Help Bangla

Blogs in Bangali

দ্বাদশ শ্রেণী ভূগোল দ্বিতীয় অধ্যায় সাজেশন

 

দ্বাদশ শ্রেণী ভূগোল দ্বিতীয় অধ্যায় সাজেশন

উচ্চমাধ্যমিক ভূগোল দ্বিতীয় অধ্যায় প্রশ্নপত্র

প্রিয় ছাত্র ও ছাত্রী তোমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা 2022-23 খুবই কাছে চলে এসেছে তোমরা সবাই জন মার্চ মাস পরীক্ষা 2022 তোমাদের পরীক্ষা শুরু হবে ।কিন্তু তোমাদের হাতে আর বেশি সময় নেই ।তাই যতটুকু সময় পাচ্ছো তোমরা সেই সময়টাকে পড়াশোনার পিছনে ব্যয় করো। তার জন্য আমি আজ  দ্বাদশ শ্রেণী ভূগোল অধ্যায় ভিত্তিক saq,mcq সাজেশন 2022-23 দিতে চলেছি । যেগুলো উচ্চমাধ্যমিক ভূগোল পরীক্ষা 2022-23 কমন আসতে চলেছে।তোমাদের দ্বাদশ শ্রেনি ভূগোল পরীক্ষা 2022-23 । 

তোমাদের আমি আজ ভূগোল এর দ্বিতীয় অধ্যায়(প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব) এর সংক্ষিপ্ত ও অতিসংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন 2023 দিয়েছি যেগুলো নিচে দেয়া হলো

প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব MCQ, অতি সংক্ষিপ্ত সাজেশন 

দ্বিতীয় অধ্যায় mcq প্রশ্নোত্তর


1. বিশ্বব্রহ্মাণ্ড নিয়ে আলোচনা করা হয় যে বিদ্যায় তাকে বলে—

1.এক্সবায়োলজি

 2.অস্টিওলজি 

3.অ্যাস্ট্রোনমি 

4.কসমোলজি।

2. কোন বিজ্ঞানী মনে করতেন বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্রস্থলে রয়েছে পৃথিবী এবং চাঁদ ও সূর্য পৃথিবীকে প্রদক্ষিণ করছে ?-

1.অ্যারিস্টটল 

2.কান্ট 

3.আর্যভট্ট 

4.রিটার 

৬. বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্রস্থলে রয়েছে পৃথিবী। এই মতবাদের প্রবক্তা—

1.প্লেটো

2.আর্কিমিডিস

3.টলেমি

4.অ্যানাক্সিমিল্ডার

4. বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্রস্থলে (Heliocentric Theory) রয়েছে সূর্য। এই মতবাদের প্রবক্তা—

1.প্লেটো

2.গ্যালিলিয়ো

3.কোপার্নিকাস

4.ফ্রান্সিস বেকন

5. কোন ভূকম্পীয় তরঙ্গ তরল মাধ্যমে প্রবেশ করতে পারে না?-

1. প্রাথমিক তরঙ্গ

2.পার্শ্বীয় তরঙ্গ

3.মাধ্যমিক তরঙ্গ

4.সবগুলিই

6.ভূত্বকের ‘সিয়াল’ ও ‘সিমা’ স্তরের মাঝে যে বিযুক্তিতল অবস্থিত তার নাম হল—

1.কনরাড বিযুক্তিতল

2.রেপিটি বিযুক্তিতল

3.মোহো বিযুক্তিতল

4.গুটেনবার্গ বিযুক্তিতল

7. মহাদেশীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত?-

1.ব্যাসন্ট

2.কাদাপাথর

3.গ্র্যানাইট

4.বেলেপাথর

8. কেন্দ্রমণ্ডলের অপর নাম-

1.অ্যাসথেনোস্ফিয়ার

2.ব্যারিস্ফিয়ার

3.মেসোস্ফিয়ার

4.লিথোস্ফিয়ার

9. ‘আইসোস্ট্যাসি’ (Isostasy) কথাটি প্রথম ব্যবহার করেন—

1.বাউগার (Bouguar)

2.ডাটন (Dutton)

3.হ্যারি হেস (Harry Hess) 

4.আলফ্রেড ওয়েগনার (Alfred Wegner) 

10. প্রতিবিধানতল (Level of compensation) তত্ত্বের প্রবক্তা—

1.জিবি এইরি (G BAiry)

2.জে এইচ প্র্যাট (JH Prat)

3.হাইস্থানেন (Heiskanen)

4.আর এ ড্যালি (RA Daly)

11. কোন ভূমিরূপবিজ্ঞানীর সমস্থিতি তত্ত্বের মূল দর্শন “সমান ঘনত্ব, অসমান গভীরতা”?– 

1.জি বি এইরি (GB Airy)

2.জে এইচ প্র্যাট (JH Pratt) 

3.হাইস্কানেন (Heiskanen) 

4.আর এ ড্যালি (RA Daly) 

12. কোন ভূমিরূপবিজ্ঞানীর সমস্থিতি তত্ত্বের মূল দর্শন “অসমান ঘনত্ব, সমান গভীরতা” ?–

1. জি. বি এইরি (G B Airy)

2.জে এইচ প্র্যাট (JH Pratt)

3.হাইস্কানেন (Heiskanen)

4.আর এ ড্যাক্তি (RA Daly)

13. সমুদ্র প্রসারণ তত্ত্বের জনক কাকে বলা হয়?– 

1.হ্যারি হেসকে

2.অধ্যাপক ম্যাথুসকে

3.অধ্যাপক ডাইনকে

4.টুজো উইলসনকে

14. সমুদ্র প্রসারণ তত্ত্বে কোন মহাসাগর সবচেয়ে বেশি চওড়া হচ্ছে বলে প্রমাণ পাওয়া যায় ? 

1.প্রশান্ত মহাসাগর

2.আটলান্টিক মহাসাগর

3.কুমেরু মহাসাগর

4.ভারত মহাসাগর। 

15. সমুদ্র প্রসারণ কোন্ মহাসাগরে সবচেয়ে কম হয়? 

1.প্রশান্ত মহাসাগরে

2.ভারত মহাসাগরে

3.আটলান্টিক মহাসাগরে

4.সুমেরু মহাসাগরে।

17. History of Ocean Basin’ বইটি লেখেন—

1.এইরি

2.হ্যারি হেঁস

3.প্র্যাট

4.ওয়েগনার

16. মহাদেশের অনুভূমিক সঞ্চরণ তত্ত্বের (Horizontal displacement of the continents) প্রবস্তা কে?–

1.এডওয়ার্ড সুয়েস

2.আলফ্রেড ওয়েগনার

3.এফ বি টেলর

4.অসমন্ড ফিসার। 

18. কার্বনিফেরাস যুগের আগে সমগ্র পৃথিবী একটি বিশাল মহাদেশরূপে অবস্থান করত। ওয়েগনার যার নাম দেন—

1.প্যানজিয়া

2.প্যানথালাসা

3.লরেসিয়া

4.গন্ডোয়ানাল্যান্ড। 

19.প্যানজিয়া শব্দের অর্থ হল-

1.সরার মতো আকৃতি

2.সমস্ত স্থলভাগ

3.জীবাশ্ম সমৃদ্ধ ভূখণ্ড

4.সমস্ত জলভাগ। 

20. কার্বনিফেরাস যুগের আগে সমগ্র পৃথিবীতে একটিমাত্র মহাসাগর ছিল, ওয়েগনার যার নাম দেন –

1.প্যানজিয়া/

2.প্যানথালাসা/ 

3.পরেসিয়া/

4.গন্ডোয়ানাল্যান্ড।

21.আলফ্রেড ওয়েগনারের মতে প্যানজিয়ার উত্তর অংশটির নাম-

1.গন্ডোয়ানাল্যান্ড

2.লরেসিয়া

3.আঙ্গারাল্যাণ্ড

4.হিন্টারল্যান্ড।

22.আলফ্রেড ওয়েগনারের মতে, প্যানথালাসার দক্ষিণ অংশটির নাম-

1.গন্ডোয়ানাল্যান্ড

2.লব্রেসিয়া

3.আঙ্গারাল্যান্ড

4.হিন্টারল্যান্ড।

23. জিগ-স-ফিট হল—

1.বিভিন্ন মহাদেশের প্রাক্তভাগের মধ্যে মিলের সমতা

2.শুধুমাত্র আটলান্টিক মহাসাগরের বিপরীত উপকূলের মিলের সমতা

3.বিভিন্ন মহাদেশের জীবের উপস্থিতিগত সমতা

4.শুধুমাত্র আফ্রিকার পশ্চিম উপকূল ও দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলের মিল।

 24. মেসোসরাস হল—

1.ক্যাঙারুর জীবাশ্ম

2.কেঁচোর জীবাশ্ম

3.ক্ষুদ্রাকার কুমিরের জীবাশ্ম

4.ফার্ন গাছের জীবাশ্ম।

25. পাত শব্দটি প্রথম ব্যবহার করেন—

1.পিঁচো

2.ম্যাকেঞ্জি

3.পার্কার

3.উইলসন। 

 26. যখন দুটি পাত একে অপরের বিপরীত দিকে চালিত হয় তাকে কি বলে

1.গঠনকারী পাতসীমাস্ত

2.নিরপেক্ষ পাতসীমান্ত

3.বিনাশকারী পাতসীমান্ত

4.কোনোটিই নয়।

27. যখন দুটি পাত একে অপরের দিকে অগ্রসর হয় তাকে কি বলে

1.গঠনকারী পাতসীমান্ত

2.নিরপেক্ষ পাতসীমাপ্ত

3.বিনাশকারী “পাতসীমান্ত

4.কোনোটিই নয়। 

আরোও পড়ুন “-শিক্ষার একটা শাখা হিসেবে ভূগোল সাজেশন 2023 ।দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম অধ্যায়ের প্রশ্নপত্র

ভূগোল দ্বিতীয় অধ্যায়ের SAQ  সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন

প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব অধ্যায়ের saq প্রশ্নপত্র

1. মহাকাশ বা মহাবিশ্ব কাকে বলে?

উত্তর:- পৃথিবীর চারিদিকে বেষ্টন করে আছে অজস্র গ্রহ উপগ্রহ নক্ষত্র সমন্বিত এক বিরাট অংশ একে আকাশ বলে। আকাশের বৃষ্টি কতটা তা অজানা মহাবিশ্ব মহাকাশ বলে ।

2. নীহারিকা মতবাদ কি?

উত্তর:-1755 খ্রিস্টাব্দে জার্মান দার্শনিক পন্ডিত ইমানুয়েল কান্ট তার মহাজাগতিক তত্ত্বে পৃথিবী সৌরজগতের উৎপত্তি ব্যাখ্যা দেন. তার মতে বিশ্বে অতি প্রাচীনকালে অবস্থানরত নীহারিকা থেকে অজস্র গ্রহাণুপুঞ্জ গ্রহ-নক্ষত্র প্রবৃত্তি সৃষ্টি হয়। ঘূর্ণায়মান নীহারিকার কেন্দ্রাতিগ শক্তির কারণেই নীহারিকা বিচ্ছিন্ন হয়ে খন্ড খন্ড অংশ থেকে পৃথিবী সহ গ্রহ-উপগ্রহের সৃষ্টি করে। তাই কান্টের এই ধারণাকে নীহারিকা মতবাদ বলা হয় ।

3. পৃথিবীর উৎপত্তি ধারনা কে দেন?

উত্তর:- 1796 খ্রিস্টাব্দে পি এস লা -প্লাস

4. গ্যালাক্সি পুঞ্জ কাকে বলে?

উত্তর:- 10 থেকে 1000 গ্যালাক্সির একত্র সমাবেশকে গ্যালাক্সি পুঞ্জ বলে

5. পৃথিবীর সর্বাধিক গভীরতম খনি কোথায় অবস্থিত?

উত্তর:-যুক্তরাষ্ট্রে অবস্থিত ।

6. ভূকম্পন তরঙ্গ কাকে বলে?

উত্তর:-ভূমিকম্পের প্রভাবে সৃষ্ট শক্তি ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র থেকে তরঙ্গের আকারে ছড়িয়ে পড়ে একে ভূকম্পন তরঙ্গ বলে।

7. ভূকম্পন তরঙ্গ কয় প্রকার ও কি কি?

উত্তর:- দুই প্রকার ১. দেহ তরঙ্গ ২. পিষ্ট তরঙ্গ 

8. মহাদেশীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত?

উত্তর:- হালকা গ্রানাইট শিলা দ্বারা গঠিত

9. মহাসাগরীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত?

উত্তর:- ভারী ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত।

10. সীমা কাকে বলে?

উত্তর:- সিলিকা ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত মহাসাগরীয় ভূত্বককে সীমা বলে ।

11. গুরুমন্ডল কাকে বলে?

উত্তর:- মোহ বিযুক্তির ঠিক নিচের পৃথিবীর মধ্যভাগে এই স্তরটি প্রায় 2800 কিমি  পুরু একে বলা হয় গুরুমন্ডল

12. কেন্দ্রমন্ডল কাকে বলে?

উত্তর:- পৃথিবীর জললগ্নে ভারী ধাতব পদার্থ গুলি কেন্দ্রে জমা হয়ে অধিক ঘনত্ব সম্পন্ন যে মন্ডল সৃষ্টি করে তাকে কেন্দ্রমন্ডল বলে ।

13. গুটেনবার্গ বিযুক্তি রেখা কোথায় অবস্থিত?

উত্তর:- নিম্ন গুরুমন্ডল এর নিচে ও বহিকেন্দ্রমন্ডল এর মধ্যে

14. লেম্যান বিযুক্তি রেখা কোথায় অবস্থিত বা কাকে বলে?

উত্তর:- লেম্যান বিযুক্তি রেখা বহি কেন্দ্রমন্ডল অন্তকেন্দ্র মন্ডলে মাঝে অবস্থিত।

বহি কেন্দ্রমন্ডল ও অন্তকেন্দ্র মন্ডলে অবস্থিত এই সীমানা অঞ্চলটিকে লেম্যান বিযুক্তি রেখা বলে

15. ক্রফেসিমা কাকে বলে?

উত্তর:- গুরুমন্ডল এর উর্দ্ধ স্তর ক্রোমিয়াম লোহা সিলিকা ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত একেই বলা হয় ক্রফেসিমা

16. নিফেসিমা কাকে বলে?

উত্তর:- নিম্ন গুরুমন্ডল এ নিকেল লোহা সিলিকা ও ম্যাগনেসিয়াম খনিজ দ্বারা গঠিত স্তরকে বলা হয় নিফেসিমা

17. Isostasy শব্দটি কোন বিজ্ঞানী প্রথম ব্যবহার করেন?

উত্তর:- Isostasy শব্দটি  বিজ্ঞানী ডাটন 1889 খ্রিস্টাব্দে।

18. সমস্থিতি ধারণাটি কোন ধারণা থেকে এসেছে?

উত্তর:- সমস্থিতি ধারণাটি  বিজ্ঞানী আর্কিমিডিসের প্লবতার ধারণা থেকে এসেছে।

19. প্রতিবিধান তল কাকে বলে?

উত্তর:- সমস্ত ভূখণ্ড গুলি ভূ-অভ্যন্তরের নমনীয় মন্ডলের এক নির্দিষ্ট গভীরতা সমান ভাবে চাপদেই । সে গভীরতা যুক্তি স্থানকে প্রতিবিধান তল বলে।

20. প্রতিবিধান তল এর প্রবক্তা কে?

উত্তর:-প্রতিবিধান তল এর প্রবক্তা জে এইচ প্রাট

21. নভাম অর্গানাম বইটির লেখক কে?

উত্তর:- নভাম অর্গানাম বইটির লেখক স্যার ফ্রান্সিস বেকন।

22. প্যানজিয়া কাকে বলে?

উত্তর:- প্রাচীনকালে মহাদেশ গুলি একত্রে অবস্থান করতো বলে তাকে প্যানজিয়া বলা হতো ।

23. প্যানথালাসা কাকে বলে?

উত্তর:- প্রাচীনকালে প্যান জিয়ার চারিদিকে বিস্তৃত জল ভাগকে প্যানথালাসা বলে

24. লোরেসিয়া কি ?

উত্তর:- প্যান জিয়ার উত্তর অংশ লোরেসিয়া নামে পরিচিত।

25. আলফ্রেড ওয়েগনার কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর:- আলফ্রেড ওয়েগনার জার্মানির বার্লিন শহরে 1880 খ্রিস্টাব্দে।

26.  সিলুরিয়ান যুগে নিরক্ষীয় রেখার অবস্থান কোথায় ছিল?

উত্তর:-নরওয়ে ও সুইডেন এর ওপর ।

27. কার্বনিফেরাস যুগ এ নিরক্ষরেখার অবস্থান কোথায় ছিল?

উত্তর:- ইংল্যান্ডের লন্ডন শহরের ওপর ।

28. টারশিয়ারি যুগে নিরক্ষরেখার অবস্থান কোথায় ছিল?

উত্তর:- টারশিয়ারি যুগে নিরক্ষরেখার অবস্থান আন্দিজ পর্বতের অপর ।

29. পাত কাকে বলে?

উত্তর:- পৃথিবীর মহাদেশ ও মহাসাগর গুলি কঠিন খন্ড হিসেবে অ্যাস্থেনোস্ফিয়ার এর উপর ভাসমান। এই ভাসোমান অংশগুলি কে পাত বলে

30. পাত তত্ত্বের প্রকৃত জনক কাকে বলা হয়?

উত্তর:- পাত তত্ত্বের প্রকৃত জনক পিচকে বলা হয় ।

31. পরিচলন স্রোত মতবাদের প্রবক্তা কে?

উত্তর:- পরিচলন স্রোত মতবাদের  প্রবক্তা আর্থার হোমস ।

32. অপসারী চলন কাকে বলে?

উত্তর:-পৃথিবীর পাত গুলি যখন পরস্পর থেকে দূরে সরে যায় তাকে অপসারী চলন বলে।

33. অভিসারী চলন কাকে বলে?

উত্তর:- পৃথিবীর যে পাতাগুলি পরস্পরের দিকে এগিয়ে আসে তাকে অভিসারী চলন বলে

34. পাতের চলন কয় প্রকার ও কি কি?

উত্তর:- পাতের চলন তিন প্রকার । ১. অপসারী ২. অভিসারী ৩. নিরপেক্ষ চলন ।

35. নিরপেক্ষ চলন কাকে বলে?

উত্তর:- যখন পাত গুলি চলার সময় পরস্পরের পাশাপাশি বা সমান্তরালে সঞ্চালিত হয় এবং তার ফলে দীর্ঘকার আগনিয় গিরিসৃষ্টি হয় তাকে নিরপেক্ষ চলন  বলে ।

36.  ত্রিমুখী পাত সীমান্ত কাকে বলে?

উত্তর:-যে সীমান্ত অঞ্চলে তিনটি পাত একত্রে মিলিত হয় তাকে ত্রিমুখী পাত সীমান্ত বলে ।

37. বেনি অফ মন্ডল কাকে বলে?

উত্তর:- পাত সংস্থান তত্ত্ব মতবাদ অনুযায়ী কোন বিনাশকারী পাত সীমান্ত বরাবর কোন ভারী মহাসাগরীয় পাত যখন অপেক্ষাকৃত হালকা মহাদেশীয় পাত বরাবর ঢালু হয়ে নমনীয় মন্ডল এ প্রবেশ করেন যে কোন সৃষ্টি করে তাকে বেনি অফ মন্ডল বলে ।

38. সুচার লাইন কাকে বলে?

উত্তর:- যে রেখা বরাবর পরস্পরের দিকে অগ্রসরমান দুটি অভিসারী পাত এর মধ্যে প্রথম সংঘর্ষ হয় তাকে সুচার লাইন

39. সিন্ধু সীবন রেখা কি?

উত্তর:- পর্বতমালা যুক্ত অঞ্চলে সুচার লাইন এর নিদর্শন দেখা যায় একে সিন্ধু সীবন রেখা বলে

40. ট্রান্সফর্ম চ্যুতি কি?

উত্তর:- নিরপেক্ষ পাত সীমান্ত বরাবর দুটি পাশাপাশি পরস্পরকে অতিক্রম করলে তাকে ট্রান্সফর্ম চ্যুতি বলে

Updated: March 5, 2022 — 10:20 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Help Bangla © 2023 Frontier Theme