমসাময়িক ঘটনাবলী স্মরণ করার জন্য যে জাদুঘর প্রতিষ্ঠা করা হয় তাকে স্মৃতি জাদুঘর বলে।

৪. রাজ প্রসাদ জাদুঘর: কোন রাজপ্রসাদের মূল্যবান ব্যবহার সামগ্রী নিয়ে যখন একটি সংগ্রহশালা গড়ে তোলা হয়  তখন তাকে রাজপ্রসাদ জাদুঘর বলে  ।

4. বিজ্ঞান বিষয়ক জাদুঘর


১. ভূতাত্ত্বিক জাদুঘর: ভূতাত্ত্বিক ধরনের সাহায্য করে এমন কিছু নিদর্শন দ্বারা ইমেজ জুম করে তোলা হয়। খনিজ পাথরের টুকরো জীবাশ্ম গুলি ছাড়াও এখানে ভূতাত্ত্বিক নীতি পদ্ধতিগুলি প্রদর্শিত হয়।

২. প্রাণিবিদ্যা জাদুঘর: বনভূমি থেকে সংগ্রহ করা জীবন্ত প্রাণীদের স্থায়ীভাবে প্রদর্শিত করা হয় যে সুবিশাল অঞ্চলজুড়ে তাহলে প্রাণিবিদ্যা জাদুঘর। বর্ণ ও গৃহপালিত প্রাণী দেহের শিক্ষামূলক ও বিজ্ঞান ধর্মীয় অনুসন্ধানের সুযোগ করে দেয় এই ধরনের জাদুঘর।

৩. প্রাকৃতিক ইতিহাস জাদুঘর: সমুদ্র পর্বত অরণ্য প্রভৃতি থেকে  সংগৃহীত নানা ধরনের নিদর্শন যেখানে সাজিয়ে রাখা হয় তা হলো প্রাকৃতিক ইতিহাস জাদুঘর। প্রগৈতিহাশিক যুগের প্রাণীজগৎ ছাড়াও জীব বিদ্যার সমুদ্রবিদ্যা নৃতত্ত্ববিদ্যা প্রভৃতি বিষয়ে বিভিন্ন নিদর্শনগুলি এখানে প্রদর্শিত হয়।

৪. বিজ্ঞান জাদুঘর: যে জাদুঘরে সাধারণ বিজ্ঞান ভৌত বিজ্ঞান বিবর্তন বিজ্ঞানের ধারণা ও উপকরণ বিভিন্ন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিবর্তন প্রভৃতি নিদর্শন সংগ্রহ সংরক্ষণ ও প্রদর্শন করে থাকে তা হল বিজ্ঞান জাদুঘর।


                          FOR MORE INFORMATION : BANGLA NEWS   

Updated: June 10, 2022 — 9:40 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Help Bangla © 2023 Frontier Theme