Help Bangla

Blogs in Bangali

দশম শ্রেণী জীবনবিজ্ঞান জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় প্রথম অধ্যায় 2023

জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় প্রথম অধ্যায় সাজেশন 2023


জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় প্রথম অধ্যায় অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

1. উদ্ভিদের ফোটোট্রপিক চলন মূলত কোন্ অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে হয়?

উত্তর : অক্সিন নামক হরমোন

2. পরিবেশের যে সকল পরিবর্তন জীব শনাক্ত করতে পারে ও সেই অনুযায়ী সাড়াপ্রদান করতে পারে তাদের কী বলে?

উত্তর: উদ্দীপক।


3. উদ্দীপকের প্রভাবে জীবদেহে প্রতিক্রিয়া সৃষ্টিকে কী বলে?

উত্তর: সংবেদনশীলতা।


4. যে সকল উদ্দীপক জীবদেহের বাইরে উৎপন্ন হয় তাদের কী বলে?

উত্তর: বহিস্থ উদ্দীপক (যেমন—আলো, উন্নতা, অভিকর্ষ বল, জল, স্পর্শ)।


৪. ন্যাস্টিক চলন কাকে বলে?

উত্তর: উদ্ভিদ-অঙ্গের যে বক্রচলন উদ্দীপকের তীব্রতা অনুযায়ী হয়ে থাকে, তাকে ন্যাস্টিক চলন বলে।


5. ফোটোট্যাকটিক চলন বা আলোক অভিমুখে চলন দেখা যায় এমন একটি উদ্ভিদের উদাহরণ দাও।

উত্তর: ক্ল্যামাইডোমোনাস বা ভলভক্স নামক শৈবাল


6. ট্রপিক চলন কাকে বলে?

উত্তর: উদ্ভিদ অঙ্গের যে বক্ৰচলন বাহ্যিক উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাকে ট্রপিক চলন বলে।


7. লবণাম্বু উদ্ভিদের (সুন্দরী, গরান) শ্বাসমূল আলোর দিকে বৃদ্ধি পায় একে কোন্ প্রকার চলন বলে?

উত্তর: অনুকূল আলোকবর্তী চলন (positively phototrophic)। 


8.অ্যান্টিবায়োটিক হরমোন কোন্‌টি?

উত্তর: ইনসুলিন।


9. পিটুইটারি গ্রন্থির অবস্থান কোথায়?

 উত্তর: করোটির স্ফেনয়েড অস্থির সেলা টারসিকা প্রকোষ্ঠ। 


10. কোন্ হরমোন রক্তশর্করার পরিমাণ (স্বাভাবিক 70-100mg/100ml) বৃদ্ধি করে?

উত্তর: গ্লুকাগন।


11. একটি স্টেরয়েড-ধর্মী হরমোনের নাম লেখো ?

 উত্তর: টেস্টোস্টেরন বা ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরন।


12. ইনসুলিনের বিপরীতধর্মী হরমোন কোন্‌টি?

উত্তর: গ্লুকাগন।


14. পর পর অবস্থিত দুটি সংযোগস্থলকে কী বলে?

উত্তর: স্নায়ুসন্নিধি।


15. অ্যাক্সনের শেষ প্রান্তকে কী বলে?

উত্তর: প্রান্তীয় নব্‌।


16. মস্তিষ্কের খাঁজ ও ভাঁজগুলিকে কী বলে?

উত্তর: মস্তিষ্কের খাঁজগুলিকে সালকাস ভাঁজগুলিকে জাইরাস বলে।


17. ডোরবেল বাজালে কোন্ ধর্মের জন্য আমরা সচেতন হই?

উত্তর: সংবেদনশীলতা। 

আরোও পড়ুন ”-ভৌত বিজ্ঞান রাসায়নিক গণনা তৃতীয় অধ্যায় দশম শ্রেণী 2023

আরোও পড়ুন ”- স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো।। হুতোম প্যাঁচার নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার কিরূপ সমাজ চিত্র পাওয়া যায় ।। উডের নিদের্শনামা।

আরোও পড়ুন ”-একাদশ শ্রেণী ইতিহাস অধ্যায় ভিত্তিক সাজেশন 2022 


প্রথম অধ্যায় : জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

উদ্দীপক কাকে বলে

উত্তর: পরিবেশের যে সকল পরিবর্তন জীবের দ্বারা শনাক্ত হয় ও যাদের উপস্থিতিতে জীব সাড়াপ্রদান করে, তাকে উদ্দীপক বলে।

সংবেদনশীলতা বলতে কী বোঝ

উত্তর: পরিবেশের পরিবর্তন শনাক্ত করে জীবদেহের সাড়াপ্রদানের ক্ষমতাকে সংবেদনশীলতা বলে। যেমন—আলোক উদ্দীপকের দিকে উদ্ভিদের কাণ্ড বা শাখার চলন।

 চলন কাকে বলে

উত্তর: যে প্রক্রিয়ায় জীব এক স্থানে আবদ্ধ থেকে স্বতঃস্ফূর্তভাবে বা উদ্দীপকের প্রভাবে অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে সাড়াপ্রদান করে তাকে চলন বলে ।

গমন কাকে বলে

উত্তর: যে প্রক্রিয়ায় জীব স্বতঃস্ফূর্তভাবে বা উদ্দীপকের প্রভাবে অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে তাকে গমন বলে ।

উদ্ভিদের সামগ্রিক চলন কাকে বলে

উত্তর: স্বতঃস্ফূর্তভাবে বা উদ্দীপকের প্রভাবে সমগ্র উদ্ভিদ বা উদ্ভিদের কোনো অংশের স্থান পরিবর্তন করাকে উদ্ভিদের সামগ্রিক চলন বলে। যেমন— ক্ল্যামাইডোমোনাস -এর কম আলোর দিকে গমন বা ফোটোট্যাকটিক চলন

ফোটোন্যাস্টিক চলন কাকে বলে

উত্তর: যে আবিষ্ট বক্রচলন আলোক উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে তাকে ফোটোন্যাস্টিক চলন বলে। যেমন—পদ্ম ও সূর্যমুখী ফুল দিনের বেলা তীব্র আলোয় ফোটে আবার জুঁই ফুল কম আলোয় ফোটে

ফোটোট্যাকটিক চলন বা ফোটোট্যাক্সিস কাকে বলে

উত্তর: আলোক উদ্দীপকের প্রভাবে সমগ্র উদ্ভিদের  স্থানান্তরিত হওয়াকে ফোটোট্যাকটিক চলন বলে।

অ্যাড্রেনালিনকে জরুরিকালীন আপৎকালীন হরমোন বলে কেন

উত্তর: অ্যাড্রেনালিন স্বাভাবিক অবস্থায় কম ক্ষরিত হয়। কিন্তু উত্তেজনা, আবেগ, ভয়, রাগ, দুশ্চিন্তা প্রভৃতি কারণে এর ক্ষরণ বৃদ্ধি পায় এবং রক্তে বাহিত হয়ে স্নায়ুতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র, শ্বাসতন্ত্র, অস্থি ও পেশির ওপর প্রভাব বিস্তার করে জরুরিকালীন অবস্থায় দ্রুত মোকাবিলা করে। এ ছাড়াও শারীরবৃত্তীয় ও বিপাকীয় কাজ নিয়ন্ত্রণের মাধ্যমেও এই অবস্থার মোকাবিলায় সাহায্য করে। সংকটকাল অতিবাহিত হলে অ্যাড্রেনালিনের ক্ষরণ হ্রাস পায় ও দেহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তাই অ্যাড্রেনালিনকে জরুরিকালীন হরমোন বলে। 

 নিউরোগ্লিয়া কী

উত্তর: নিউরোগ্লিয়া হল পরিবর্তিত যোগকলা এবং বহু প্রবর্ধকযুক্ত কোশ যা উদ্দীপনা গ্রহণ ও প্রেরণে অক্ষম। নিউরোগ্লিয়ার সংখ্যা স্নায়ুতন্ত্রের কোশ সমষ্টির প্রায় 90% এবং এরা নিউরোনকে বেষ্টন করে থাকে। আকৃতি অনুসারে নিউরোগ্লিয়া বিভিন্ন প্রকারের হয়। 

হরমোনকে রাসায়নিক দূত বা রাসায়নিক সমন্বয়সাধক বলে কেন

উত্তর: হরমোন উৎসস্থল থেকে ধীরে ধীরে বিভিন্ন কোশে ছড়িয়ে পড়ে দূরবর্তী লক্ষ্যকোশের রাসায়নিক বিক্রিয়াগুলি নিয়ন্ত্রণ ও পরিচালনা করে, তাই হরমোনকে রাসায়নিক দূত বলে। হরমোন শারীরবৃত্তীয় কাজের মধ্যে সমন্বয়সাধন করে বলে একে রাসায়নিক সমন্বয়সাধকও বলে।

পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলে কেন

উত্তর : পিটুইটারি (অগ্রখণ্ড) থেকে নিঃসৃত হরমোন (ট্রপিক হরমোন) অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থিগুলির ক্ষরণ ও কার্যকারিতা নিয়ন্ত্রণ করা ছাড়াও সামগ্রিক বৃদ্ধিকে প্রভাবিত করে। তাই একে প্রভুগ্রন্থি বলে। যেমন—পিটুইটারি নিঃসৃত TSH, ACTH ও GTH যথাক্রমে থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রেনাল গ্রন্থি ও গোনাড (শুক্রাশয় ও ডিম্বাশয়)-এর কাজ নিয়ন্ত্রণ করে।

অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলে কেন

উত্তর: অগ্ন্যাশয়ে বহিঃক্ষরা (অ্যাসিনাস) ও অন্তঃক্ষরা (ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ) উভয় প্রকার কোশসমষ্টি বর্তমান। বহিঃক্ষরা অংশ থেকে উৎসেচক (ট্রিপসিন, অ্যামাইলেজ) এবং অন্তঃক্ষরা অংশ থেকে হরমোন (a কোশ থেকে গ্লুকাগন, B কোশ থেকে ইনসুলিন, কোশ থেকে সোমাটোস্ট্যাটিন) ক্ষরিত হয়। তাই অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলে ৷

ভিট্রিয়াস হিউমর কী? এর কাজ লেখো।

উত্তর: ভিট্রিয়াস হিউমর লেন্সের ঠিক পশ্চাৎ অংশে অবস্থিত গহ্বরটি যে স্বচ্ছ, সান্দ্র পদার্থ দ্বারা পূর্ণ থাকে তাকে ভিট্রিয়াস হিউমর বলে।

কাজ : এটি আলোর প্রতিসারক মাধ্যমরূপে কাজ করে এবং অক্ষিগোলকের আকৃতি ও চাপ নিয়ন্ত্রণ করে।

প্রেসবায়োপিয়ার কারণ ও প্রতিকার পদ্ধতি লেখো

উত্তর:  প্রেসবায়োপিয়ার কারণ: সিলিয়ারি পেশির দুর্বলতার কারণে 40 ঊর্ধ্ব ব্যক্তির লেন্সের সংকোচনশীলতা কমে যাওয়ায় উপযোজন ক্ষমতা হ্রাস। ফলে নিকটের দৃষ্টি ব্যাহত হয়।

প্রতিকার: বাইফোকাল বা প্রোগ্রেসিভ লেন্সযুক্ত চশমা ব্যবহারের দ্বারা প্রেসবায়োপিয়া সমস্যার সমাধান করা যায়।

ক্যাটারাক্ট বা ছানির কারণ ও প্রতিকার লেখো

উত্তর: ক্যাটারাক্টের কারণ : সালফার-যুক্ত অ্যামিনো অ্যাসিডের অভাবের ফলে লেন্সের প্রোটিন বিনষ্ট হলে লেন্স অস্বচ্ছতা বা ঘোলাটে হয়ে যায়। এর ফলে মানুষের দৃষ্টি ব্যাহত হয়।

প্রতিকার: শল্যচিকিৎসার দ্বারা লেন্সের প্রতি স্থাপনের মাধ্যমে ক্যাটারাক্টের প্রতিকার করা যায় ।


TAG

দশম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন । দশম শ্রেণী জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় সাজেশন  । মাধ্যমিক প্রথম অধ্যায় প্রশ্নোত্তর । Class 10th mcq questions । Class 10th saq question and answer । জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় সাজেশন 2023 । জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায় 2022 । জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় প্রশ্ন উত্তর 


Updated: March 31, 2022 — 5:47 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Help Bangla © 2023 Frontier Theme