Help Bangla

Blogs in Bangali

যান্ত্রিক অভিব্যক্তিবাদ কি ? ব্যাখ্যা কর

যান্ত্রিক অভিব্যক্তিবাদ কি ? ব্যাখ্যা কর 

যান্ত্রিক অভিব্যক্তিবাদ কি ? 

যান্ত্রিক অভিব্যক্তিবাদ (Mechanical Theory of Evolution) জড়বাদী ও নিসর্গবাদীদের মতে জগতের উপাদান কারণ হল জড় পরমানু আর নিমিত্ত কারণ হল শক্তি। যান্ত্রিক নিয়মের ফলে উপাদান কারন ও নিমিত্ত কারণের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলেই জগতের বিবর্তন ঘটে। জড়পরমানুর মধ্যে আকর্ষণ ও বিকর্ষণের ফলেই ধীরে ধীরে জড় জগতের উদ্ভব হয়েছে। আর এই জড় থেকেই প্রাণের উৎপত্তি ঘটে। ফলে প্রাণজড়ের রূপান্তর। জীবদেহের ক্রম পরিবর্তনের ফলে মনের, আত্মচেতনা উৎপত্তি হয় । সবই জড়দেহেরই রূপান্তর, জড়নিয়ন্ত্রিত স্বতন্ত্র কোন সত্তা নয়। জড়জগতের সবই জড় ও জড়ের রূপান্তর মাত্র। জুড়ে সঙ্গে প্রণের মনের, আত্মচেতনার গুণগত কোন বৈষম্য নেই বৈষমা কেবল পরিমাণের। অভিব্যক্তি প্রক্রিয়ায় জড়ক্রমশ সরল থেকে জটিল জটিল থেকে জটিলতর রূপ লাভ করেছে। উপাদানগত কোন ভিন্নতা পরিলক্ষীত হয় না । যান্ত্রিক অভিব্যক্তিবাদের দুটি রূপ রয়েছে ১) জড় জগৎ সংক্রান্ত যান্ত্রিক অভিব্যক্তিবাদ ২) জীবজগৎ সংক্রান্ত যান্ত্রিক অভিব্যক্তিবাদ

Updated: July 23, 2022 — 5:48 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Help Bangla © 2023 Frontier Theme