Help Bangla

Blogs in Bangali

হিতোপদেশ সম্পর্কে টীকা লেখ | হিতোপদেশের কবি পরিচিতি

হিতোপদেশ সম্পর্কে টীকা লেখ

সূচনা – সংস্কৃত গল্প সাহিত্যের ইতিহাস এর পথিকৃৎ হলেন বিষ্ণুশর্মা। তারই পরে সংস্কৃত গল্প সাহিত্যের ইতিহাস রচনা কারদের মধ্যে নারায়ণশর্মা অগ্রগণ্য।নারায়ণশর্মা হিতোপদেশ রচনা করে গল্প পিপাসু মানুষের মনের মন্দিরে চিরন্তন স্থান দখল করে নিয়েছেন।

হিতোপদেশের কবি পরিচিতি

হিতোপদেশ গ্রন্থের শেষে নারায়ণ শর্মা তার সামান্য পরিচয় দিয়েছেন। নারায়ণ শর্মা ধবল চন্দ্রের সভাকবি ছিলেন। কবির আবির্ভাব কাল সম্পর্কে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা যায়নি, একটি পুঁথিতে উল্লেখ করার তারিখ ও ভাষা থেকে মনে হয় তিনি একাদশ শতাব্দীর মধ্যে বিরাজমান ছিলেন।

হিতোপদেশ রচনার কারণ

গ্রন্থটির মুখবন্ধ হতে জানা যায় পাটলিপুত্রের রাজার পুত্রদের শিক্ষাদানের উদ্দেশ্যে হিতোপদেশ রচিত হয়েছিল। 

পণ্ডিত নারায়ণশর্মা ছিলেন রাজা ধবলচন্দ্রের সভাকবি। তিনি পাটলিপুত্রের রাজা সুদর্শনের পুত্রদের বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য “হিতোপদেশ” গ্রন্থটি রচনা করেন। নারায়ণশর্মা রাজা ধবলচন্দ্রের প্রশংসা করে বলেছেন

“শ্রীমান্ ধবলচন্দ্রঅসৌ জীয়ন্মান্ডলিকা রিপূ যেনায়াং সংগ্ৰহো যত্নাল্লেখয়িত্বা প্রচারিত:।।”

হিতোপদেশের উৎস

হিতোপদেশ সাধারণত পঞ্চতন্ত্রের অনুকরণে রচিত। এছাড়া বেতাল পঞ্চবিংশতি, রামায়ণ, মহাভারত হতেও অনেক কিছু গ্রহণ করেছেন।

হিতোপদেশের মূল্যায়ন

এই হিতোপদেশ চারটি অধ্যায় বিভক্ত । মিত্রলাভ, সুহৃদ্ ভেদ,বিগ্রহ,সন্ধি এই চারটি অধ্যায় 43 টি গল্প আছে । এই গল্পগুলিতে এমন এক জগত সৃষ্টি হয়েছে যে কল্পলোকে শিশুরা পায় পরম পরিতৃপ্তি গল্পের মধ্যে স্থান ও ব্যক্তিদের নামকরণের চমৎকারিত্ব দেখা যায়৷ 

সংস্কৃত গল্প সাহিত্যের ইতিহাসে হিতোপদেশের বিষয়বস্তু

“হিতোপদেশ” গ্রন্থটি চারটি অধ্যায়ে মোট ৪৩টি গল্প আছে।

• “মিত্রলাভ” অধ্যায়টি বন্ধুত্ব গড়ে ওঠার কারণ আছে।

“সুহৃদভেদ”-এ বন্ধুত্ব বিনাশের কাহিনী বর্ণিত হয়েছে।

“সন্ধি”-তে আছে পারস্পরিক সহাবস্থানের গল্প।

 • “বিগ্রহ” অধ্যায়টিতে যুদ্ধ এবং উপদেশমূলক নীতিবাক্য স্থান পেয়েছে।

“দুর্দান্ত নামে সিংহ”, “মহাতপা নামে মুনি”, “দীর্ঘমুখ নামে বক”, “ফুল্লোৎপল নামে সরোবর প্রভৃতি নামে স্বাদের চিত্তাকর্ষক গল্পগুলি বালক-বালিকাদের মানে আনন্দের শিহরণ জাগায়।

উপসংহার – পরিশেষে বলা যায় প্রাচীন ভারতের এই -সংস্কৃত গল্প সাহিত্যের ইতিহাসে বৈচিত্র ও বৈভব শ্রেষ্ঠ মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে।

Updated: July 22, 2022 — 5:31 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Help Bangla © 2023 Frontier Theme