ভৌত বিজ্ঞান রাসায়নিক গণনা তৃতীয় অধ্যায় দশম শ্রেণী সাজেশন 2023
তৃতীয় অধ্যায় : রাসায়নিক গণনা
দশম শ্রেণী ভৌতবিজ্ঞান তৃতীয় অধ্যায় অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন
1. ভর ও শক্তির নিত্যতা সূত্রটি কী?
উত্তর : ভর ও শক্তির নিত্যতা সূত্র অনুসারে, কোনো পরিবর্তনের পূর্বে ও পরে ভর ও শক্তির মোট পরিমাণ সর্বদা একই হয়।
2. রাসায়নিক বিক্রিয়ায় ‘ভরের সংরক্ষণ’ বলতে কী বোঝ ?
3. ভরের নিত্যতা সূত্রের পরিবর্তে ভর ও শক্তির নিত্যতা সূত্রটি কখন প্রযোজ্য হয়?
উত্তর : উচ্চশক্তির বিক্রিয়ায় ভরের নিত্যতা সূত্রের পরিবর্তে ভর ও শক্তির নিত্যতা সূত্রটি প্রযোজ্য হয়।
আরোও পড়ুন ”- একাদশ শ্রেণী দর্শন অধ্যায় ভিত্তিক সাজেশন 2022
4. সাধারণ রাসায়নিক বিক্রিয়ায় তাপের শোষণ বা উদ্ভব হলেও ভরের হ্রাস বা বৃদ্ধি বোঝা যায় না কেন?
উত্তর : সাধারণ রাসায়নিক বিক্রিয়াতে তাপের শোষণ বা উদ্ভবের ফলে যে পরিমাণ ভরের বৃদ্ধি বা হ্রাস ঘটে, তা এতই নগণ্য যে অতি সুবেদী তুলাযন্ত্রেও সেটি ধরা পড়ে না।
5. E = mc2 সমীকরণটি দ্বারা কী বোঝানো হয়?
উত্তর : m পরিমাণ ভরকে সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তরিত করার ফলে E পরিমাণ শক্তি উৎপন্ন হলে E = mc2 যেখানে c = শূন্য মাধ্যমে আলোর গতিবেগ।
6. 16 গ্যাসের প্রমাণ ঘনত্ব কাকে বলে?
উত্তর : প্রমাণ চাপ ও উয়তায় (STP-তে) 1 লিটার কোনো গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে গ্যাসটির প্রমাণ ঘনত্ব বলে।
7 .গ্যাসের আপেক্ষিক ঘনত্ব বা বাষ্পঘনত্ব কাকে বলে?
উত্তর: সমচাপ ও উন্নতায় কোনো গ্যাসের ভর সম-আয়তন হাইড্রোজেন গ্যাসের ভরের তুলনায় যতগুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাটিকে হাইড্রোজেন গ্যাসের পরিপ্রেক্ষিতে ওই গ্যাসের আপেক্ষিক ঘনত্ব বা বাষ্পঘনত্ব বলে।
8 .SO2 গ্যাসের বাষ্পঘনত্ব সাধারণ বায়ুচাপে ও 25°C উন্নতায় 32 হলে একই বায়ুচাপে ও 50°C উন্নতায় SO2 এর বাষ্পঘনত্ব কত হবে?
উত্তর : বাষ্পঘনত্ব, চাপ ও উয়তার ওপর নির্ভরশীল নয় বলে 50°C উন্নতাতেও SO2 গ্যাসের বাষ্পঘনত্ব 32 হবে।
9.বায়ুর গড় বাষ্পঘনত্ব 14.4 হলে উপাদান গ্যাসগুলির গড় আণবিক গুরুত্ব কত?
উত্তর: বায়ুর গড় বাষ্পঘনত্ব 14.4 হলে বায়ুর উপাদান গ্যাসগুলির গড় আণবিক গুরুত্ব হবে (2 x 14.4) = 28.8
10 .কোনো গ্যাস বায়ুর চেয়ে ভারী কি না কীভাবে বুঝবে?
উত্তর : কোনো গ্যাসের বাষ্পঘনত্ব যদি বায়ুর বাষ্পঘনত্ব (144) অপেক্ষা বেশি হয় তবে গ্যাসটি বায়ুর চেয়ে ভারী।
11. ক্লোরিন গ্যাসের বাষ্পঘনত্ব 35.51 গ্যাসটিকে পাত্রে সংগ্রহ করার সময় বায়ুর কী ধরনের অপসারণ ঘটবে ?
উত্তর : ক্লোরিনের বাষ্পঘনত্ব (355) বায়ুর গড় বাষ্পঘনত্বের (144) চেয়ে বেশি। সুতরাং, ক্লোরিন গ্যাস বায়ুর তুলনায় ভারী। তাই গ্যাসটিকে পাত্রে সংগ্রহ করার সময় বায়ুর ঊর্ধ্বাপসারণ ঘটবে।
12. 12g কার্বন থেকে 44g কার্বন ডাইঅক্সাইড পাওয়ার জন্য ন্যূনতম কত পরিমাণ অক্সিজেন প্রয়োজন?
উত্তর :এক্ষেত্রে ন্যূনতম 32g অক্সিজেন প্রয়োজন হবে।
13 .4 মোল জল উৎপন্ন করতে কত মোল H2 ও কত মোল O2 বিক্রিয়া করবে?
উত্তর : 4 মোল জল উৎপন্ন করতে 4 মোল H2ও 2 মোল O2 বিক্রিয়া করবে।
দশম শ্রেণী তৃতীয় অধ্যায় :রাসায়নিক গণনা
দশম শ্রেণী ভৌতবিজ্ঞান তৃতীয় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন
● একটি লোহার খণ্ডকে আর্দ্র বায়ুতে রাখলে তার স্তর বেড়ে যায়—এক্ষেত্রে ভরের সংরক্ষণ ঘটছে কি?
উত্তর :লোহার খণ্ডের ভর মেপে আর্দ্র আবহাওয়ার মধ্যে কয়েকদিন ফেলে রাখলে দেখা যাবে লোহার গায়ে মরচের আস্তরণ পড়েছে। এই মরচেযুক্ত লোহার খণ্ডের ভর প্রাথমিক ভরের চেয়ে বেশি হয়। লোহার সঙ্গে বাতাসের O, এবং জলীয় বাষ্প যুক্ত হয়ে মরচে, অর্থাৎ সোদক ফেরিক অক্সাইড (Fe2O, xH2O) উৎপন্ন করে। এক্ষেত্রে, লোহার ভর সংযুক্ত অক্সিজেনের ভর + জলীয় বাষ্প (আর্দ্র বায়ুতে উপস্থিত) এর ভর = মরচেযুক্ত লোহার ভর। অর্থাৎ, এই বিক্রিয়াতে ভরের সংরক্ষণ হয়।
●মোমবাতির দহনের ফলে তার ভর হ্রাস পায়— এক্ষেত্রে ভরের সংরক্ষণ ঘটছে কি?
● একটি ম্যাগনেশিয়াম ফিতাকে অক্সিজেন গ্যাসের মধ্যে পোড়ালে যে ছাই উৎপন্ন হয় তার ভর ম্যাগনেশিয়াম ফিতার ভরের থেকে বেশি হয়। এক্ষেত্রে ভরের সংরক্ষণ সূত্রটি লঙ্ঘিত হয় কিনা ব্যাখ্যা করো।
উত্তর : প্রকৃতপক্ষে দহনের সময় ম্যাগনেশিয়াম বায়ুর অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে ম্যাগনেশিয়াম অক্সাইড (MgO) উৎপন্ন করে। অক্সিজেনের ভর যুক্ত হওয়ায় ছাইয়ের ভর বৃদ্ধি পায়। ম্যাগনেশিয়াম ফিতার ভর ম্যাগনেশিয়ামের সাথে যুক্ত + অক্সিজেনের ভর = উৎপন্ন ছাইয়ের ভর। সুতরাং, বিক্রিয়ার আগে ও পরে মোট ভর সমান থাকে অর্থাৎ ভরের সংরক্ষণ সূত্র লঙ্ঘিত
• অ্যাসিডমিশ্রিত জলের তড়িৎবিশ্লেষণের ফলে ভরের সংরক্ষণ সূত্র লঙ্ঘিত হয় কিনা ব্যাখ্যা করো।
উত্তর : অ্যাসিডমিশ্রিত জলের তড়িবিশ্লেষণের ফলে জল বিশ্লিষ্ট হয়ে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। তড়িবিশ্লেষণ প্রক্রিয়াটি যদি একটি বন্ধ ফ্লাস্কে করা হয় তবে দেখা যাবে তড়িবিশ্লেষণের আগে এবং পরে ভরের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ, অ্যাসিডমিশ্রিত জলের ভর = অবশিষ্ট জলের ভর Sea H ও Of এর মোট ভর। সুতরাং, অ্যাসিডমিশ্রিত জলের তড়িদবিশ্লেষণের সময় ভরের সংরক্ষণ সূত্র লঙ্ঘিত হয় না।
• বীজ থেকে উৎপন্ন চারাগাছ কালক্রমে বিরাট বৃক্ষে পরিণত হয়—এক্ষেত্রে কীভাবে ভরের সংরক্ষণ হয়?
উত্তর :বীজ থেকে বিরাট বৃক্ষে পরিণত হওয়ার প্রক্রিয়া চলাকালীন গাছটি মাটি থেকে শিকড়ের সাহায্যে জল ও বিভিন্ন খাদ্য উপাদান গ্রহণ করে এবং পাতার সাহায্যে বায়ু থেকে CO2 নিয়ে বায়ুতে O2 ত্যাগ করে। এই প্রক্রিয়ায় গাছটির দ্বারা গৃহীত পদার্থের নিট ভর (গৃহীত পদার্থের মোট ভর থেকে বর্জিত পদার্থের মোট ভরের বিয়োগফল) গণনা করা সম্ভব হলে দেখা যাবে যে, এই ভরের সঙ্গে বীজের ভর যোগ করলে বৃক্ষটির মোট ভর পাওয়া যাবে। অতএব, এক্ষেত্রে ভরের সংরক্ষণ হয়।
• উচ্চশক্তি বিক্রিয়ায় ভরের সংরক্ষণ হয় না—ব্যাখ্যা করো।
উত্তর : উচ্চশক্তির বিক্রিয়ায় (যেমন—নিউক্লিয় বিক্রিয়ায়) ভর শক্তিতে রূপান্তরিত হওয়ার ফলে বিপুল পরিমাণ শক্তির উদ্ভব হয়। ভর থেকে উৎপন্ন শক্তির পরিমাণ, আইনস্টাইনের E = mc2 সমীকরণ থেকে নির্ণয় করা যায়। তাই বলা যায় যে, উচ্চশক্তির বিক্রিয়ায় ভরের সংরক্ষণ হয় না। ভর ও শক্তির মোট মিলিত পরিমাণ যে-কোনো উচ্চশক্তির বিক্রিয়ার আগে ও পরে সর্বদা সমান থাকে।
• আইনস্টাইনের ভর ও শক্তির তুল্যতা সূত্রটি বিবৃত করো। (T)
উত্তর : বিজ্ঞানী আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ তত্ত্বানুসারে পদার্থের ভর এবং শক্তি হল একই সত্তার ভিন্নরূপ এবং উপযুক্ত শর্তে এরা পরস্পর রূপান্তরযোগ্য। যদি পদার্থের m ভর, তুল্য পরিমাণ শক্তি E-তে রূপান্তরিত হয় তাহলে ভর ও শক্তির পারস্পরিক রূপান্তর সম্পর্কিত সমীকরণ হবে— E = mc2, যেখানে c হল শূন্য মাধ্যমে আলোর গতিবেগ।
• 1 গ্রাম ভরকে সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তরিত করলে E = mc2 সূত্রানুসারে কী পরিমাণ শক্তি পাওয়া যাবে?
উত্তর: ভর ও শক্তির তুল্যতা প্রকাশক সমীকরণটি হল E = mc2 যেখানে, E = শক্তি, m = ভর = 1 g এবং c = শূন্যমাধ্যমে আলোর বেগ = 3x1010cms-1 :: E = 1 x ( 3 x 1010) 2 আর্গ = 9 × 1020 আর্গ = 2.14 x 1013 ক্যালোরি।
[ :: 4.2 × 107 আর্গ = 1 ক্যালোরি ]
• গ্যাসের বাষ্পঘনত্ব এককবিহীন রাশি কেন?
উত্তর : কোনো গ্যাসের বাষ্পঘনত্ব নির্দিষ্ট উয়তা ও চাপে নির্দিষ্ট আয়তন গ্যাসের ভর সম উন্নতা ও চাপে সম-আয়তন H, গ্যাসের ভর যেহেতু বাষ্পঘনত্ব দুটি ভরের অনুপাত তাই বাষ্পঘনত্বের কোনো একক নেই।