দ্বাদশ শ্রেণী ইতিহাস বিষয়ের অধ্যায় ভিত্তিক সাজেশন 2022
উচ্চ মাধ্যমিক ইতিহাস 2022
প্রথম অধ্যায় অতীতকে স্মরণ
দ্বাদশ শ্রেণী প্রথম অধ্যায় সাজেশন 2022
1. মিথ, লিজেন্ড, ও স্মৃতিকথা বলতে কী বোঝো? অতীত বিষয় মানুষের ধারণাকে মিথ, লিজেন্ড, স্মৃতিকথা কিভাবে রূপ দান করে?
2. আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো । দুটি শিল্প জাদুঘরের নাম লেখ ।
3. জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো?
4. মিউজিয়াম বা জাদুঘর এর প্রকারভেদ আলোচনা করুন?
5. পেশাদারী ইতিহাস বলতে কী বোঝায়? অপেশাদার ইতিহাসের সঙ্গে পেশাদার ইতিহাসের পার্থক্য?
6. পেশাদারি শাখা হিসেবে সংক্ষেপে ইতিহাসের গুরুত্ব আলোচনা করো?
উচ্চ মাধ্যমিক ইতিহাস 2022
দ্বিতীয় অধ্যায় উনবিংশ ও বিংশ শতকের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের সংস্থাপন
দ্বাদশ শ্রেণী দ্বিতীয় অধ্যায় সাজেশন 2022
1. সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণ গুলি সংক্ষেপে বর্ণনা করুন?
2. উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নিরূপণ কর ?
3. উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিন এর তত্ত্ব আলোচনা করো
4. ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্তঃ প্রশ্ন ও তার প্রভাব আলোচনা কর ?
5. উপনিবেশবাদের রাজনৈতিক ভিত্তি সম্পর্কে আলোচনা কর ?
আরোও পড়ুন:- দ্বাদশ শ্রেণী ভূগোল দ্বিতীয় অধ্যায় সাজেশন
দ্বাদশ শ্রেণী তৃতীয় অধ্যায় সাজেশন 2022
1. ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্য গুলি কী ছিল? ক্যান্টন বাণিজ্যের অবসান কেন ঘটে?
2. ভারতের রেলপথ প্রবর্তন এর উদ্দেশ্য আলোচনা করো? ভারতের রেলপথ প্রবর্তন এর প্রভাব সমূহ আলোচনা করো?
3. চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তি গুলি সংক্ষিপ্ত আলোচনা করে?
4. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও?
5. নানকিং এর সন্ধি ও তিয়েনসিনের সন্ধি মূল শর্ত গুলি আলোচনা করো?
6. পলাশী ও বক্সারের যুদ্ধের ফলাফল তুলনামূলক আলোচনা করো?
7. ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ গুলি ব্যাখ্যা করুন? ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের ফলাফল গুলি ব্যাখ্যা করো?
চতুর্থ অধ্যায়ঃ সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া
দ্বাদশ শ্রেণী চতুর্থ অধ্যায় সাজেশন 2022
1. সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা কর?
2. আলীগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও? মুসলিম সমাজের নবজাগরণের স্যার সৈয়দ আহমেদ এর ভূমিকা আলোচনা করো ।
3. সমাজ ও শিক্ষা সংস্কারের শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা লেখ?
4. ব্রিটিশ শাসনকালে আদিবাসী সম্প্রদায়ের বিবরণ দাও? ব্রিটিশ শাসনকালে ভারতে দলিত সম্প্রদায়ের বিবরণ দাও?
5. বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো । এর সীমাবদ্ধতা কি ছিল তা লেখ ?
6. চীনে 4 ঠা মে আন্দোলনের কারণ উত্থান প্রসার ও গুরুত্ব আলোচনা কর
7. চিনে তাইপিং বিদ্রোহ সম্পর্কে টীকা লেখ?
8. ভারতের ইতিহাসের নিম্নবর্গীয় গোষ্ঠী বলতে কী বোঝায়? ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে আদিবাসী শ্রেণীর আন্দোলন সংক্ষেপে বিবৃত কর?
পঞ্চম অধ্যায়: ঔপনিবেশিক ভারতের শাসন
দ্বাদশ শ্রেণী পঞ্চম অধ্যায় সাজেশন 2022
1. 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো । এ আইনের গুরুত্ব আলোচনা কর ?
2. লখনৌ চুক্তির শর্তাবলি উল্লেখ করো । এই চুক্তির গুরুত্ব আলোচনা কর
3. জালিওনাবাগ এর হত্যাকান্ড প্রেক্ষাপট কি ছিল? জালিওনাবাগ এর হত্যাকান্ড ঘটনার গুরুত্ব আলোচনা করো?
4. রাওলাট আইনের শর্ত ও উদ্দেশ্য কি ছিল? গান্ধীজী কেন এই আইনের বিরোধিতা করেছিলেন তা আলোচনা করো
5. 1919 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ও ত্রুটি গুলি আলোচনা করো । মন্টেগু-চেমসফোর্ড আইন এর সমালোচনা মূলক আলোচনা করো।
6. মিরাট ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপট আলোচনা করো। এই মামলার পরিণতি কি হয়েছিল?
7. ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রতিক্রিয়া কি ছিল তা আলোচনা করো ।
8. পঞ্চাশের মন্বন্তর তৎকালীন ভারতের অর্থনীতি ও শিল্প সাহিত্যে কী প্রভাব ফেলেছিল?
ষষ্ঠ অধ্যায়ঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমূহ
দ্বাদশ শ্রেণী ষষ্ঠ অধ্যায় সাজেশন 2022
1. ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো?
2. 1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহের কারণ লেখ ? নৌ বিদ্রোহ তাৎপর্য আলোচনা করো
3. মাউন্টব্যাটেন পরিকল্পনা কি? এই মাউন্টব্যাটেন পরিকল্পনা মূল বিষয় কি? এই পরিকল্পনার ফল কি হয়েছিল ?
4. হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ একটি সংক্ষিপ্ত বিবরণ দাও?
5. ভারত ছাড়ো আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো? ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা কর?
6. ভারতের গণপরিষদ গঠনের প্রেক্ষাপট আলোচনা করো? গণপরিষদের দুজন সদস্যের নাম লেখ?
প্রথম অধ্যায় অতীতকে স্মরণ
দ্বাদশ শ্রেণী অতীতকে স্মরণ অধ্যায় এর MCQ সাজেশন
1. প্রাচীন ভারতের একজন অন্যতম কিংবদন্তি চরিত্রের নাম লেখ?
উত্তর:-রামচন্দ্র
2.MYTH শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে?
উত্তর:- MYTHOS (মিথস্)
3. ঠাকুরমার ঝুলি কিসের উদাহরণ?
উত্তর:-লোককথার
4. অটাম কোথাকার দেবতা ছিলেন?
উত্তর:-গ্রীসের দেবতা ছিলেন
5. অহল্যার কাহিনী কি ধরনের কাহিনী?
উত্তর:-পৌরাণিক কাহিনী
6. পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতা কে?
উত্তর:-বিষ্ণু শর্মা
7.EARLY HISTORY OF INDIA গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর:-ভিন্সেন্ট স্মিথ
8. প্রাচীন গ্রিসের এক অন্যতম কিংবদন্তি চরিত্রের নাম?
উত্তর:-হারকিউলিস
9. ভারতের প্রাচীনতম জাদুঘর টি কোথায় অবস্থিত?
উত্তর:- কলকাতায়
10. রাজাবলি গ্রন্থের রচয়িতা কে?
উত্তর:- মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
11. লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত?
উত্তর:- প্যারিসে
12. প্রথম আধুনিক জাদুঘর কোথায় প্রতিষ্ঠা হয়?
উত্তর:-ইংল্যান্ডে
13. ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার কে?
উত্তর: রমেশচন্দ্র মজুমদার
14. ইতিহাস বলতে কী বোঝায়?
উত্তর: অতীতের কাহিনী বিশ্লেষণ
15. রূপকথা/কল্পকাহিনীর দেশ কোন দেশকে বলা হয়?
উত্তর: চীনকে বলা হয়
16. ইতিহাস দর্শন বা আধুনিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়?
উত্তর: ইবন খালদুন কে
17. হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা কে করেন?
উত্তর: জেমস মিল
18. ভারতের প্রাচীনতম জাদুঘর টি নাম কি?
উত্তর: ভারতীয় জাদুঘর
19. অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: ভিন্সেন্ট স্মিথ
20. পুরাণে বর্ণিত রাজ বংশ গুলির অস্তিত্ব বেশিরভাগই স্বীকৃত সত্য উক্তিটি কার?
উত্তর :- ডক্টর রণবীর চক্রবর্তী
21. শৃংখল ঝংকার স্মৃতিকথামূলক গ্রন্থটি কার লেখা?
উত্তর : বীণা দাস
22. দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের স্মৃতিকথামূলক গ্রন্থটির নাম কি?
উত্তর:- ছেড়ে আসা গ্রাম
23. বেদের অপর নাম কি?
উত্তর: শ্রুতি
24. একাত্তরের ডায়েরী স্মৃতিকথামূলক গ্রন্থটি কে রচনা করেছেন?
উত্তর: সুফিয়া কামাল
25. ইতিহাস রচনার পদ্ধতি কে কি বলা হয়?
উত্তর:- হিস্টোরিওগ্রাফি
26. ভারতের প্রথম প্রামাণ্য ইতিহাস গ্রন্থটি কি?
উত্তর:- রাজ তরঙ্গিনী
27. হিস্টরি অফ হিন্দুস্তান গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর:- আলেকজান্ডার ডাফ
28. মিউজিয়াম সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?
উত্তর:- মিউজিওলজি
29. ব্যাসদেব কয়টি পুরান রচনা করেছিলেন ?
উত্তর:- 18 টি
30. সেদিনের কথা স্মৃতিকথামূলক গ্রন্থটি রচনা কে করেন?
উত্তর:- মণিকুন্তলা সেন
31. ইতিহাস রচনার সূত্রপাত কোথায় হয়েছিল?
উত্তর:- গ্রিসে
32. ঈশ্বরের মতো সীমাহীন শক্তির অধিকারী উক্তি কে করেন?
উত্তর:- কিংবদন্তির নায়ক
33. বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক জাদুঘর কোথায় রয়েছে?
উত্তর:- মেক্সিকো
34.প্যারালাল মিথস গ্রন্থের রচয়িতা কে?
উত্তর:- জেএফ বিয়ার লেইন
35.
আমাদের helpbangla ব্লগে সকল ছাত্রছাত্রীরা সকল বিষয়ের সাজেশন পাবে ।এছাড়া আমাদের ব্লগে নানা রকম খবর ও পাবে ।আর টেকনিক্যাল সমস্ত টিপস এন্ড ট্রিকস পেতে আমাদের ব্লগেটিকে ফলো করুন ।