Help Bangla

Blogs in Bangali

বাতিকার হসপিটালে পাওয়া গেলো শ্রাবণী মন্ডল এর মৃতদেহ । বাতিকার স্বাস্থ্য কেন্দ্রে পাওয়া গেলো মৃতদেহ

 

শ্রাবণী মন্ডল  এর মৃতদেহ পাওয়া গেলো বাতিকার হসপিটালে ।। বাতিকার স্বাস্থ্য কেন্দ্রে পাওয়া গেলো মৃতদেহ

শ্রাবণী মন্ডলের খুন হাওয়ার খবর 

নিজস্ব সংবাদদাতা ,

রামপুর হাটের ঘটনার পর এইবার আবার সেই রকমই এক ঘটনা ঘটলো বাতিকার হাসপাতালে ।

খুন করা হলো শ্রাবণী মন্ডল নামের এক হাসপাতালের কর্মচারীকে ।

বাতিকার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাওয়া গেলো শ্রাবণী মন্ডল এর মৃতদেহ

এই ঘটনা টি ঘটেছে বীরভূম জেলার অন্তর্গত পারুই থানার বাতিকার/খুস্টিগীরি গ্রামের বাতিকার হাসপাতালে । আজ বুধবার 23/03/2022 বাতিকর স্কুলে covid এর টীকা দেয়ার কাজ চলছিল । আর এই শ্রাবণী মন্ডল ভ্যাকসিন নিয়ে আসার এর কাজ  করে । আর সেই সূত্রেই এসেছিলো বাতিকার স্কুল । তার মৃতদেহ পাওয়া যায়  বাটিকার হসপিটালে ।আর তার মৃত দেহ উদ্ধার করে পরুই থানার পুলিশ হয়  ।

শ্রাবণী মন্ডল এর ভাইয়ের কাছ থেকে জানা যায় তাদের বাড়ি হচ্ছে জয়দেব এর কোন এক গ্রামে ।আর তিনি বলেন যে তাকে ফোন করলে তার ফোন বন্ধ ছিল  । তার জন্য তারা চিন্তিত হয় ।এবং যখন দেখে বিকাল 4 টা বেজে যায় তখনও শ্রাবণী মন্ডল বাড়ি ফিরেনি । তাই শ্রাবণী মন্ডল এর ভাই ও আর একজন তাকে খুঁজতে বের হয় ।

তারা অনেক জায়গায় গিয়ে দেখে কিন্তু তার খোঁজ পাইনা । তারপর তার ভাই আসে বাতিকার হসপিটালে । সেখানে চারিদিক এর মানুষ কে জিজ্ঞেস করে এবং তারপর সে হসপিটালে প্রবেশ করে ।সেখানে তিনি তার দিদির স্কুটিটা দেখতে পাই তখন তার মনে একটু সন্দেহ জাগে ।তাই সে হসপিটালের প্রধান দরজার দিকে যাই এবং সে দেখে সেই দরজা বন্ধ  । 

তার মনে আরও সন্দেহ বেড়ে যায় এবং হসপিটাল এর প্রধান  দরজার তালা ভেঙে তার ভাই এবং কয়েক জন প্রবেশ করে। শ্রাবণী মন্ডল যে রুমে কাজ করতো সেই রুমে তার ব্যাগ পড়ে থাকতে দেখা যায় এবং হসপিটালের যেই রুমে বা কক্ষে কভিড এর টীকা দেয়া হয় সেই রুমে পাওয়া যায় শ্রাবণীর মৃতদেহ । মৃতদেহ দেখে মনে হচ্ছে তাকে তার ওড়না দিয়েই গলা তে লাগিয়ে মারা হয়েছে ।

তার ভাইয়ের অনেক অভিযোগ রয়েছে  । তিনি বলেন যখন তিনি বা হসপিটালে পৌঁছান তখন এবং হসপিটালের যে রুমে তার দিদি কাজ করতো সেই রুমের একটা জানলা খুলে দেখে কমপিউটার অন আছে এবং সেই রুমে পড়ে আছে তার দিদির ব্যাগ ও জুতো । তারপর তিনি  একজন হসপিটালের একজন স্টাফ এর কাছে চাবি নেন কিন্তু সেই স্টাফ তার সাথে আসেনি । খুষ্টিগিরীর কিছু ছেলে তার সাথে হসপিটালে প্রবেশ করে । এবং তার দিদি কে মৃত অবস্থায় দেখতে পাই । তার ভাই বলে এটা একটা মার্ডার কেস । তার দাদা বলে এই হসপিটালের সকল স্টাফ এর ওপর তার সন্দেহ আছে । আর অপরাধী যেনো ফাঁসির শাস্তি দেয়া হয় ।

কে তার খুন করেছে বা কেনো করেছে তার খবর এখনও পাওয়া যায়নি । তাই এখন আসে পাশের এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ।

আজ আমি একটাই কথা বলতে চাই যে মানুষ কত নিচে নামতে পারে । একটা মেয়েকে এইরকম করে মারার ঘটনা শুধু কোনো সিনেমা বা সিরিজ হয় । এখন কার যুগ এমন একটা পর্যায়ে চলে এসেছে যেখানে কোনো মেয়েই সুরক্ষিত নয় ।  তাদেরকে সুরক্ষিত করার জন্য একটা আমাদের কিছু করতে হবে । নাহলে আজ শ্রাবণী  মুর্মুর এইরকম মৃত্যু হয়েছে কাল হাজার হাজার মেয়ের এইরকম মৃত্যু হবে । তাই আমাদের একজোট হয়ে থাকতে হবে ।করো সাথে যেনো আর এমন না হয় তার জন্য আমাদের মনোভাব কে পাল্টাতে হবে । 

Updated: March 26, 2022 — 9:25 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Help Bangla © 2023 Frontier Theme