Help Bangla

Blogs in Bangali

বর্তমান সমাজে পঞ্চতন্ত্রম এই কাব্যের প্রাসঙ্গিকতা আলোচনা করো

বর্তমান সমাজে পঞ্চতন্ত্রম এই কাব্যের প্রাসঙ্গিকতা আলোচনা করো

বর্তমান সমাজে পঞ্চতন্ত্রম কাব্য 

সংস্কৃত গল্পসাহিত্যস্য ইতিহাসে প্রাচীনতমঃ গল্পগ্রন্থঃ পঞ্চতন্ত্রম্ । দক্ষিণভারতীয়ঃ কবিঃ বিয়ুশর্মা অস্য গ্রন্থস্য প্রণেতা। দাক্ষিণাত্যস্য মহিলারোপ্য ইতি নগরস্য রাজা আসীৎ অমরসিংহঃ। তস্য চ রাজ্ঞঃ মূর্খ পুত্রাণাং বিদ্যাশিক্ষার্থং নীতিশিক্ষার্থং চ বিঘ্নশনণা পঞ্চতন্ত্রং বিরচিতম্।

সকলার্থশাস্ত্রসারং জগতি সমালোক্য বিষ্ণুশমেদম্। তন্ত্রেঃ পঞ্চভিরেতচ্চকার সুমনোহরং কাব্যম্।।

সর্বাণি অর্থশাস্ত্রাণি কামশাস্ত্রাণি নীতিশাস্ত্রাণি সাহিত্যানি চ পর্যালোচ্য কবিঃ বিষ্ণুশর্মা বিশ্বস্য প্রাচীনতমং গল্পসাহিত্যং পঞ্চতন্ত্রং বিরচিতবান্।

গ্রন্থেহস্মিন্ পঞ্চ অধ্যায়াঃ সন্তিঃ। অধ্যায়াঃ অত্র ‘তন্ত্রম্’ ইতি নাম্না অভিহিতাঃ । এতানি পঞ্চতন্ত্রাণি যথা- মিত্রভেদ-মিত্রপ্রাপ্তি-কাকোলূকীয় লম্বপ্রণাশ অপরীক্ষিতকারকানি।

পঞ্চতন্ত্রগ্রন্থস্য তন্ত্রপকে সাকুল্যেন ৭৪ সংখ্যকানি গল্পানি সস্তি। সরলসংস্কৃত ভাষয়া শিশুপাঠ্যরূপেণ পঞ্চতন্ত্রস্য গল্পানি বিরচিতানি। শিশুচিত্তম্ আকর্ষয়িতুং গল্পে পশুপক্ষিণঃ চরিত্ররূপেণ চিত্রিতাঃ। সর্বোং চ গল্পানাং পরিণতৌ কস্যচিৎ নীতিবাক্যস্য সংযোজনং কবিনা কৃতম্ ।

পঞ্চতন্ত্রং বিশ্বসাহিত্যে সর্বাপেক্ষতঃ বহুলপ্রচারিতঃ গল্পগ্রন্থঃ । সমগ্রে বিশ্বে দ্বিশতাধিকাসু ভাষাসু পঞ্চতন্ত্রস্য সংস্করণং প্রকাশিতম্। পাশ্চাত্যস্য ‘বাইবেল’ ইতি গ্রন্থাৎ পরং পঞ্চতন্ত্রমের সর্বধিকঃ প্রচারিতঃ গল্পগ্রন্থঃ। পঞ্চতন্ত্রস্য মূলগ্রন্থঃ অধুনা কালকবলিতঃ। পঞ্চতন্ত্রম্ অবলম্ব্য পরর্তীকালে রচিতেষু গ্রন্থেষু পঞ্চতন্ত্রকথা সমুপলভ্যতে। তেষু চ গ্রন্থেষু ‘তন্ত্রাখ্যায়িকা’, ‘পাখ্যানকম্’, ‘হিতোপদেশঃ’নামকাঃ

গ্রন্থাঃ অন্যতমাঃ।পঞ্চতন্ত্রম্

সংস্কৃত গল্প সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম গল্পগ্রন্থ পণতন্ত্র। দক্ষিণ ভারতীয় কবি বিষ্ণুশর্মা এই গ্রন্থের রচয়িতা। দাক্ষিণাত্যের মহিলারোপ্য নগরীর রাজা ছিলেন অমরসিংহ। অমরসিংহের মূর্খ পুত্রদের বিদ্যাশিক্ষা ও নীতিশিক্ষা জন্য বিষ্ণুশর্মা পঞ্চতন্ত্র রচনা করেন—সকলার্থশাস্ত্রসারং জগতি সমালোক্য বিষ্ণুশমেদম্। তন্ত্রেঃ পঙ্গুভিরেতচ্চকার সুমনোহরং কাব্যম্ সকল অর্থশাস্ত্র, কামশাস্ত্র, নীতিশাস্ত্র, সাহিত্যশাস্ত্র প্রভৃতি পর্যালোচনা করে কবি বিঘ্নশর্ম বিশ্বের প্রাচীনতম গল্পগ্রন্থ পঞ্চতন্ত্র রচনা করেন।

এই গ্রন্থে পাঁচটি অধ্যায় রয়েছে। অধ্যায় গুলি ‘তন্ত্র’ নামে অভিহিত। এই পাঁচটি তন্ত্র হল – মিত্রভেদ, মিত্রপ্রাপ্তি, কাকোলুকীয়, লব্ধপ্রণাশ ও অপরীক্ষিতকারক। পঞ্চতন্ত্রে পাঁচটি অধ্যায়ে সর্বমোট ৭৪ টি গল্প রয়েছে। সরল সংস্কৃতে শিশুপাঠ্যের উপযোগী করে পস্তুতন্ত্রের গল্পগুলি রচিত। শিশুমনের আকর্ষণের জন্য গল্পগুলিতে পশু পক্ষীদের গল্পের চরিত্ররূপে চিত্রিত করা হয়েছে। প্রতিটি গল্পের শেষে কবি একটি করে নীতি-উপদেশেরও সংযোজন করেছেন।

পঞ্চতন্ত্র বিশ্বের সর্বাপেক্ষা বহুল প্রচারিত গল্পগ্রন্থ। বিশ্বের প্রায় দুই শতাধিক ভাষায় পঞ্চতন্ত্র অনূদিত। বাইবেলের পর পণ্যতন্ত্রই সর্বাধিক প্রচারিত গ্রন্থ। মূলপাতন্ত্র বর্তমানে পাওয়া যায় না। তবে পরবর্তীকালে রচিত ‘তন্ত্রাখ্যায়িকা’, ‘প্যাখ্যানক’, ‘হিতোপদেশ’ প্রভৃতি গ্রন্থে পঞ্চতন্ত্রের কাহিনী গ্রথিত রয়েছে।

Updated: July 22, 2022 — 6:01 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Help Bangla © 2023 Frontier Theme