Help Bangla

Blogs in Bangali

মৃত্তিকার সংজ্ঞা দাও। মাটি সৃষ্টির সাথে সম্পর্কিত বিভিন্ন উপাদানগুলি সম্বন্ধে লেখ ?

মৃত্তিকার সংজ্ঞা দাও। মাটি সৃষ্টির সাথে সম্পর্কিত বিভিন্ন উপাদানগুলি সম্বন্ধে লেখ ?

মৃত্তিকার সংজ্ঞা দাও। 

ভূ-পৃষ্ঠের উপরের একটি আবরণ (Layer) হলো মাটি বা মৃত্তিকা বৃষ্টিপাত, তুষারপাত, রৌদ্র, হিমবাহ প্রকৃতি প্রাকৃতিক কারণে শিলা সমূহের ভাঙ্গন বিল উন্নত দির্থ জৈব পদার্থ, ভীস্থ আনুবীক্ষণিক ও ক্ষুদ্র অনুজীব, বন্ধু এবং পানির সমন্বয়ে গঠিত ভূ-পৃষ্ঠের পাতলা স্তরকেই মৃত্তিকা বলা হয় 

মাটি সৃষ্টির সাথে সম্পর্কিত বিভিন্ন উপাদানগুলি সম্বন্ধে লেখ ?

১। পৃথিবীর ভূ-পৃষ্ঠের আবরণ হিসেবে মৃত্তিকার গুরুত্ব অনস্বীকার্য। জলীয় গ্যাসীয় ও কঠিন এই তিন অবস্থায় গঠিত জটিল ভূ-জৈব-রাসায়নিক পদার্থ “মাটি সময় পৃথিবীকে আবৃত করে রেখেছে।” মানবদেহের চামড়া (ধর্ম) এর এই মাটিকে তুলনা করা যায়। মাটি সাধারণতঃ তাপ কুপরিবাহী। ফলে সূর্যের অত্যাধিক তাপ থেকে পৃথিবী পৃষ্ঠকে রক্ষা করে এই মাঠ। ২। উদ্ভিদের পুষ্টি ভাণ্ডার : মৃত্তিকার প্রধান গাঠনিক উপাদান হচ্ছে বিভিন্ন খনিজ পদার্থ। বৃদ্ধি, পুষ্টি প্রভৃতির জন্য অনিতা পদার্থের উপর নির্ভরশীল। উদ্ভিদ তার মূলের সাহায্যে মাটি হতে খনিজ উপাদান আয়ন শোষণ করে থাকে। মাটির উর্বরা শক্তির উপর উদ্ভিদের বৃদ্ধি নির্ভর করে।

৩। চাষাবাদ ও চাষাবাদ পদ্ধতি নির্ণায়ক রূপেও মৃত্তিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভূ-প্রকৃতি, জলবায়ু মৃত্তিকার: বৈশিষ্ট্যের উপর নির্ভর করে কি পদ্ধতিতে কোন ফল চাষ করা হবে। 

৪। সার প্রয়োগ নিয়ন্ত্রণ ফসলের উচ্চ ফলনের জন্য কি ধরণের সার কি পরিমাণ প্রয়োজন তাও নিয়ন্ত্রিত হয় মৃত্তিকার

বৈশিষ্ট্য বা গুণাগুণের উপর। জমির উর্বরতা বৃদ্ধি অথবা নির্দিষ্ট অবস্থায় সুনিয়ন্ত্রিত রাখার ক্ষেত্রেও মাটির ভূমিকাই সর্বোপরি স্থলজ উদ্ভিদের বণ্টন ও বিভিন্নতা নিয়ন্ত্রিত হয় মাটির গুণাগুণ দ্বারা। 

১১.১.১ মৃত্তিকার গঠন প্রনালি

মুজিকার গাঠনিক উপাদান হলো বিভিন্ন খনিজ পদার্থ, জৈব পদার্থ, পানি, বায়ু এবং ক্ষুদ্র এ আনুবীক্ষণিক জীব। মাটির প্রধান উপাদান খনিজ পদার্থ। এর মধ্যে অক্সিজেন (O2), সিলিকন (Si), লৌহ (Fe) ক্যালসিয়াম (Ca) এ্যালুমিনিয়াম (AT) প্রধান। এ ছাড়াও ম্যাগনেসিয়াম (Mg) সিয়াম (K) সেডিয়াম (Na) এর উল্লেখযোগ্য পরিমাণে বিদ্যমান। মাটির

উর্বর শক্তি নিয়ন্ত্রিত হয়। মাটির বিভিন্ন উপাদানের পরিমাণণক উপস্থিতির দ্বারা। যেমনঃ

• মাটির বুনন (যা মাটির কণার আকার নিবন্ধিত)। . মাটির বিদ্রময়তা বা Porosity (যা মাটির পানি দ্বারা নিয়ন্ত্রিত)।

মাটির তাপমাত্রা।

মাটির পুষ্টি উপাদান।

মাটির জৈব উপাদান মাটির জীব বিভিন্ন ধরণের ক্ষুদ্র জীব ও অনুজীব।

বিভিন্ন প্রাকৃতিক ও ভৌত প্রভাবক যেমন বৃষ্টি, হিমবাহ, তাপমাত্রা প্রভৃতির প্রভাবে একটি জটিল প্রক্রিয়ায় ভূ-ত্বকের শিলায় রাজাপ্রাপ্ত হয়ে মাটি মুক্তি

Updated: July 26, 2022 — 4:56 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Help Bangla © 2023 Frontier Theme