Help Bangla

Blogs in Bangali

দশম শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায় সাজেশন 2023


মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় সাজেশন 2023

দশম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা  সংক্ষিপ্ত ও রচনাধর্মী সাজেশন 2023। Class 10th History saq question and answer , প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা প্রশ্ন উত্তর দেয়া হলো । পশ্চিমবঙ্গ মাধ্যমিক 2023  ইতিহাস সাজেশন ।আপনি কি এইসব রাষ্ট্রবিজ্ঞানে রচনাধর্মী প্রশ্ন খুঁজছিলেন তাহলে আপনি ঠিক জায়গায় এসে পড়েছে নিচের সকল একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান এর সাজেশন দেওয়া হল


দশম শ্রেনী ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা

দশম শ্রেনী ইতিহাস সংক্ষিপ্ত প্রশ্নপত্র 2023


**ইতিহাস SAQ প্রশ্নপত্র উত্তর সহ

1. ‘সোমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর:- দ্বারকানাথ বিদ্যাভূষণ

2. সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়?

উত্তর:-সরকারি মহাফেজ খানা ও লেখা গাঁড়ে

3. বিপিনচন্দ্র পালের আত্মজীবনী প্রশ্নের নাম কী?

উত্তর:- সত্তর বৎসর

4. সরলাদেবী চৌধুরানির আত্মজীবনী গ্রন্থের নাম কী?

উত্তর:- জীবনের ঝরাপাতা

5. ‘বঙ্গদর্শন’ সাময়িকপত্র কে প্রবর্তন করেন?

উত্তর:- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

6. কোন্ সময়কালকে ‘আন্তর্জাতিক নারী দশক’ হিসেবে চিহ্নিত করা হয়? 

উত্তর:- 1975 থেকে 1985 কালপর্ব কে

7. তে-কাঠির খেলা’ কাকে বলা হয়?

উত্তর:- ফুটবল খেলা কে

৪. কন্যা ইন্দিরাকে লেখা পিতা জওহরলাল নেহরুর চিঠিগুলি (১৯২৯) কী শিরোনামে প্রকাশিত হয়েছে?

উত্তর:- লেটার ফ্রম এ ফাদার টু হিজ ডটার

9. আই. এফ.এ-র পুরো নাম কী?

উত্তর:- ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন

10. ঋত্বিক ঘটক পরিচালিত একটি চলচ্চিত্রের নাম লেখো।

উত্তর:- মেঘে ঢাকা তারা/কোমল গান্ধার

11. মৃণাল সেন পরিচালিত একটি চলচ্চিত্রের নাম লেখো।

উত্তর:- কলকাতা 74/ ইন্টারভিউ

12. ‘সিটি অফ জয়’/’ফুটবলের মক্কা’ হিসেবে কোন শহর পরিচিত।

উত্তর:- কলকাতা

13. ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত ?

উত্তর:- নতুন দিল্লিতে

 14. অলিম্পিক খেলার উৎপত্তি (৭৭৬ খ্রিস্টপূর্বাব্দ) হয় কোন দেশে?

উত্তর:- গ্রীস দেশে

15. নর্মদা বাঁচাও আন্দোলনের (১৯৮৫ খ্রিস্টাব্দ) নেত্রী কে ছিলেন?

উত্তর:-মেধা পাটেকর

16. চিপকো আন্দোলনের (১৯৭৪ খ্রিস্টাব্দ) নেতা কে ছিলেন?

উত্তর:- সুন্দরলাল বহুগুণা 

17. ধ্যানচাঁদ কোন্ খেলার সঙ্গে যুক্ত ছিলেন?

উত্তর:- হকি তিনি হকির জাদুকর  নামে পরিচিত ছিলেন

18. পি. কে. ব্যানার্জি/শৈলেন মান্না/চুনি গোস্বামী/প্রসূন বন্দ্যোপাধ্যায় কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?

উত্তর:- ফুটবল

19. বর্তমানে ভারতের একটি সরকারি গোয়েন্দা সংস্থার নাম লেখো।

উত্তর:-সিবিআই CBI

20. প্রাচীন ভারতের একটি শিল্পরীতির নাম লেখো।

উত্তর:- গান্ধার শিল্প

21. ভারতে ইন্দো-পারসিক স্থাপত্যরীতি/মোগল স্থাপত্য শিল্পের সর্বশ্রেষ্ঠ নিদর্শন কোন্‌টি? 

উত্তর:- তাজমহল

22. ভদ্রলোকের খেলা’ (Gentleman’s game)/খেলার রাজা/’বাইশ গজের খেলা’ কাকে বলা হয়?

উত্তর:- ক্রিকেট

23. বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল?

উত্তর:- 1992 খ্রিস্টাব্দে ব্রাজিলের রিও ডি জেনিরোতে

24. সরকারি নথিপত্রের একটি উদাহরণ দাও।

উত্তর:- নেতাজির অন্তর্ধান বিষয়ক মুখার্জি কমিশনের রিপোর্ট

25. ভারতের কোন রাজ্যে রসগোল্লা আবিষ্কৃত হয়েছে?

উত্তর:- পশ্চিমবঙ্গে

26. ‘পিরামিডের দেশ’ কাকে বলা হয়? 

উত্তর:- মিশরকে

27. বিশ্বক্রীড়ার প্রাচীনতম আসর কোনটি?  

উত্তর:- অলিম্পিক

দশম শ্রেণী দুই মার্কের প্রশ্নপত্র 2023

প্রশ্ন :- সামাজিক ইতিহাস কী ?

উত্তর- ১৯৬০-এর দশক থেকে এডওয়ার্ড থমসন, এরিক হবসবম প্রমুখ ঐতিহাসিকের হাত ধরে জন্ম নেয় নতুন সামাজিক ইতিহাস। দরবারি ইতিহাসের পরিবর্তে সাধারণ মানুষের প্রাত্যহিক জীবন, সামাজিক- অর্থনৈতিক সম্পর্ক, ধর্ম, সংস্কৃতি তথা সামগ্রিক জীবনযাপনের কথা অন্তর্ভুক্ত হয়েছে সামাজিক ইতিহাসচর্চায়। হ্যারল্ড পার্কিন, রণজিৎ গুহ, পার্থ চট্টোপাধ্যায় প্রমুখ এই ধারাকে আরও সমৃদ্ধ করে তোলেন ।

আরোও পড়ুন

একাদশ শ্রেণি ভূগোল অধ্যায় ভিত্তিক সাজেশন 2022 “”


প্রশ্ন:- ইতিহাসের উপাদানরূপে সংবাদপত্রের গুরুত্ব কী?

উত্তর :- সংবাদপত্রে প্রকাশিত সংবাদ, সম্পাদকীয়, চিঠিপত্র এবং নানাবিধ বিষয়ের উপর প্রকাশিত লেখাগুলি ইতিহাস রচনায় বিশেষ গুরুত্বপূর্ণ। সংবাদপত্রে প্রাপ্ত তথ্যাদি ইতিহাসের প্রাথমিক উপাদানরূপে বিবেচিত হয়। সমকালীন সমাজ ও রাজনীতির বার্তাবহ সংবাদপত্র ভারতের স্বাধীনতা আন্দোলন ও আধুনিক ভারতের গঠনের ইতিহাস রচনায় বিশেষ সহায়ক

প্রশ্ন:- স্থানীয় ইতিহাস বলতে কী বোঝো?/আঞ্চলিক ইতিহাসচর্চা গুরুত্বপূর্ণ কেন? 

উত্তর:- স্থানীয় ইতিহাসচর্চায় একটি ভৌগোলিক অঞ্চলকে কেন্দ্র করে ওই অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বিবর্তনের বিচার করা যেতে পারে। পাশাপাশি ওই অঞ্চলের সাংস্কৃতিক বিবর্তন ও আঞ্চলিক সত্ত্বা গড়ে ওঠার প্রক্রিয়া আলোচনা করা হয় স্থানীয় ইতিহাসচর্চায়। ইতিহাসের বৃহত্তর আলোচনার ক্ষেত্রে যে বিষয়গুলি উপেক্ষিত থেকে যায় আঞ্চলিক ইতিহাসচর্চার মাধ্যমে তার সার্বিক প্রকাশ ঘটে, যার ফলে Total History জনসমক্ষে স্পষ্ট হয়ে ওঠে।

প্রশ্ন:- পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী?

উত্তর:  নতুন সামাজিক ইতিহাসের অন্যতম শাখারূপে পরিবেশের ইতিহাসচর্চা মানুষকে পরিবেশ সচেতন করে তোলে। মানুষের বিভিন্ন অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত এবং বিজ্ঞান ও প্রযুক্তির অপব্যবহার কীভাবে পরিবেশের নিরন্তর ক্ষতিসাধন করে চলেছে, কীভাবে মনুষ্য-সৃষ্ট বিভিন্ন প্রাকৃতিক কারণ বিভিন্ন প্রাচীন সভ্যতার পতনের কারণ হয়েছে, তার সম্যক ধারণা দেয় পরিবেশের ইতিহাসচর্চা। সেই সঙ্গে বর্তমানের ছাত্রছাত্রী তথা ভাবীকালের নাগরিক সমাজের কাছে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ ও সুব্যবহারের বার্তা দেয় পরিবেশের ইতিহাসচর্চা।

প্রশ্ন: আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝো ।

উত্তর :- যে আখ্যানধর্মী সাহিত্যে লেখক তাঁর অতীত জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনার স্মৃতিচারণা করে থাকেন, তাই-ই হল আত্মজীবনী বা স্মৃতিকথা। তবে আত্মজীবনী লেখকের জীবনের একটি বৃহৎ অংশের প্রতিচ্ছবি, আর স্মৃতিকথা বিশেষ কোনো ঘটনার প্রতিফলন। স্মৃতিকথা অথবা আত্মজীবনী থেকে লেখকের জীবনের নানান তথ্য, সমকালীন ঘটনা ও দৃষ্টিভঙ্গির হদিশ পাওয়া যায়। তাই এগুলিকে নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহার করা যেতে পারে। উদাহরণ স্বরূপ বলা যায়, দেশভাগের অপরিসীম দুঃখ-দুর্দশা, যন্ত্রণা, ছন্নছাড়া জীবন, বিভিন্ন ক্যাম্পে আশ্রয় গ্রহণ ও পুনর্বাসন প্রভৃতি সমকালীন অনেক বিদগ্ধ মানুষের আত্মজীবনী ও স্মৃতিকথায় স্থান পেয়েছে।  

আরোও পড়ুন “” একাদশ শ্রেণী দর্শন অধ্যায় ভিত্তিক সাজেশন 2022 


প্রশ্ন: সোমপ্রকাশ’ সাময়িকপত্রের বিষয়বস্তু কী ছিল ?

 উত্তর—নীতিশিক্ষামূলক সংবাদ পরিবেশনের সংকীর্ণ গণ্ডীর বাইরে বেরিয়ে এসে ‘সোমপ্রকাশ’-ই প্রথম নির্ভীক তথা নিরপেক্ষভাবে রাজনৈতিক সংবাদ এবং মতামত প্রকাশ করতে থাকে। লর্ড ডালহৌসির নির্লজ্জ রাজ্যগ্রাস নীতি, নিষ্ঠুর দমননীতি, কৃষকদের দুরাবস্থা প্রভৃতির খবর দিনের পর দিন অসীম সাহসে ছেপেছে ‘সোমপ্রকাশ’। এ ছাড়াও বিধবা বিবাহ, বহুবিবাহ, শিক্ষাবিস্তার, বিজ্ঞানচর্চা প্রভৃতি সম্পর্কে নানাবিধ প্রতিবেদন এতে নিয়মিত প্রকাশিত হত। অত্যাচারী নীলকর ও দমন-পীড়ন মূলক নীলচাষের বিরুদ্ধে যেন সংগ্রামীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিল সোমপ্রকাশ।

প্রশ্ন: নিম্নবর্গের ইতিহাসচর্চা বলতে কী বোঝো?

উত্তর:- জাতি-ধর্ম-বর্ণ-লিঙ্গ-শ্রেণি নির্বিশেষে সমাজের তথাকথিত নিম্নবর্গের মানুষদের নিয়ে যে ইতিহাসচর্চা বর্তমানে বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে, তা নিম্নবর্গের ইতিহাসচর্চা নামে পরিচিত। এই ধরনের ইতিহাসচর্চায় তথাকথিত নিম্নবর্গের নাম না জানা মানুষরাই ইতিহাসের যথার্থ নায়কে পরিণত হয়েছে। এই ধারার সঙ্গে যুক্ত কয়েকজন বিখ্যাত ঐতিহাসিক হলেন রণজিৎ গুহ, পার্থ চট্টোপাধ্যায়, গৌতম ভদ্র প্রমুখ।

প্রশ্ন: খেলাধূলা কীভাবে জাতীয়তাবাদের বিস্তারে সহায়ক হয় ?

উত্তর:- নিছক বিনোদনের মাধ্যম হলেও জাতীয়তাবাদের জাগরণে খেলাধুলার ঐতিহাসিক ভূমিকা উপেক্ষা করা যায় না। কুস্তি, লাঠিখেলা, শরীরচর্চাকে কেন্দ্র করে ঔপনিবেশিক ভারতে যে আখড়া সংস্কৃতির বিকাশ ঘটেছিল, তার মধ্যে জাতীয়তাবাদী চেতনার বীজ সুপ্ত ছিল। আবার ১৯১১ খ্রিস্টাব্দে বাংলার মোহনবাগান দল শ্বেতাঙ্গ ব্রিটিশদের ফুটবল যুদ্ধে পরাজিত করে যে আই. এফ. এ শিল্ড জয় করেছিল, তা একাধারে বঙ্গভঙ্গের যোগ্য জবাব, অন্যদিকে বাঙালির জাতীয়তাবাদের দ্যোতক।

প্রশ্ন: খেলার ইতিহাসে ১৯১১ খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন?

উত্তর— ১৯১১ খ্রিস্টাব্দে বাংলার মোহনবাগান দল শ্বেতাঙ্গ ব্রিটিশদের ফুটবল-যুদ্ধে পরাজিত করে আই. এফ. এ শিল্ড জয়লাভ করে। এই ঘটনা একাধারে প্রভু ব্রিটিশের বিরুদ্ধে ‘নেটিভ’ ভারতীয়দের জয়লাভ, অন্যদিকে বঙ্গভঙ্গের যোগ্য জবাব এবং সর্বোপরি বাঙালির জাতীয়তাবাদের দ্যোতক।

প্রশ্ন: আধুনিক ইতিহাসচর্চায় সাধারণ মানুষের উপর বেশি জোর দেওয়া হয় কেন ?

উত্তর-আধুনিক ইতিহাসচর্চা সমগ্রতার সন্ধানী। সমাজে অস্তিত্ব আছে কিন্তু সাবেক ইতিহাসে স্থান পায়নি—এমন সবকিছুই আধুনিক ইতিহাসের বিষয়বস্তু। স্বভাবতই সমাজের সাধারণ মানুষ, তাদের কাজকর্ম, চিন্তা-ভাবনা, ধর্ম, পোশাক-পরিচ্ছদ, খেলাধুলা, খাদ্যাভ্যাস প্রভৃতি সবকিছুই ইতিহাসচর্চার অবিচ্ছেদ্য অঙ্গ।

প্রশ্ন:- আধুনিক ইতিহাসচর্চায় পোশাক-পরিচ্ছদের গুরুত্ব কী ?

উত্তর :- মানুষের বহিরাঙ্গিক আবরণ বা তার পোশাক-পরিচ্ছদ থেকে ইতিহাসচর্চার যে উপাদানগুলি পাওয়া যায়, সেগুলি হল – (ক) কোনো মানুষ বা জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা, (খ) সামাজিক রুচিবোধ, (গ) সামাজিক উদারতার মাত্রা, (ঘ) লিঙ্গবৈষম্য প্রভৃতি।

প্রশ্ন: ভারতে সংঘটিত দুটি পরিবেশ আন্দোলনের নাম লেখো।

উত্তর ভারতে সংঘটিত দুটি পরিবেশ আন্দোলন হল—(ক) ১৯৭৪ খ্রিস্টাব্দে সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে চিপকো আন্দোলন এবং (খ) ১৯৮৫ খ্রিস্টাব্দে মেধা পাটেকরের নেতৃত্বে নর্মদা বাচাও আন্দোলন।

প্রশ্ন:  ফটোগ্রাফ কীভাবে আধুনিক ভারতের ইতিহাসচর্চার উপাদান হয়ে উঠেছে ?

উত্তর:- ক্যামেরায় তোলা কোনো ঐতিহাসিক ঘটনার ছবি নিঃসন্দেহে ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। ফটোগ্রাফ একদিকে যেমন কোনো ঐতিহাসিক তথ্যকে আরও জোরালো করে তোলে, তেমনি প্রাপ্ত তথ্যের সত্যাসত্য যাচাইয়ে ফটোগ্রাফের ভূমিকা সমান গুরুত্বপূর্ণ। তাই নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করে ফটোগ্রাফকে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহার করা যেতে পারে।

প্রশ্ন:- সোমপ্রকাশকে বাংলার প্রথম রাজনৈতিক সংবাদপত্র বলা হয় কেন ?

উত্তর:- স্বৈরাচার বিরোধিতার এক মূর্ত প্রতীক দ্বারকানাথ বিদ্যাভূষণ সম্পাদিত সাপ্তাহিক ‘সৌমপ্রকাশ’। নীতিশিক্ষামূলক সংবাদ পরিবেশনের সংকীর্ণ গণ্ডীর বাইরে বেরিয়ে এসে ‘সোমপ্রকাশ’-ই প্রথম নির্ভীক তথা নিরপেক্ষভাবে রাজনৈতিক সংবাদ এবং মতামত প্রকাশ করতে থাকে। লর্ড ডালহৌসির নির্লজ্জ রাজ্যগ্রাস নীতি, নিষ্ঠুর দমন নীতি, নীলকরদের অত্যাচার, কৃষকের দুরাবস্থা প্রভৃতির খবর নিয়মিত প্রকাশ করে সোমপ্রকাশ যথার্থই ‘প্রথম বাংলা রাজনৈতিক সংবাদপত্রের মর্যাদা লাভ করেছে।

প্রশ্ন:- নতুন সামাজিক ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি কী কী ?

উত্তর: সাবেক ইতিহাস রাজকীয় শিলা লেখ, রাজস্তুতি, বিদেশি পর্যটকদের বিবরণী প্রভৃতির মধ্যে ইতিহাসের উপাদান সংগ্রহের চেষ্টায় এযাবৎ নিমগ্ন থাকলেও নতুন সামাজিক ইতিহাসচর্চা ইতিহাস রচনায় নিত্য নতুন উপাদানের সন্ধানী। সরকারি দলিল-দস্তাবেজ, ব্যক্তিগত চিঠিপত্র, কৃতবিদ্য ব্যক্তিদের আত্মজীবনী ও স্মৃতিকথা, ফটোগ্রাফ, চলচ্চিত্র, সাময়িকপত্র এবং সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি নতুন সামাজিক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। তা ছাড়া নতুন সামাজিক ইতিহাস যেহেতু সমগ্রতার সন্ধানী, তাই সমাজবদ্ধ মানুষের খেলাধূলা, খাদ্যাভাস, পোশাক-পরিচ্ছদ, ধর্মযাপন প্রভৃতির চর্চাও হয়ে উঠেছে নতুন সামাজিক ইতিহাসের অবিচ্ছেদ্য অঙ্গ।

আরোও নতুন দশম শ্রেণীর 2023 এর  সাজেশন নিতে আমাদের সাথে যুক্ত থাকুন ।

Updated: March 16, 2022 — 4:53 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Help Bangla © 2023 Frontier Theme