বাংলা আবাস যোজনা (Bangla Awas Yojana) প্রকল্প 2022 | বাংলা আবাস যোজনা প্রকল্প থেকে কত টাকা পাওয়া যাবে | বাংলা আবাস যোজনা প্রকল্প আবেদন করার উপায়

প্রিয় পাঠক গণ আজ আমি আপনাদের জন্য বাংলা আবাস যোজনা সম্পর্ক বলবো। আজকে আমি বলবো কিভাবে আবাস যোজনার জন্য আবেদন করতে হয় , কত টাকা পাওয়া যাবে , কিভাবে আবেদন করতে হবে, আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে , কারা এই আবাস যোজনা প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। সমস্ত কিছু আজ আমি এই পোস্টের মাধ্যমে বলবো । তাহলে বেশি দেরি করে লাভ নেই । 

বাংলা আবাস যোজনা প্রকল্প (Bangla Awas Yojana) থেকে কতো টাকা পাওয়া যাবে ?

বাংলা আবাস যোজনায় তিনটি কিস্তিতে মোট ১,২০,০০০ টাকা দেওয়া হয়। প্রথম কিস্তিতে ৪৫,০০০ টাকা, দ্বিতীয় কিস্তিতেও ৪৫,০০০ টাকা এবং তৃতীয় কিস্তিতে ৩০,০০০ হাজার টাকা বাড়ি বানানোর জন্য দেওয়া হয়। এই টাকা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়। আপনাদের আরও একটা কথা বলে রাখি যদি আপনি ভাবেন বাড়ি না করেই টাকা নিয়ে নেবো তাহলে কিন্তু আপনার চিন্তা পাল্টাতে হবে কারণ প্রথম কিস্তির টাকা যখন পাবেন সেই টাকায় কি করলেন কত বাড়ি করলেন সেগুলো অফিস থেকে লোকেরা আসবে এবং ফটো তুলে নিয়ে যাবে। এইভাবে দ্বিতীয় কিস্তির সময় ও ঠিক এরকম ভাবে আপনার বাড়ি কত দুর হলো তার ফটো নিয়ে যাবে । তাই আপনাদের বাড়ি করার জন্য টাকা দিয়ে বাড়ি করতে হবে সেই টাকায় অন্য কিছু করলে হবে না। 

বাংলা আবাস যোজনা প্রকল্পে কারা আবেদন করতে পারবেন?

(১) পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
(২) পরিবারের বার্ষিক আয় দরিদ্রসীমার নীচে থাকতে হবে।
(৩) বিপিএল ক্যাটাগরির হতে হবে।
(৪) যাদের পাকা বাড়ি নেই তারাই এই প্রকল্পে আবেদনের যোগ্য।

বাংলা আবাস যোজনা  প্রকল্পে আবেদন করতে কী কী লাগবে?

(১) পাসপোর্ট সাইজ ছবি।
(২) রেশন কার্ডের জেরক্স।
(৩) আধার কার্ডের জেরক্স।
(৪) BPL কার্ড ।
(৫) ইনকাম সার্টিফিকেট।
(৬) ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের জেরক্স। 

বাংলা আবাস যোজনা প্রকল্প কীভাবে আবেদন করতে হয়

এই প্রকল্পে আবেদন করতে হলে আপনাকে স্থানীয় পঞ্চায়েত অফিসে গিয়ে আবেদনের জন্য একটি ফর্ম নিতে হবে। সেটি ভালো করে ফিল আপ করে তার সাথে উপরোক্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে জমা করতে হবে। আবেদনের কিছুদিন পরে এই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সরকারি অধিকারিকরা আপনার সমস্ত নথি যাচাই করে সত্য বলে মনে করলে আপনার নাম বাংলা আবাস যোজনায় নথিভুক্ত করা হবে।

Leave a Comment