Help Bangla

Blogs in Bangali

১৮৪৮ সালের ফেব্রুয়ারি বিপ্লবের গুরুত্ব আলোচনা কর

১৮৪৮ সালের ফেব্রুয়ারি বিপ্লবের গুরুত্ব আলোচনা কর। 

ফেব্রুয়ারি বিপ্লবের গুরুত্ব 

১৮৪৮ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লব ব্যর্থ হলেও নানাদিক থেকে এই বিপ্লব যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল ১. এই বিপ্লব ভিয়েনা বন্দোবস্ত ও মেটারনিক ব্যবস্থার মৃত্যু ঘন্টা বাজিয়ে দেয়। এই বিপ্লবের ধারা ইতালি বা জার্মানি ঐক্যবদ্ধ হয় নি ঠিকই, কিন্তু এই বিপ্লব এই দুটি রাজ্যের ঐক্যের পথ প্রস্তুত করেছিল। স্থির হয়ে গিয়েছিল যে প্রাশিয়ার নেতৃত্বে জার্মানি এবং পিডমন্ট সার্ডিনিয়ায় নেতৃত্বে ইতালির ঐক্য সম্পন্ন হবে। ২. এই বিপ্লব সামন্ততন্ত্রের পতন কে সুনিশ্চিত করে। অস্ট্রিয়ার সরকার ভূমি আইন সংশোধন করে কৃষকদের সামন্ত প্রভুদের শোষণ ও নিয়ন্ত্রণ থেকে মুক্তি দেয়। ডেভিড টমসন এর মতে এটি হলো বিপ্লবের সবচেয়ে স্মরণীয় দীর্ঘমেয়াদি

অবদান। ভূমিদাস প্রথা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়। এর ফলে হ্যাপসবার্গ সাম্রাজ্যের বিভিন্ন প্রদেশের সচ্ছল রাজনীতি সচেতন এবং নিজের জমির মালিক স্বাধীন কৃষক শ্রেণীর উদ্ভব ঘটে । 

৩. এই বিপ্লবের দ্বারা ফ্রান্সে রাজতন্ত্রের অবসান ঘটে এবং সমাজতান্ত্রিক মতবাদ শক্তিশালী হয়ে ওঠে। শ্রমিকদের কাজের সময় বেঁধে দেওয়া হয়। বেকার সমস্যা সমাধানের জন্য জাতীয় কর্মশালা” প্রতিষ্ঠিত হয় । 

৪. এই বিপ্লব ছিল মূলত শহরকেন্দ্রিক বিপ্লব প্যারিস, ভিয়েনা, বার্লিন রোম মিলান, ভেনিস বুদাপেস্ট প্রভৃতি শহর ছিল এই বিপ্লবের প্রাণকেন্দ্র।

৫. এই বিপ্লব ছিল বুদ্ধিজীবীদের বিপ্লব। কবি, সাহিত্যিক, অধ্যাপক সাংবাদিক প্রভৃতি মানুষ এই বিপ্লবের নেতৃত্ব দেন। 

নেমিয়ার ফেব্রুয়ারি বিপ্লব কে ‘বুদ্ধিজীবীদের বিপ্লব’ বলে অভিহিত করেছেন। ফ্রান্সে কবি লা-মার্টিন, বোহেমিয়া তে ঐতিহাসিক প্যালাকি, হাঙ্গেরিতে কবি ও সাহিত্যিক পেটোফ্রি, ইতালিতে পণ্ডিত ও আদর্শবাদী দেশপ্রেমিক ম্যাৎসিনি এই বিপ্লবের নেতৃত্ব দেন।

৬. ডেভিড টমসন অধ্যাপক টেলর প্রমুখ ঐতিহাসিক এই বিপ্লব কে জনতার বিপ্লব বলে অভিহিত করেছেন। অধ্যাপক টেইলর বলেন যে 1848 খ্রিস্টাব্দের প্রকৃত নায়ক ছিল জনগণ। কেবলমাত্র বিপ্লবী নেতাদের উপর নির্ভর করলে এ বিপ্লব সংঘটিত হতো না। তিনি বলেন যে 1848 খ্রিস্টাব্দের পর থেকে রাজনীতি ও দেশের শাসন সংক্রান্ত বিষয় আর ধনীর বৈঠকখানায় নিয়ন্ত্রিত হত না । এখন থেকে রাজপথে সাধারণ মানুষদের দ্বারাই নিয়ন্ত্রিত হতে থাকে। ডেভিড টমসন বলেন যে, 1848 সাল জনগণের যুগের সূচনা করে।

৭. এই বিপ্লব ব্যর্থ হয়েছিল ঠিকই কিন্তু তা ছিল সামরিক। 1848 ছিল একটি যুগসন্ধিক্ষণ। এই সময় যে বীজ রোপিত হয়েছিল অচিরেই তা মহীরুহে পরিণত হয়। তবে এর জন্য অবশ্য আরো কিছুদিন অপেক্ষা করতে হয়।

Updated: July 29, 2022 — 5:42 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Help Bangla © 2023 Frontier Theme