মাদারবোর্ড কি । মাদারবোর্ড কাজ কি । মাদারবোর্ড এর বিভিন্ন অংশের পরিচিতি
মাদারবোর্ড (motherboard) কি ?
মাদারবোর্ড (motherboard) বা মেইনবোর্ড হচ্ছে কম্পিউটারে অবস্থিত একটা সার্কিট বোর্ড যাতে সিস্টেম এর প্রয়োজনীয় বিভিন্ন ডিভাইস পরস্পর সাথে সংযুক্ত থাকে এবং নতুন নির্বাহী সংযুক্ত করার ব্যবস্থা রাখে। কম্পিউটারের ভাষায় ডিভাইসগুলোকে বলা হয় পেরিফেরালস (peripherals)।প্রযুক্তির উন্নতির কারণ এই মাদারবোর্ডের এখনো সম্পূর্ণ অন্য সংজ্ঞা দেওয়া সম্ভব নয় কারণ প্রতিদিনই নতুন পেরিফেরালস মাদার্বোর্ড যুক্ত হচ্ছে।
মাদারবোর্ড কি কি দিয়ে তৈরি
মাদারবোর্ড এ কি কি থাকে
1. প্রসেসর সকেট
2. চিপসেট
3. ভোলাটাইল মেমোরি
4. Non-volatile মেমোরি
5. সিস্টেম ব্লক
6. পাওয়ার কানেক্টর
মাদারবোর্ড এর বিভিন্ন অংশের নাম
প্রসেসর সকেট:
মাদারবোর্ড প্রসেসর সকেট কি? প্রসেসর সকেট এর কাজ কি
একটি কম্পিউটারের মাদারবোর্ডের থাকা 1 টি সকেট যাতে প্রসেসর এর কোন ঝামেলা ছাড়াই বসানো যায় ও খোলা যায়। বিভিন্ন মডেলের প্রসেসর এর জন্য বিভিন্ন সকেট রয়েছে। মোটামুটি দুই ধরনের সকেটের কথা আমরা জানি। একটা হচ্ছে ZIF সকেট। আর দ্বিতীয় নম্বর হচ্ছে LGA সকেট। LGA সকেট এর পুরো কথা হচ্ছে LAND GRID ARRAY ।ZIF সকেট এর পুরো কথা হচ্ছে ZERO INSERTION FORCE । এখনকার যুগে LAND GRID ARRAY সকেট বেশি ব্যবহৃত হয়।
চিপসেট :
চিপসেট কি । চিপসেট এর কাজ কি
পেরিফেরাল প্রসেসর ও অন্যান্য ডিভাইস এর সাথে সামঞ্জস্য রক্ষা করে তাকে চিপসেট প্রসেসর বলা হয়। আধুনিক আর্কিটেকচার অনুযায়ী মাদারবোর্ড চিপকে দুটি অংশে ভাগ করা যায় ।
১. নর্থব্রিজ ২. সাউথ ব্রিজ
নর্থব্রিজ কি :
এটা মাদারবোর্ড এর হাইস্পিড ডিভাইস কে কন্ট্রোল করে। অর্থাৎ প্রসেসর, ট্রাম কে বলা হয় নর্থব্রিজ
সাউথ ব্রিজ কি ? সাউথ ব্রিজ এর কাজ কি
মাদারবোর্ডে অন্যান্য ডিভাইস যেমন বায়োস, পিসিআই বাস , স্টোরিজ ডিভাইস, এনআইসি ইত্যাদি কন্ট্রোল করে যে চিপ সেটা সাউথ ব্রিজ নামে পরিচিত।
আরোও পড়ুন “- কম্পিউটার কি । কম্পিউটার কয় প্রকার ও কি কি
ভোলাটাইল মেমোরি কি । ভোলাটাইল মেমোরি এর কাজ
ননভোলাটাইল মেমোরি কি । ননভোলাটাইল মেমোরি এর কাজ
সিস্টেম ক্লক কি ।সিস্টেম ক্লক এর কাজ কি
এক্সপেনশন স্লট কি । এক্সপেনশন স্লট এর কাজ কি
পাওয়ার কানেক্টর কি । পাওয়ার কানেক্টর এর কাজ কি
মাদারবোর্ডের পোর্ট গুলির নাম কি কি
মাদারবোর্ডের কয়েকটি পোর্ট এর নাম
1. সাটা পোর্ট
2. প্যারালাল এটিএ
3. ইউএসবি
4. সিরিয়াল পোর্ট ও প্যারালাল পোর্ট
5. পিএস/টু পোর্ট
সাটা পোর্ট কি । সাটা পোর্ট এর কাজ কি
প্যারালাল এটিএ কি । প্যারালাল এটিএ এর কাজ কি
ইউএসবি কি। ইউএসবি এর কাজ কি
সিরিয়াল পোর্ট ও প্যারালাল পোর্ট কি ।কাজ কি
সিরিয়াল পোর্ট প্যারালাল পোর্ট হচ্ছে অনেক আগেকার পোর্ট । আগে এই পোর্ট। গুলির ব্যবহার ছিল কিন্তু এখন আর সেরকম নেই। এই পোর্ট গুলি প্রিন্টার, ক্যামেরা, মডেম, ইত্যাদি পিসির সাথে কানেক্ট করতে ব্যবহার হয়।
পিএস টু পোর্ট কি । পিএস টু পোর্ট এর কাজ কি
মাদারবোর্ড সম্পর্কিত কিছু সাধারণ বিষয়
বায়োস কি ? বায়োস এর কাজ কি
বেসিক ইনপুট-আউটপুট সিস্টেম থেকে এসেছে বিআইওএস । বায়োস আসলে একটি ছোট্ট একটা মেমোরি চিপ যেখানে কম্পিউটারের জন্য প্রয়োজনীয় সকল তথ্য জমা থাকে । ভাইরাসের আসল কাজ হল মাদারবোর্ডের পাওয়ার পাওয়ার পর সাথে সাথে পোষ্টের মাধ্যমে সকল পেরিফেরাল চেক করে অপারেটিং সিস্টেম চালু করা এবং তার কার্নেলের সাথে সকল পেরিফেরাল এর সংযোগ বজায় রাখা । পোস্ট মানে হল পাওয়ার অন সেলফ টেস্ট।
ফর্ম ফ্যাক্টর কি বা কাকে বলে । ফর্ম ফ্যাক্টর এর কাজ কি
মাদারবোর্ড একটা কেসিং এর মাঝে লাগানো থাকে।
এ কারণে মাদারবোর্ড নির্মাণকারী কম্পানিকে অবশ্যই নির্দিষ্ট সাইজ এর বোর্ড তৈরি করতে হয়। নয়তো সেগুলিকে সিঙ্গা লাগানো সম্ভব হবে না। এ কারণে পিসিবি বোর্ড যে সাইডবার নিয়ম মেনে তৈরি করা হয় তাকে বলা হয় ফ্রম ফ্যাক্টর।
এএইচসিআই(AHCI) কি বা কাকে বলে।AHCI এর কাজ কি
অ্যাডভান্স হোস্ট কন্ট্রোলার ইন্টারফেস থেকেই AHCI এসেছে অনেকে বায়োস এসব দেখে থাকবেন। এটা হল সাটা ড্রাইভ কে হোটসয়াপাবল করে তোলে এবং নেটিভ কমান কিউরিং সুবিধা দিয়ে থাকে।