শম্পা হালদার এর মৃত্যুর খবর । ইংরেজি পরীক্ষায় অসফল হওয়ায় আত্মঘাতী শম্পা হালদার । Hs student(Sampa halder) suicide news
2022 উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হাওয়ার পড়ে পরেই শুরু হয় এক নতুন আন্দোলন ,আর এই আন্দোলন হচ্ছে অসফল ছাত্রছাত্রীদের পাশ করার দাবি । পাশ করানোর দাবিতে রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা যায় আন্দোলন ,পথ অবরোধ । আর হাবিবপুর এন আর আই গার্লস স্কুলের ছাত্রী শম্পা হালদার যিনি এইবার 2022 উচ্চমাধ্যমিক ইংরেজী পরীক্ষায় অসফল হন তিনিও নেমেছিলেন এই আন্দোলনে ।
পরীক্ষায় ফেল করার জন্য আত্মঘাতি শম্পা হালদার
হাবিবপুর এন আর আই গার্লস স্কুলের ছাত্রী শম্পা হালদার । এবার লকডাওয়ন এর জন্য উচ্চমাধ্যমিক পরীক্ষা নেয়া হয়েছিল নিজের বিদ্যালয়ে । কিন্তু শম্পা হালদার এবার ইংরেজি পরীক্ষায় অসফল হন । সূত্রে জানা গেছে , শুধু শম্পা হালদারই নয় , হাবিবপুর এন আর আই গার্লস স্কুলের 180 জন পরীক্ষার্থী ছিল তার মধ্যে 100 জন ছাত্রী ইংরেজী তে অসফল বা ফেল হন আর সেই ছাত্রীদের মধ্যে শম্পা হালদারও ছিল যিনি এবছর ইংরেজীতে অসফল হন । আর সেই কারণেই তারা পাশ করানোর দাবিতে অন্দলন করে । আর গলায় ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার হলো শম্পা হালদার এর মৃত্যু দেহ । প্রাথমিক তদন্তে জানা গেছে শম্পা হালদার আত্মহত্যা করেছেন ।
শম্পা হালদার এর আত্মহত্যার খবর
এইবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় অসফল হাওয়ার জন্য শম্পা হালদার সহ আরো অনেক ছাত্রীরা পাশ করানোর দাবিতে অন্দোলন এ নেমেছিল । শম্পা হালদার সহ ছাত্রছাত্রীরা পাস করানোর দাবিতে রাস্তা অবরোধ করেছিল কিন্তু তাতেও কোনো কিছু হয়নি তার জন্য তারা ইংরেজ বাজারে জেলা শিক্ষা দফতরে বিক্ষফ দেখান। এছাড়া অসফল ছাত্রছাত্রীরা পাশের দাবিতে যে আন্দোলন করে সেখানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন শম্পা হালদার । তাছাড়া সোশ্যাল মিডিয়ায় কিছু বিক্ষিপ্ত ভিডিও দেখা যায় । সেই ভিডিও নিয়ে শুরু হয় অনেক কথা বার্তা ।
পরিবার সূত্রে জানা গেছে , শুক্র বার চুপ করে বসেছিল শম্পা হালদার তার বাবা ও মায়ের সাথে ভালো করে কোনো কথা বলেনি আর রাতের মধ্যেই দেখতে পাওয়া যায় শম্পা হালদার এর ঝুলন্ত অবস্থায় মৃতদেহ ।
শম্পার বাবা কুশি হালদার পেশায় একজন মৎসজীবী । তার বাবা জানান উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হাওয়ার পর বা শম্পা হালদার উচ্চমাধ্যমিক এ ফেল করার পর অনেক ছাত্রছাত্রীদের পাস করানোর দাবিতে অন্দোলন করে । উচ্চমাধ্যমিক ফলাফল বেরোনোর পর মানসিক অবসাদে ভুগছিল তার মেয়ে (শম্পা হালদার ) । এছাড়া তিনি আরো বলেন প্রায় ২ বছর স্কুল বন্ধ থাকায় পড়াশোনা হয়নি এবং শম্পা হালদার এর বয়স হচ্ছে ১৮ বছর। তার বাবার কাছ থেকে জানা যায় শুক্রবার(১৭.০৬.২২) রাতে তাকে ডাকাডাকির পর ৯.৪৫ pm এ সিড়ির ঘর থেকে তার (শম্পার) ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয় ।
আরোও নতুন ও ভাইরাল খবর পেতে আমাদের ব্লগটিকে ফলো করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ।