মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স 14th ম্যাচ 2022 । MI VS KKR MATCH highlights 2022

আজকে বুধবার 14 নম্বর আইপিএল খেলা । আজকের খেলা MUMBAI INDIANS (মুম্বাই ইন্ডিয়ান্স) বনাম KOLKATA KNIGHT RIDERS (কলকাতা নাইট রাইডার্স) । তাহলে আজকের আমরা জেনে নেব কোন কোন প্লেয়ার কোন দলে খেলবে । কোন টীম জিতল কোন প্লেয়ার কত রান করলো সব কিছু জানতে নিচে দেখুন ।

MUMBAI INDIANS TODAY PLAYERS LIST (মুম্বাই ইন্ডিয়ান্স) 

1. Ishan Kishan

2. Rohit Sharma (C)

3. Surya Kumar Yadav

4. N Tilak Verma

5. Dewald Brevis

6. Kieron Pollard

7. Daniel Sams

8. Murugan Ashwin

9. Tymal Mills

10. Jasprit Bumrah

11. Jaydev Unadkat

KOLKATA KNIGHT RIDERS TODAY PLAYERS LIST (কলকাতা নাইট রাইডার্স) 

1. Ajinkya Rahane

 2. Venkatesh lyar

3. Shreyas lyer (C)

4. Nitish Rana

5. Sam Billings 

6. Andre Russell

7. Sunil Narine

8. Pat Cummins

9. Shivam Mavi

10. Umesh Yadav

11. Varun Chakraborty 

আইপিএল মুম্বাই ইন্ডিয়ান্স বনাম  কলকাতা নাইট রাইডার্স ম্যাচ স্টেডিয়াম

আজকের যে আইপিএল খেলা MUMBAI INDIANS (মুম্বাই ইন্ডিয়ান্স) বনাম KOLKATA KNIGHT RIDERS (কলকাতা নাইট রাইডার্স) । এই ম্যাচ টি কথা খেলা হচ্ছে সেটা জেনে নিই এবং এই এই ষ্টেডিয়াম এর পিচ এ কী রকম খেলা হবে কত রান হতে পারে সব কিছু ।
 আজকের খেলাটি যে স্টেডিয়াম এ হচ্ছে  maharastra
 Cricket association stedium (মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসসিয়েশন স্টেডিয়াম )
এই পিচ এ একটা ভালো রান হওয়ার সম্ভাবনা রয়েছে । প্রায় 170 রান হওয়ার সম্ভাবনা রয়েছে এই ষ্টেডিয়ামে । 

MUMBAI INDIANS vs KOLKATA KNIGHT RIDERS match toss win

আজকের আইপিএল 2022 MUMBAI INDIANS (মুম্বাই ইন্ডিয়ান্স) বনাম KOLKATA KNIGHT RIDERS (কলকাতা নাইট রাইডার্স) এর 14 তম ম্যাচ এই ম্যাচ এ কলকাতা নাইট রাইডার্স টস এ জিতে এবং বল করার সিদ্ধান্ত নেন ।

MUMBAI INDIANS PLAYERS SCORECARD 

মুম্বাই ইন্ডিয়ান্স প্লেয়ারস স্কোরকার্ড 

1.ROHIT SHARMA 12 বলে 3 রান করে আউট হয়েযায় । কোন 4 মারেনি । কোনো 6 ও মারেনি ।
2. ISAN KISAN 21 বলে 14 রান করে আউট হয়ে যায় । মোট 4 এর সংখ্যা 1 । মোট 6 এর সংখ্যা 0 ।
3.Dewald Brevis  19 টা বল খেলে 29 রান করে আউট হয়ে যায় । মোট 4 এর সংখ্যা 2 । মোট 6 এর সংখ্যা 2 ।
4. Surya Kumar Yadav 36 বলে 52 রান করে আউট হয়ে যায় । মোট 4 এর সংখ্যা 5 টা । মোট 6 এর সংখ্যা 2 টি ।
5. Tilak Verma  27 বলে 38 রান করে  not out থাকে । মোট 4 এর সংখ্যা 3 । মোট 6 এর সংখ্যা 2 । 
6.Kieron Pollard 5 বলে 22 রান করে not out থাকে । মোট 4 এর সংখ্যা 0 । মোট 6 এর সংখ্যা 3 । 

KOLKATA KNIGHT RIDERS PLAYERS SCORECARD 

কলকাতা নাইট রাইডার্স প্লেয়ারস স্কোরকার্ড 

1. Ajinkya Rahane 11 বলে 7 রান করে আউট হয়ে যায় । কোনো রকম 4, 6 মারেনি ।
4.Venkatesh lyar 41 বলে 50 করে রান করে আউট হয়ে যায় । মোট 4 এর সংখ্যা 6 টা । আর মোট 6 এর সংখ্যা 1 টি ।
5.Shreyas lyer (C)  6 বলে 10 রান করে । 2 টি 4 মারে ।
6. Nitish Rana  7 বলে 8 রান করে আউট হয়ে যায় । 6 এর সংখ্যা 1 টি । কোনো রকম 4 আসেনি ।
7. Sam Billings  12 বলে 17 রান করে আউট হয় যায় । টোটল 4 এর সংখ্যা 0 । টোটাল 6 এর  2 টি 
6. Andre Russell 5 বলে 12 করে আউট হয়ে যায় । মোট 4 এর সংখ্যা 1 টি । মোট 6 এর সংখা 1 টি ।
7.Pat Cummins 15 বলে 52 রান করে not out ।  মোট 4 এর সংখ্যা 4 টি । মোট 6 এর সংখ্যা 6 টি । 

কলকাতা নাইট রাইডার্স  বনাম মুম্বাই ইন্ডিয়ান্স কোন টীম ম্যাচ জিতে 

কোলকাতা টস এ উইন হয়ে বল করার সিদ্ধান্ত নেয় এবং  মুম্বাই ইন্ডিয়ান্স  20 অভার এ 160 রান করে  । তারপর কলকাতা 16 ওভার এ 161 রান করে কলকাতা নাইট রাইডার্স জয়ী হয় । 

Leave a Comment