ভারতের উপজাতিদের সমস্যা সম্পর্কে একটি টাকা লেখ

ভারতের উপজাতিদের সমস্যা সম্পর্কে একটি টাকা লেখ

ভারতীয় সংবিধানে তপশিলি উপজাতি রসে ভাবে কোনো সংজ্ঞা দেওয়া নেই । ডিম রাও রামজী আম্বেদকর আদিবাসী বলতে বুঝিয়েছেন যারা সমাজে unprivileged

ভারতের সংবিধানের ৩৬৬ (২৫) নং ধারায় বলা হয়েছে।

সেই উপজাতি গোষ্ঠী ( Tribe) যা ভারতের রাষ্ট্রপতি

৩৪২ (১) নং ধারা বলে Public Notification দিয়ে নির্দিষ্টকরণ করেন এবং সংবিধানে ‘Scheduled Tribe”

হিসাবে বিবেচিত হয়। তপশিলি উপজাতি বলতে বলা হয়েছে-

• যাদের আদিমতার লক্ষণ গুলি আছে।

নির্দিষ্ট সংস্কৃতির অধিকারী হবে। ভৌগোলিক দিক থেকে বিচ্ছিন্ন।

অন্যান্য সম্প্রদায়ের থেকে বিচ্ছিন্ন।

সমাজতত্ববিদ D.N.Majumder অভিমত অনুসারে উপজাতি বলতে

• একগুচ্ছ পরিবার যাদের একটি সাধারণ নাম আছে, • একই ভৌগোলিক এলাকায় বসবাস করে

• একই ভাষায় কথা বলে,

সাথে সাথে বিবাহ ও পেশার ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা থাকে এবং যারা কিনা পারস্পরিক দায়বদ্ধতা মানা করে।

• মিশ্র (২০০২) সালে তপশিলি উপজাতি বলতে তাদের গন্য করেছেন-

আরোও পড়ুন _ ধর্মীয় গোষ্ঠীর সামাজিক ভূমিকা ব্যাখ্যা কর

যারা নিজেদের ভূমিপুত্র মনে করেন • সাধারণত পার্বত্য বা জঙ্গলে বাস করে

• অধিকাংশই দারিদ্রসীমার নীচে বাস করে শ্রদ্ধাশীল

ধর্ম ও নিজস্ব সংস্কৃতির প্রতি অত্যন্ত তীব্র দলগত ঐক্য ও সাধারণত পূর্বপুরুষদের বিশ্বাসের অনুগামী।

পৃথিবীর বিভিন্ন দেশে বহু উপজাতি বসবাস করেন।

যারা মানব গোষ্ঠীর মূল চোড় থেকে বিচ্ছিন্ন।

আরোও পড়ুন ‘ নবম শ্রেণী ধীবর বৃত্তান্ত (কালিদাস) গল্প প্রশ্নোত্তর ২০২২ |দ্বিতীয় অধ্যায় নবম শ্রেণী ধীবর বৃত্তান্ত গল্প সাজেশন ২০২২ 

ভারতের কিছু উপজাতি আছেন যাদের মধ্যে উল্লেখযোগ্য হলো নাগা, ভিল, মনিগা, টোডা, সাঁওতাল, মুণ্ডা, গারো, আসি, কোন, জারোয়া (আন্দামান বাসী, যারা লোকালয় থেকে দূরে থাকতে চায়)

নিকোবর দ্বীপের নিকোবরী উপজাতি ও সেরা, সেন্টিনারিজ ইত্যাদি।

পশ্চিমবঙ্গের উপজাতি গোষ্ঠীভুক্ত যারা আছেন

তারা- বেদিয়া, ভূমিজ, লোহারা, বিরহোর, সাঁওভাল, কোন, বিরজিয়া, মাহালি, ভুটিয়া,

শেরপা, তিব্বতি চাকমা, তামাং, কোরা, সোধা, খড়িয়া

ইত্যাদি ইত্যাদি ৪০ ধরণের গোষ্ঠী রয়েছে।

উপরিউক্ত আলোচনা থেকে ভারতীয় উপজাতি

সমাজের মূল সমস্যা গুলি তাদের অবস্থান ভৌগোলিক অবস্থান নানা কারণের মধ্যে

উল্লেখযোগ্য হলো-

• ভৌগোলিক সীমানা পৃথকীকরণের সমস্যা

• অর্থনৈতিক সমস্য • সামাজিক সমস্যা

• সাংস্কৃতিক সমস্য • শিক্ষার সমস্যা

• স্বাগত স

তপশিলি উপজাতিদের মধ্যে নানারকম বিশৃঙ্খলার

কারণ রয়েছে, যেগুলো চিহ্নিত করা গেছে • সরকারী অক্ষমতা

• উপজাতি উন্নয়নের সংস্থাগুলোর অবজ্ঞা ও অবহেলা • বেঠিক জঙ্গলনীতি

উপজাতিদের জমি হস্তান্তরিত হয়ে অ-উপজাতিদের হাতে যাচ্ছে

• রাজনৈতিক সদিচ্ছার অভাব

• উপজাতি দের নেতৃত্বের অভাব

আদিবাসী জনগোষ্ঠীর শোষণ ও সামাজিক বৈষম্য

দূর করতে এবং শিক্ষাগত ও অর্থনৈতিক মানোন্নয়ন করতে ভারতীয় সংবিধানে কতকগুলি ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tribal Sub Plan গঠন করা হয়েছে পঞ্চম পক্ষ বার্ষিকী পরিকল্পনা য়। এই রণকৌশলের লক্ষ্য

হলো বিভিন্ন রাজা ও কেন্দ্রশাসিত অঞ্চলের অন সংখ্যার আনুপাতিক হারে TSP অর্থ

বরাদ্দ সুনিশ্চিত করা। তাছাড়া ও উপজাতি বিষয়ক মন্ত্রক বেশ কয়েকটি প্রকল্প ও কর্মসূচি রুপায়ন করছে।

Leave a Comment