মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 : দশম শ্রেনী ইতিহাস প্রথম অধ্যায় সাজেশন 2023 । দশম শ্রেণী ইতিহাসের ধারণা অধ্যায় সাজেশন


মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023

প্রিয় ছাত্র ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা 2022 পরীক্ষার ফলাফল বেরোতে আর মাত্র এক থেকে দুই দিনের ব্যাপার । তারপর শুরু হবে মাধ্যমিক 2023 পরীক্ষা । তাই যারা 2023 সালে মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য আমি ইতিহাসের প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে হাজির হয়েছি । তোমাদের 2023 মাধ্যমিক পরীক্ষায় এইবার কোনো রকম সিলেবাস কমানো হবেনা । তাই তোমাদের এইবার মাধ্যমিক পরীক্ষার জন্য বেশি গুরুত্ব দিতে হবে । আজ আমি তোমাদের মানে দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য ইতিহাস সাজেশন দেবো । আজ আমি শুধু দশম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় এর সাজেশন দেবো । ইতিহাসের ধারণা অধ্যায়ের mcq সাজেশন ,saq সাজেশন এবং দুই মার্কের সাজেশন তোমাদের এই পোস্ট এর মধ্যে থাকছে । আজ আমি দশম শ্রেণীর প্রথম অধ্যায় সাজেশন 2023 দিলাম ।পরের পোস্ট দ্বিতীয় অধ্যায় সাজেশন দেবো

মাধ্যমিক ইতিহাসের ধারণা অধ্যায় সাজেশন 2023


দশম শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায় mcq সাজেশন

1. জীবনের ঝরাপাতা গ্রন্থটি লেখেন ?

উত্তর:- সরলা দেবী চৌধুরানী

2. সত্তর বৎসর আত্মজীবনী রচয়িতা কে?

উত্তর:- বিপিনচন্দ্র পাল 

3. বঙ্গদর্শন পত্রিকার আত্মপ্রকাশ কত খ্রিস্টাব্দে ঘটে ?

উত্তর:- 1872 খ্রিস্টাব্দে 

4. ভারতের বিজ্ঞান চর্চার পথিকৃৎ হলেন ?

উত্তর:- প্রফুল্ল চন্দ্র রায় 

5. ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে?

উত্তর:-  1792 খ্রিস্টাব্দে 

6. বিপিনচন্দ্র পালের আত্মজীবনী প্রকাশিত হয় কোন পত্রিকায়

উত্তর:- প্রবাসী পত্রিকা 

7. কলহনের লেখা ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ টি কি?

উত্তর:- রাজ তরঙ্গিনী 

8. নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক কে?

উত্তর:- রনজিত গুহ 

9. সরলা দেবী চৌধুরানী সম্পাদিত পত্রিকাটির নাম কি ?

উত্তর:- ভারতী 

10. সাধারণ মানুষ ও এর সামাজিক জীবন নিয়ে চর্চা শুরু হয় কত খ্রিস্টাব্দে?

উত্তর:- 1960 খ্রিস্টাব্দে 

11. সাব অল্টার্ন গোষ্ঠীর এক প্রসিদ্ধ ঐতিহাসিক কে?

উত্তর:- রনজিত গুহ

12. দাস ক্যাপিটাল গ্রন্থটি কে রচনা করেন?

উত্তর:- কাল মার্কস 

13. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম?

উত্তর:- জীবনস্মৃতি 

14. আধুনিক ভারতের ইতিহাস চর্চার গুরুত্ব উপাদান কি ?

উত্তর:- সরকারি নথিপত্র 

15. 1911 খ্রিস্টাব্দে আইএফএ শিল্ড কোন দল পাই ?

উত্তর:- মোহনবাগান 

16. বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে?

উত্তর:-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 

17. বিপিনচন্দ্র পালের আত্মকথা প্রথম কোন প্রত্রিকাই প্রকাশিত হয় ?

উত্তর:- প্রবাসী পত্রিকায় 

18. 1853 খ্রিস্টাব্দে ভারতের রেলপথ 

19. স্টরি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক কে?

উত্তর:- প্রফুল্ল চন্দ্র রায় 

20. জীবনের ঝরাপাতা গ্রন্থটি কি গ্রন্থ?

উত্তর:- আত্মজীবনীমূলক গ্রন্থ 

21. সাইন্স ইন হিস্ট্রি গ্রন্থের লেখক কে?

উত্তর:- জেভি বর্নাল

22. দিকদর্শন এর সম্পাদক কে ছিলেন ?

উত্তর:- মার্শম্যান 

23. ইউরোপ ক্রিয়া ইতিহাস কত সালে শুরু হয়?

উত্তর:- 1970 দশকে 

24. ফ্রান্সের এনাল স্কুল গঠনের সঙ্গে কে যুক্ত ছিলেন ?

উত্তর:- ফার্নান্দো বদরেল 

25. সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর:- ঈশ্বরচন্দ্র গুপ্ত 

26. ভারতের চিপকো আন্দোলন কি আন্দোলন ছিল?

27. বাংলা ভাষায় প্রকাশিত পত্রিকার নাম?

উত্তর:- দিকদর্শন 

28. সোমপ্রকাশ সাপ্তাহিক সংবাদপত্তের সম্পাদক কে ছিলেন ?

উত্তর:- দ্বারকানাথ বিদ্যাভূষণ 

30. ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি?

উত্তর:- রাজা হরিশচন্দ্র 

31. মোহনবাগান ক্লাব কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?

উত্তর:- 1889 খ্রিস্টাব্দে 

32. ভারতের প্রথম ফুটবল ক্লাবের নাম কি?

উত্তর:- ক্যালকাটা এফসি 

33. পাঞ্জাবের উট চালকদের গানকে কি বলা হত?

উত্তর:- টপ্পা   


দশম শ্রেণী ইতিহাস অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 2023


1. নবান্ন নাটকটি রচনা করেন ?

উত্তর:- বিজন ভট্টাচার্য

2. ইকোলজিকাল ইম্পেরিয়ালিজম গ্রন্থের রচয়িতা কে ?

উত্তর:- আলফ্রেড ক্রসবি 

3. টিনের তলোয়ার নাটকটি পরিচালক কে ছিলেন ?

উত্তর:- উৎপল দত্ত

4. আধুনিক ভারতীয় চিত্র রীতির জনক কাকে বলা হয় ?

উত্তর:- অবনীন্দ্রনাথ ঠাকুর 

5. নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন ?

উত্তর:- মেধা পাটেকর 

6. জীবনের ঝরাপাতা আত্মজীবনী মুলক গ্রন্থটি প্রথম কোথায় প্রকাশিত হয় ?

উত্তর:- দেশ পত্রিকা

7. কত খ্রিস্টাব্দে ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি গড়ে ওঠে ?

উত্তর:- 1912 খ্রিস্টাব্দে

8. এনাল স্কুল কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর:- 

9. সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

উত্তর:- দ্বারকানাথ বিদ্যাভূষণ

10. চিপকো আন্দোলনের প্রথম নেতা কে ছিলেন ?

উত্তর:- সুন্দরলাল বহুগুণা

11. জীবনের জলসাঘরে আত্মজীবনীটি কার লেখা ?

উত্তর:- মান্না দে

12. নদীয়া কাহিনী গ্রন্থটি কার লেখা ?

উত্তর:- কুমুদনাথ মানিক

13. এন অটোবায়োগ্রাফি কার লেখা ?

উত্তর:- জহরলাল নেহেরু

14. বঙ্গীয় নাট্যশালার ইতিহাস কার লেখা ?

উত্তর:- বজেন্দ্র নাথ বন্দ্যোপাধ্যায়

15. মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া কার লেখা ?

উত্তর:- জাদুনাথ সর্কার

16. হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি কার লেখা ?

উত্তর:- প্রফুল্ল চন্দ্ররায় 

17. সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়?

উত্তর:- মহাফেজ খানাই । সেটা  দিল্লিতে অবস্থিত

18. ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি ?

উত্তর:- বেঙ্গল গেজেট 

19. বঙ্গদর্শন পত্রিকা কবে কার সম্পাদনায় প্রকাশিত হয়?

উত্তর:- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 1872 খ্রিস্টাব্দে।

20. বন্দেমাতরম গানটি কোন উপন্যাসের অন্তর্গত ?

উত্তর:- আনন্দমঠ উপন্যাসের অন্তর্গত 

21. একাত্তরের ডায়েরী কার লেখা ?

উত্তর:- সুফিয়া কামালের লেখা

22. হুতোম প্যাঁচার নকশা কে রচনা করেন ?

উত্তর:- কালীপ্রসন্ন সিংহ

23. ক্রিকেট খেলা প্রথম কোন দেশে শুরু হয় ?

উত্তর:- ইংল্যান্ডে ।

24. বাংলার লোক নিত্য কি নামে পরিচিত ?

উত্তর:- ছৌ নাচ 

25. অগ্নিযুগের কন্যা নামে কে পরিচিত ?

উত্তর:- সরলা দেবী চৌধুরানী 

26. ছেড়ে আসা গ্রাম কি ধরনের সাহিত্য ?

উত্তর:- স্মৃতিকথামূলক সাহিত্য 

27. লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার -নামক চিঠিপত্র টি কে কাকে দিয়েছিল ?

উত্তর:- 

28. চিত্র কথা গ্রন্থটি কে রচনা করে ?

উত্তর:- বিনোদবিহারী মুখোপাধ্যায় ।

29. চিপকো আন্দোলন কত খ্রিস্টাব্দে হয়েছিল ?

উত্তর:- 1974 খ্রিস্টাব্দে ।

30. দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রথ -গ্রন্থটি কে রচনা করেন ?

উত্তর:- মহাত্মা গান্ধী 

31. ছেড়ে আসা গ্রাম গ্রন্থটি কে রচনা?

উত্তর:- দক্ষিণারঞ্জন বসু 

32. কেকের দেশ কাকে বলা হয়?

উত্তর:- স্কটল্যান্ডকে 

33. টোয়েন্টি টু ইয়ার্স টু ফ্রিডম গ্রন্থটি কার লেখা?

উত্তর:- বরিয়া মজুমদার 

34. কোন খেলাকে খেলার রাজা বলা হয়?

উত্তর:- ক্রিকেটকে 

35. পথের পাঁচালী ছবির পরিচালক কে ছিলেন ?

উত্তর:- সত্যজিৎ রায় ।   

36. হকির জাদুকর কাকে বলা হয় ?

উত্তর:- ধ্যানচাঁদকে  


দশম শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায় রচনাধর্মী প্রশ্নোত্তর 2023


1. স্থানীয় ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ?

উত্তর:- ১) এর দ্বারা স্থানীয় অঞ্চলের আর্থসামাজিক ও সাংস্কৃতিক জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় 

২) জাতীয় ইতিহাস চর্চার ক্ষেত্রে থেকে যাওয়া ফাঁকফোকর পূরণ করতে এ ধরনের সাহায্য করে।

৩) স্থানীয় মানুষ নিজেদের অঞ্চলে ঐতিহ্য ও সংস্কৃতি প্রাচীন চীনের নিজেকে সমৃদ্ধ করে তুলতে পারে ।


2. সরকারি নথিপত্র আধুনিক ইতিহাস চর্চায় কতটা মূল্যবান তথ্য পরিবেশন করে?

উত্তর:-১) সরকারি নথিপত্র উপাদান গুলির মধ্যে কোন প্রবঞ্চনা প্রক্ষেপ জালিয়াতি ও সহজবোধ্য অসত্য আছে কিনা তা খতিয়ে দেখতে হবে ।

২) সরকারি নথিপত্র বললে একপেশে হওয়ায় সমসাময়িক সাহিত্য সংবাদপত্র থেকে সত্যতা যাচাই করে নেওয়া প্রয়োজন ।

3. সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি?

উত্তর:- ক) সংবাদপত্র গুলি আকারে সাময়িকপত্র তুলনায় অনেকটাই বড় হয় । কিন্তু সাময়িক পত্র গুলীগুলি আকারের তুলনায় ছোট হয় । 

খ) সংবাদপত্রে প্রকাশের কোনো নির্দিষ্ট সময় কাল থাকে না । কিন্তু সাময়িক পত্র প্রকাশের একটি নির্দিষ্ট সময় কাল থেকে ।

গ) সংবাদপত্র গুলি দৈনিক ভিত্তিতে এ পত্রিকাগুলি সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে প্রকাশিত হয় ।  


4. ইতিহাসে তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধা ও অসুবিধা গুলি লেখ 

উত্তর: – 

5. নতুন সমাজিক ইতিহাস কি ?

উত্তর:- আধুনিক  ইতিহাস চর্চায় রাজা মহারাজা এবং অভিজাত সম্প্রদায় ছাড়াও সমাজের নিম্ন বর্গীয় কৃষক শ্রমিক দিনমজুর এবং নারীর সম্প্রদায় কে নিয়ে যে ইতিহাস চর্চা তাকে নতুন সামাজিক ইতিহাস চর্চা বলে ।

6. রবীন্দ্রনাথের আত্মজীবনীমূলক গ্রন্থ জীবনস্মৃতি থেকে কী জানা যায় ?

উত্তর:- সমকালীন ভারতীয় রাজনৈতিক কর্মসূচিতে ঠাকুর বাড়ির পরিবারের সদস্যদের অংশগ্রহণ , স্বদেশী যুগের শিক্ষা ব্যবস্থা, হিন্দু মেলা সম্পর্কে বিশদ বিবরণ জানা যায় ।

7. ফটোগ্রাফিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য কি ?

উত্তর:- ফটোগ্রাফিতে বাস্তব দৃশ্য  ধরা পড়ে এতে ইতিহাস চর্চার কাল্পনিক দিক থাকেনা । এছাড়া বাস্তব ঘটনা অপরিবর্তিতভাবে আমাদের কাছে প্রকাশ পায় ।

8. খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার দুটি বৈশিষ্ট্য লেখ ?

উত্তর:- 1. খাদ্যমূল্য ইতিহাস চর্চা জাতীয়বোধের সৃষ্টি করে ।

2. বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের খাদ্য সম্পর্কে জানতে 

আমাদের সাথে কন্টাক্ট করতে আমাদের Gmail এ ম্যাসেজ করতে পারেন :- Gmail – sksohebakhtar786@gmail.com 

এছাড়া আমাদের অফিসিয়াল একটা গ্রুপ ও রয়েছে সেখানে আপনারা যুক্ত হতে পারেন :- গ্রুপ – BANGLA NEWS

1 thought on “মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 : দশম শ্রেনী ইতিহাস প্রথম অধ্যায় সাজেশন 2023 । দশম শ্রেণী ইতিহাসের ধারণা অধ্যায় সাজেশন”

  1. খুব সুন্দর স্যার বড় প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে

    Reply

Leave a Comment