দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম অধ্যায়ের প্রশ্নপত্র
দ্বাদশ শ্রেণী ভূগোল বিষয়ের প্রথম অধ্যায়ের অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 2022
1.Geography’ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন এক গ্রিক পণ্ডিত, যাঁর নাম হল—
1.কার্ল রিটার
2.এরাটোসথেনিস
3.কোপারনিকাস
4.হেরোডোটাস।
উত্তর:- 2.এরাটোসথেনিস
2. কোন্ ভৌগোলিক সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র স্কেল অনুযায়ী আঁকেন ?—
১.হেরোডোটাস
২.অ্যানাক্সিমিন্ডার
৩.হেকার্টিয়াস
৪.থেলেস।
উত্তর:-২.অ্যানাক্সিমিন্ডার
3. কাকে ভূগোলের জনক বলা হয়?–
১.হেকাটিয়াসকে
২.এরাটোসথেনিসকে
৩.হেরোডোটাসকে
৪.হোমারকে।
উত্তর:- ১.হেকাটিয়াসকে
4.পৃথিবীর মানচিত্রে সর্বপ্রথম অক্ষাংশ ও দ্রাঘিমাংশ কে আঁকেন ?-
১.হিপ্পারচাস
২.স্ট্র্যাবো
৩.টলেমি
৪.প্লিনি
উত্তর:- ৩.টলেমি
5. ভারতের মানচিত্র প্রথম কে অঙ্কন করেন?—
১.স্ট্যাবো
২.প্রিনি
৩.টলেমি
৪.হিপ্পারচাস।
উত্তর:-৩.টলেমি
7. সমুদ্রবিদ্যার জনক (Father of Oceanography) কাকে বলে?–
১.হেরোডোটাসকে
২.পসিডোনিয়াসকে
৩.হেকাটিয়াসকে
৪.হোমারতে
উত্তর:- ২.পসিডোনিয়াসকে
8. নারী ভূগোল কোন্ ভূগোলের অন্তর্ভুক্ত শাখা ?—
১.জীব ভূগোল
২.কল্যাণমূলক ভূগোল
৩.মানবীয় ভূগোল
৪.অর্থনৈতিক ভূগোল।
উত্তর:-৩.মানবীয় ভূগোল
9. পর্যটন ভূগোল কোন্ ভূগোলের অন্তর্ভুক্ত শাখা ?–
১. প্রাকৃতিক ভূগোল
২.মানবীয় ভূগোল
৩.জীব ভূগোল
৪.অর্থনৈতিক ভূগোল
উত্তর:- ৪.অর্থনৈতিক ভূগোল
10. প্রাণী ভূগোল কোন্ ভূগোলের অন্তর্ভুক্ত শাখা ?—
১.প্রাকৃতিক ভূগোল
২.মানবীয় ভূগোল
৩.জীব ভূগোল
৪.অর্থনৈতিক
উত্তর:- ৩.জীব ভূগোল
11. ভূতত্ত্ব (Geology) – বিদ্যার জনক কাকে বলে?—
১.টলেমিকে
২.হামবোল্টকে
৩.রিটারকে
৪.রাটজেলকে
উত্তর:-১.টলেমিকে
12. মানবীয় ভূগোলের জনক কাকে বলে ?—
১. খেলেসকে
২.টলেমিকে
৩.স্ট্যাবোকে
৪.ভিদাল দ্যা-লা-ব্লাশকে
উত্তর:-
13. রাজনৈতিক ভূগোলের জনক কাকে বলে?—
১. ইম্যানুয়েল কান্টকে
২.এরাটোসথেনিসকে
৩.কার্ল রিটারকে
৪.ফ্রেডারিক রাটজেলকে
উত্তর:- ৪.ফ্রেডারিক রাটজেলকে
14. জলবিদ্যা (Hydrology) কোন বিষয়ের শাখা ?–
১.প্রাকৃতিক ভূগোল
২.মানবীয় ভূগোল
৩.জীব ভূগোল
৪.সাংস্কৃতিক ভূগোল
উত্তর:- ১.প্রাকৃতিক ভূগোল
15. ভূমিরূপবিদ্যার জনক হলেন—
১.মরিস ডেভিস
২.আর্থার হোমস
৩.জেমস হাটন
৪.রিচার্ড হার্টশোন
উত্তর:- ৩.জেমস হাটন
16. মৃত্তিকা ভূগোল কোন্ ভূগোলের অন্তর্ভুক্ত শাখা?—
উত্তর:- প্রাকৃতিক ভূগোল
দ্বাদশ শ্রেণী ভূগোল বিষয়ের প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
ভূগোল সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 2022
1. কোন দুই ভৌগোলিককে আধুনিক ভূগোলের জনক বলা হয় ?
উত্তর:- আলেকজান্ডার ভন হামবোল্ট এবং কার্ল রিটার
2.মহাকাশ ভূগোল বিজ্ঞানের কোন্ শাখার সঙ্গে যুক্ত ?
উত্তর:- মহাকাশ বিদ্যা
3.ভূগোল শাস্ত্রের কোন শাখায় জনসংখ্যা এবং তৎসংক্রান্ত বিষয় আলোচনা করা হয় ?
উত্তর:-
4. জীববিজ্ঞান ও ভূগোলের মিলনে যে শাখার উৎপত্তি হয়েছে তার নাম কী ?
উত্তর:- জীববিদ্যায়
5.ভূগোলের কোন শাখায় জনসংখ্যা এবং তৎসংক্রান্ত বিষয় আলোচনা করা হয়?
উত্তর:- মানবীয় ভূগোল
6.পৃথিবীর মানচিত্র প্রথম কে অঙ্কন করেন?
উত্তর:- অ্যানাক্সিমিন্ডার
7.মানবীয় ভূগোলের যে-কোনো একটি শাখার নাম লেখো।
উত্তর:- জনসংখ্যা ভূগোল, সামাজিক ভূগোল, রাজনৈতিক ভূগোল
8. শিশু ভূগোল (Child Geography) কাকে বলে ?
উত্তর:-
9. কোন বিজ্ঞানীকে জীব ভূগোলের জনক বলা হয়?
উত্তর:-হেকাটিয়াস
10.সূর্যসিদ্ধান্ত গ্রন্থের লেখক কে ?
উত্তর:- আর্যভট্ট
9. ক্ষেত্রবিদ্যা কাকে বলে?
উত্তর:- স্থান ভিত্তিক পার্থক্যের পর্যালোচনা কে ক্ষেত্রবিদ্যা বলে ।
10.mother of all natural sciences ভূগোল কে কেনো বলে?
উত্তর:- ভূগোল এ পৃথিবীর যাবতীয় কিছু বর্ণনা থাকে ভৌত পরিবেশ বিজ্ঞানের সকল আলোচনা ছাড়াও সমাজবিজ্ঞানী যাবতীয় বিষয় বর্তমান ভূগলের আলোচনার বিষয় তাই ভূগোল কে mother of all natural sciences বলে ।
11. সমুদ্রে বিদ্যার জনক কাকে বলা হয়?
উত্তর:-সমুদ্র বিদ্যার জনক পসিডোনিয়াসক কে বলা হয় ।
12. হিউম্যান ইকোলজি এর প্রবক্তা কে?
উত্তর:-Henry thoreau
13. মানবীয় ভূগোলের জনক কাকে বলা হয়?
উত্তর:-ভিদাল দা লা ব্লাসকে বলা হয় মানবীয় ভূগোলের জনক ।
14. রাজনৈতিক ভূগোলের জনক কাকে বলা হয়?
উত্তর:-ফ্রেডারিক রেটজেলকে রাজনৈতিক ভূগোলের জনক বলা হয় ।
15. বিশ্বনারী দিবস কবে পালিত হয় ?
উত্তর:- 8 মার্চ
16. ভূগোলের আয়না কাকে বলা হয়?
উত্তর:- মানচিত্র কে ভূগোলের আয়না বলা হয় ।
17. মানচিত্র ভূগোলের জনক কাকে বলা হয়?
উত্তর:- অ্যানাক্সিমেন্ডার কে মানচিত্র ভূগোলের জনক বলে ।
18. ভূগোলের জনক কাকে বলা হয়?
উত্তর:-হেকাটিয়াস কে ভূগলের জনক বলে ।
19. ভূমিরূপ বিদ্যার জনক কাকে বলে?
উত্তর:- জেমস হাটন ভূমিরূপ বিদ্যার জনক বলে
20. জীব ভূগোলের জনক কাকে বলে?
উত্তর:- ওডামকে জীব ভূগোলের জনক বলে ।
21. সাংস্কৃতিক ভূগোলের জনক কাকে বলা হয়?
উত্তর:- কার্ল ও সয়ার কে সাংস্কৃতিক ভূগোলের জনক বলে ।
22. কোন বিশ্ববিদ্যালয়ে পৃথিবীর প্রথম ভূগোল চর্চা শুরু হয়?
উত্তর:- 1888 খ্রিস্টাব্দে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পৃথিবীর প্রথম ভূগোল চর্চা শুরু হয় ।
23. গাণিতিক ভূগোলের আদি পুরুষ কাকে বলা হয়?
উত্তর:- গাণিতিক ভূগোলের আদিপুরুষ থেলেসকে বলা হয় ।
24. পৃথিবীর সর্বপ্রথম পরিধি নির্ণয় কে করেন?
উত্তর :- এরাটোস্থেনিস
25. সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কার লেখা?
উত্তর :- আর্যভট্ট এর লেখা ।
26. অরিজিন অফ স্পিসিস গ্রন্থটি কার লেখা?
উত্তর;-চার্লস ডারউইনের লেখা ।
27. মহাভাষ্য গ্রন্থটি কার লেখা?
উত্তর :-পতঞ্জলি
28. কিরাতার্জুনীয়ম গ্রন্থটি কার লেখা?
উত্তর :- ভারবি এর লেখা ।
29. জিওগ্রাফিয়া গ্রন্থটি কার লেখা ?
উত্তর :- এরাটোস্থেনিস এর লেখা
30. কসমস গ্রন্থটি কার লেখা?
উত্তর :- আলেকজান্ডার হামবোল্ড
31. ম্যান অফ দ্য নেচার গ্রন্থটি কার লেখা?
উত্তর:– জিপি মার্স ।
32. এরাকুনডে গ্রন্থটি কার লেখা ?
উত্তর :- কার্ল রিটার ।
দ্বাদশ শ্রেণী ভূগোল বিষয়ের প্রথম অধ্যায়ের 2 নম্বর প্রশ্নের উত্তর
1. বসতি ভূগোল কাকে বলে
উত্তর:-প্রাকৃতিক দৃশ্যের মানবিক করণকে বসতি বলে। এই বসতির আকার ধরন বিন্যাস ক্রিয়া-কলাপ প্রকৃতি নিয়ে ভূগোলের যে শাখায় গবেষণা করা হয় তাকে বসতি ভূগোল বলে।
2. নাগরিক ভূগোল কাকে বলে
উত্তর:- ভূগলে যে শাখায় নগরের উদ্ভব প্রকৃতি আয়তন ও জনসংখ্যা বৃদ্ধি অঞ্চলের আয়তন বিন্যাস সমাজ সংস্কৃতি রাজনীতি ও প্রশাসনের প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয় তাকে নাগরিক ভূগোল বলে।
3. সামাজিক ভূগোল কাকে বলে
উত্তর:- বিভিন্ন স্থানের নিরিখে সামাজিকভাবে চিহ্নিত জনগোষ্ঠী সম্পর্কে জানার প্রক্রিয়ার বিষয় হলো সামাজিক ভূগোল ।
4. নারী ভূগোল কাকে বলে
উত্তর:- পরিবর্তনকামী ভূগোলের যে শাখা নারীদের প্রতি বৈষম্য করনের প্রসঙ্গ অবস্থা রূপ ও প্রতিবিধানের সমীক্ষা করে তাকে নারী ভূগোল বলে।
5. ধর্মীয় ভূগোল কাকে বলে
উত্তর:-গুগলের যে শাখা পৃথিবীর বিভিন্ন ধর্মের উৎপত্তি প্রসার প্রভাব ধর্মের মূলনীতি কোন ধর্মাবলম্বী সমীক্ষা করে তাকে ধর্মীয় ভূগোল বলে ।
6. ইতিহাস ভূগোল কাকে বলে?
উত্তর:- ইতিহাসের বিভিন্ন ঘটনার সঙ্গে ভৌগোলিক পরিবেশ ও প্রভাব কিভাবে সম্পর্কযুক্ত তা ভূগোলের শাখা বিদায়ী আলোচিত হয় তাকে ইতিহাস ভূগোল বলে।
7. শিশু ভূগোল কাকে বলে ?
উত্তর:-ভূগোলের যে শাখায় শিশুদের অধিকার সুরক্ষা শিক্ষা স্বাস্থ্য পুষ্টি উপযুক্ত পরিবেশ প্রভিত্তির সমীক্ষা করা হয় তাকে শিশু ভূগোল বলে ।
8. কল্যাণমূলক ভূগোল কাকে বলে?
উত্তর:- বিভিন্ন ধরনের সরকারি নীতি ও প্রকল্প গ্রহণ সমাজের কল্যাণে কিরূপ প্রভাব বিস্তার করে তাকে ভৌগোলিক ব্যাখ্যায় কল্যাণমূলক ভূগোল বলা হয় ।
9. কৃষি ভূগোল কাকে বলে?
উত্তর:- ভূগোলের যে শাখায় কৃষি সংক্রান্ত যাবতীয় কিছু বর্ণনা পাওয়া যায় তাকে বলা হয় কৃষি ভূগোল।
10. শিল্প ভূগোল কাকে বলে?
উত্তর:-ভূগোলের যে শাখায় শিল্পের অবস্থান সংক্রান্ত গবেষণা, শিল্পের বিকাশ ও বৃদ্ধি, শিল্পের প্রকৃতি, শিল্পের কর্মসংস্থান, আধুনিকীকরণ প্রকৃতি সম্পর্কে আলোচনা করা হয় তাকে শিল্প ভূগোল বলে।
12. অর্থনৈতিক ভূগোল কাকে বলে?
উত্তর:-ভূগোলের যে শাখায় পৃথিবীর বিভিন্ন অংশের নাম অর্থনৈতিক ক্রিয়া-কলাপ কর্মকাণ্ডের বিস্তার, প্রকৃতির সঙ্গে কার্যকরণ সম্পর্ক প্রকৃতির বর্ণনা করা হয় তাকে অর্থনৈতিক ভূগোল বলে ।
13. পরিবহন ভূগোল কাকে বলে?
উত্তর:-পরিবহনের বিভিন্ন মাধ্যম পরিবহন পথ কিভাবে গড়ে উঠবে ও পরিবহনের গুরুত্ব এবং পরিবহন এর ফলে কিভাবে আঞ্চলিক উন্নয়ন ঘটবে প্রবৃদ্ধি সংক্রান্ত গবেষণা ভূগোলের যে শাখায় আলোচিত হয় তাকে পরিবহন ভূগোল বলে ।
14. বাণিজ্যিক ভূগোল কাকে বলে?
উত্তর:- ভূগোলের যে শাখায় বাজারে পণ্য আদান-প্রদান পণ্য চলাচল বাজার কেন্দ্রে বাজারে কর্মধারা বাজারে বিনিয়োগ প্রভৃতি অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন হয় ও তার আলোচনা থাকে তাকে বাণিজ্যিক ভূগোল বলে।
15. আঞ্চলিক পরিকল্পনা ভূগোল কাকে বলে?
উত্তর:- কোন এক বৃহৎ অংশকে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে তার চরিত্র বুঝে সে সম্পর্কে গবেষণা করাকে আঞ্চলিক পরিকল্পনা ভূগোল বলে।
16. প্রাণি ভূগোল কাকে বলে?
উত্তর:- পৃথিবী জুড়ে সকল রকম প্রাণের উদ্ভব, বন্টন সংক্রান্ত আলোচনাকে প্রাণী ভূগোল বলে ।
17. উদ্ভিদ ভূগোল কাকে বলে?
উত্তর:- ভূগোলে যে শাখায় পৃথিবীর বিভিন্ন অঞ্চলের উদ্ভিদ বন্টন, প্রকৃতি, মৃত্তিকা ও জলবায়ু সংগীত সম্পর্ক আলোচনা করা হয় তাকে উদ্ভিদ ভূগোল বলে ।
18. মানবীয় ভূগোল কাকে বলে?
উত্তর:- পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের বিভিন্ন কর্মধারা ও গুনগানের সঙ্গে ভৌগোলিক পরিবেশের সম্পর্কে বিস্তারকে মানবিক ভূগোল বলে ।
19. জীব ভূগোল কাকে বলে?
উত্তর:- জীববিজ্ঞান ও ভূগোলের মূল ধারণা গুলি যুক্ত হয়ে জীবমণ্ডল কেন্দ্রিক যে ভূগোল গড়ে ওঠে তাকে জীবভূগোল বলে ।
20. আবহবিদ্যা কাকে বলে?
উত্তর:- যে বিদ্যায় বায়ুমণ্ডলের বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়া প্রতিমুহূর্তে সংঘটিত হয়ে চলেছে তার বিজ্ঞানভিত্তিক আলোচনা কে আবহবিদ্যা বলে ।
21. জলবায়ু বিদ্যা কাকে বলে?
উত্তর:- যে বিদ্যা পৃথিবীর বিভিন্ন অংশে বায়ুমণ্ডলের বিভিন্ন ঘটনাবলি বিস্তৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা দেয় , তাকে জলবায়ুবিদ্যা বলে।
CREATE BY –SK SOHEB