প্রিয় ছাত্রছাত্রী , কেমন আছো সবাই _ আশা করছি সবাই ভালো আছো । Helpbangla ব্লগে তোমাদের স্বাগত । আজ আমি নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণী ইতিহাস পঞ্চম অধ্যায় সাজেশন । ঔপনিবেশিক ভারতের শাসন । পঞ্চম অধ্যায় প্রশ্নোত্তর । অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর । সাজেশন । সংক্ষিপ্ত প্রশ্নোত্তর । সাজেশন । রচনাধর্মী প্রশ্নোত্তর । নিশ্চই তোমরা দ্বাদশ শ্রেণী । ইতিহাস । পঞ্চম । অধ্যায় । সাজেশন খুঁজছিলে তাহলে তোমাদের আর কোথাও যেতে হবে না । তোমরা সঠিক জায়গায় চলে এসেছো ।
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর । ঔপনিবেশিক ভারতের শাসন । পঞ্চম অধ্যায় । দ্বাদশ শ্রেণী সাজেশন । উচ্চমাধ্যমিক ইতিহাস
1. কত খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে ?
A) 1858 খ্রিস্টাব্দে
B) 1861 খ্রিস্টাব্দে
C) 1892 খ্রিস্টাব্দে
D) 1909 খ্রিস্টাব্দে
2. 1858 খ্রিস্টাব্দে আইন অনুসারে ভাইসরয় উপাধি পান
A) ব্রিটিশ সম্রাট
B) ভারতের সচিব
C) গর্ভনর
D) গর্ভনর জেনারেল
3. পার্সিভল স্পিয়ার কত খ্রিস্টাব্দে আইনকে পাকিস্তান রাষ্ট্র গঠনের প্রথম সরকারি উদ্যোগ বলে অভিহিত করেছেন ?
A) 1892 খ্রিস্টাব্দে
B) 1909 খ্রিস্টাব্দে
C) 1919 খ্রিস্টাব্দে
D) 1935 খ্রিস্টাব্দে
4. মন্টেগু-চেমসফোর্ড আইন এর ধারা কতজন সদস্য নিয়ে বড়লাটের শাসন পরিষদ গঠিত হয় ?
A) 4 জন
B) 6 জন
C) 7 জন
D) 16 জন
5. অ্যানি বেসান্ত কোন আইন কে দাসত্বের পরিকল্পনা বলে অভিহিত করে
A) 1892 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন কি
B) মরলে মিন্টো আইন কে
C) মন্টেগু-চেমসফোর্ড আইন কি
D) 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন কি
6. মিরাট ষড়যন্ত্র মামলায় কতজনকে অভিযুক্ত করে ?
A) 30 জন
B) 33 জন
C) 38 জন
D) 42 জন
7. কার্জনের স্বরাষ্ট্রসচিব কিসের পক্ষের সুপারিশ করেন?
A) সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের
B) ইংরেজি শিক্ষার
C) ধর্মীয় সমন্বয়ের
D) দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা
8. কোন ঘটনার প্রতিবাদে গান্ধীজী অনশন করেন
A) রাওলাট আইন
B) জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড
C) সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি
D) গোলটেবিল বৈঠক
9. স্বত্ববিলোপ নীতি অনুসারে দেশীয় রাজ্য গুলি কে কয় ভাগে বিভক্ত করা হয়
A) দুই
B) 3
C) 4
D) 5
10. রয়েল কমিশন কিসের সঙ্গে যুক্ত ছিল
A) মুদ্রা
B) শিক্ষা
C) আইন শৃঙ্খলা
D) রাজদ্রোহ
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর । ঔপনিবেশিক ভারতের শাসন । পঞ্চম অধ্যায় । দ্বাদশ শ্রেণী সাজেশন । উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন
1. কোন আইন 1909 খ্রিস্টাব্দে কাউন্সিল আইন নামে পরিচিত হয়?
উত্তর: 1909 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন সাধারণভাবে কাউন্সিল আইন বা মরলে মিন্টো শাসন সংস্কার নামে পরিচিত । ব্রিটিশ পার্লামেন্টে পাস হওয়ায় আইনের মাধ্যমে ভারতে ব্রিটিশ শাসন ব্যবস্থায় ভারতীয়দের আরো অংশগ্রহণের সুযোগ দেওয়ার ব্যবস্থা করা হয় ।
2. মর্লে মিন্টো আইন এর দুটি ত্রুটি উল্লেখ করো ?
উত্তর: মর্লে মিন্টো আইন এর দুটি প্রধান ত্রুটি ছিল
1. এই আইনের দ্বারা ভারতের কোনো দায়িত্বশীল শাসন ব্যবস্থা গড়ে তোলা হয়নি
2. জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিদের কোন ক্ষমতা বা তাদের মতামতের কোনো গুরুত্ব ছিল না ।
3.মর্লে-মিন্টো সংস্কার আইন এর দুটি গুরুত্ব উল্লেখ করো ?
উত্তর: মর্লি মিন্টো সংস্কার আইন এর দুটি প্রধান গুরুত্ব হলো
1. এই আইন এর ধারা বড়লাটের ছাত্র পরিষদের একজন ভারতীয় সদস্য গ্রহণ করেন সরকারি প্রশাসনের ভারতীয়দের যুক্ত ব্যবস্থা করা হয় ।
2. শাসন ব্যবস্থায় ব্রিটিশ রাজ্যের সাংবিধানিক রীতিনীতি ও আইনের শাসন যুক্ত হয় ।
4. 1919 খ্রিস্টাব্দে মন্টেগু-চেমসফোর্ড আইন প্রণয়নের দুটি কারণ উল্লেখ করো ?
উত্তর : 1919 খ্রিস্টাব্দে মন্টেগু-চেমসফোর্ড আইন প্রণয়নে দুটি কারণ ছিল :
1. কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হলে ব্রিটিশ বিরোধী আন্দোলন তীব্র হওয়ার সম্ভাবনা দেখা যায় ।
2. প্রথম বিশ্বযুদ্ধের ভারত জনবহণ অর্থ হল ব্যবহারের উদ্দেশ্যে ভারত সচিব মন্টেগু যুদ্ধের পর ভারতীয়দের স্বায়ত্তশাসনের অধিকার দেওয়ার কথা ঘোষণা করেন ।
আরোও জানতে : জাদুঘর কি ? জাদুঘর এর সংজ্ঞা । জাদুঘর এর উদ্দেশ্য বা কার্যাবলী । জাদুঘর এর প্রকারভেদ উল্লেখ করো
5. কবে কাদের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় ?
উত্তর : 1916 খ্রিস্টাব্দে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় ।
6. মন্টেগু-চেমসফোর্ড আইন এ স্বাক্ষরিত বিষয়গুলি কি ছিল ?
উত্তর : মন্টেগু-চেমসফোর্ড আইন এর সংরক্ষিত বিষয়গুলি আইন, অর্থ, শৃঙ্খলা, পুলিশ, প্রশাসন, বিচার, শ্রম প্রভৃতি । প্রাদেশিক বর্বরতার কার্যনির্বাহক সবার ওপর এই বিষয়গুলি পরিচালনার দায়িত্ব দেওয়া হয় ।
7. রাওলাট কমিশন কি ?
উত্তর : ভারতীয়দের ব্রিটিশবিরোধী গণ আন্দোলন ও বৈপ্লবিক কার্যকলাপ সম্পূর্ণ বন্ধ করার উদ্দেশ্যে ব্রিটিশ সরকার 1911 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের বিচারপতির সিডনি রাওলা এর সভাপতিত্বে পাঁচজন সদস্য কে নিয়ে একটি কমিটি গঠন করে । এটি রাওলাট কমিশন বা সিডিশন কমিসন নামে পরিচিত ।
8. রাওলাট আইনের দুটি শর্ত উল্লেখ করো ?
উত্তর : রাওলাট আইন এ বলা হয় যে 1. ব্রিটিশ বিরোধী সব ধরনের প্রচার কার্য কে দণ্ডনীয় অপরাধ বলে গণ্য করা হবে ।
2. সন্দেহভাজন যে কোন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যাবে এবং বিনা বিচারে অনির্দিষ্টকাল তাদের বন্দি রাখা ও নির্বাসন দেওয়া যাবে ।
9. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কি ?
উত্তর : রাওলাট আইন ও অন্যান্য কয়েকটি ঘটনার প্রতিবাদে পাঞ্জাবে জালিয়ানওয়ালাবাগে মানুষ শান্তিপূর্ণ প্রতিবাদ সভায় যোগদান করলে ব্রিটিশ সরকারের পুলিশ সমাবেশের নিরস্ত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালায় । এতে কমপক্ষে এক হাজার মানুষের মৃত্যু হয় । এই ঘটনার জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড নামে পরিচিত ।
10. রাওলাট সত্যাগ্রহ কি ?
উত্তর: গান্ধীজীর নেতৃত্বে কূখ্যাত রাওলাট আইনের বিরুদ্ধে এক দীর্ঘস্থায়ী সত্যাগ্রহ আন্দোলন শুরু হয় । এটি রাওলাট সত্যাগ্রহ নামে পরিচিত ।
11. মিরাট ষড়যন্ত্র মামলা কি ?
উত্তর: কমিউনিস্ট পার্টি’র কার্যকলাপ ও তাদের নেতৃত্বেধিন শ্রমিক আন্দোলন কে স্তব্ধ করতে সরকার 1929 খ্রিস্টাব্দে 32 জন কমিউনিস্ট শ্রমিক নেতাকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে । এটি মিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত ।
12. ভারতে সর্বপ্রথম কে কোথায় বিভাজন ও শাসন নীতি কার্যকর করেন ?
উত্তর: ভারতের সর্বপ্রথম জন লরেন্স পাঞ্জাবের সেনাবাহিনীতে বিভাজন ও শাসন নীতি কার্যকর করেন ।
13. সিমলা ডেপুটেশন এর দুটি দাবি উল্লেখ করো ?
উত্তর : সিমলা ডেপুটেশন এর দুটি উল্লেখযোগ্য দাবি ছিল :
1. চাকরিতে বেশি সংখ্যায় মুসলিমদের নিয়োগ করতে হবে
2. আইন সভায় মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করতে হবে ।
14. কবে কোথায় মুসলিম লীগের প্রতিষ্ঠা হয় ? এর প্রথম সভাপতি কে ছিলেন ?
উত্তর : 1906 খ্রিস্টাব্দে 30 নভেম্বর ঢাকায় মুসলিম লীগের প্রতিষ্ঠা হয় । মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন আগা খা
15. মুসলিম লীগ প্রতিষ্ঠিতার দুটি উদ্দেশ্য লেখ?
উত্তর: 1. মুসলিমদের অধিকার ও স্বার্থ রক্ষার জন্য কাজ করা ।
2. জাতীয় কংগ্রেস ও হিন্দুদের প্রভাব-প্রতিপত্তি খর্ব করা।
16. গান্ধীজী কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন ?
উত্তর: অসহযোগ আন্দোলনের কিছু আন্দোলনকারী উত্তরপ্রদেশের চৌরিচৌরা বেশকিছু পুলিশকে পুড়িয়ে মারে ( ৫ ফেব্রুয়ারি 1922 খ্রিস্টাব্দে) এই সহিংসার ফলে গান্ধীজী আন্দোলন প্রত্যাহারের কথা ঘোষণা করে ।(২৫ ফেব্রুয়ারি 1922 খ্রিস্টাব্দে)
17. সাইমন কমিশন কি উদ্দেশ্যে কবে গঠিত হয় ? কারা এই কমিশন বর্জন করে ?
উত্তর : ভারতের নতুন সংবিধান রচনার উদ্দেশ্যে 1927 খ্রিস্টাব্দে সাইমন কমিশন গঠিত হয় ।
সাঙ্গ কংগ্রেস এবং জিন্নাহর নেতৃত্বে মুসলিম লীগের একাংশের সাইমন কমিশন বর্জন করুন।
18. কে কবে চোদ্দো দফা দাবী ঘোষণা করেন ? এর মূল উদ্দেশ্য কি ছিল ?
উত্তর: মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ 1929 খ্রিস্টাব্দে মার্চ মাসের দিল্লিতে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে তার 14 দফা দাবী ঘোষণা করেন ।
চোদ্দো দফা দাবির মূল উদ্দেশ্য ছিল ভারতের মুসলিমদের স্বার্থরক্ষা করে
19. কে কবে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন ? এর উদ্দেশ্য কি ছিল ?
উত্তর: ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করে ।
এই নীতির প্রধান উদ্দেশ্য ছিল ভারতের বিভিন্ন সম্প্রদায় গুলির মধ্যে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করে ব্রিটিশবিরোধী ঐক্যবদ্ধ আন্দোলনকে দুর্বল করা এবং এদেশের ব্রিটিশ শাসন কে নিরাপদে দীর্ঘস্থায়ী করা ।
20. কবে কাদের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় ?
উত্তর: 1932 খ্রিস্টাব্দে কংগ্রেস নেতা মহাত্মা গান্ধী ও তপশিলি নেতা ডঃ বি আর আম্বেদকর এর মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় ।
21. ডঃ বি আর আম্বেদকর কবে কোথায় জন্মগ্রহণ করেন ?
উত্তর : ডঃ বি আর আম্বেদকর 1891 খ্রিস্টাব্দে মধ্যপ্রদেশের মহার সম্প্রদায়ে জন্মগ্রহণ করেন ।
22. কবে কাদের নেতৃত্বে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন চলে ?
উত্তর: 1928 খ্রিস্টাব্দের মহাত্মা গান্ধী সরদার বল্লভ ভাই প্যাটেলকে নেতৃত্বে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন চলে ।
23. বারদৌলি আন্দোলনের দুটি ফল উল্লেখ করো ?
উত্তর: 1. রাজস্ব বৃদ্ধি জনিত আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার একটি তদন্ত কমিশন গঠন করে
2. তদন্ত কমিশন বারদৌলি 30 শতাংশের পরিবর্তে 6.03 শতাংশ রাজস্ব বৃদ্ধি অনুমোদন করে ।
24. কবে কোথায় পঞ্চাশের মন্বন্তর সংঘটিত হয় ?
উত্তর: 1943 খ্রিস্টাব্দে বাংলা প্রদেশের পঞ্চাশের মন্বন্তর সংঘটিত হয় ।
25. কবে কাদের উদ্যোগে ভাইকম সত্যাগ্রহ শুরু হয় ?
উত্তর: 1924 খ্রিস্টাব্দে 2 মার্চ কেরালা প্রদেশ কংগ্রেস কমিটি ত্রিবাঙ্কুর এর ভাইকম গ্রামের মন্দিরে প্রবেশের দাবিতে ভাইকম সত্যাগ্রহ শুরু হয় ।
রচনাধর্মী প্রশ্নোত্তর । ঔপনিবেশিক ভারতের শাসন । পঞ্চম অধ্যায় । দ্বাদশ শ্রেণী সাজেশন । উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন
1. 1909 খ্রিস্টাব্দে মর্লে মিন্টো শাসন সংস্কার আইন প্রণয়নের পটভূমি উল্লেখ করো । এই আইনের শর্তগুলি কি ছিল ?
2. 1919 খ্রিস্টাব্দে প্রবর্তিত ভারত শাসন আইন বা মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের বিভিন্ন শর্ত গুলি উল্লেখ করো ।
3. রাওলাট আইন কি ? কেন রাওলাট আইন প্রবর্তন করা হয় ?
4. মিরাট ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপট ও পরিণতি সম্পর্কে আলোচনা করো ?
5. বিভাজন ও শাসন নীতি বলতে কী বোঝায় ? ব্রিটিশ সরকার কি কারণে ভারতে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক বিভেদ বৃদ্ধির চেষ্টা করে ? ব্রিটিশ সরকারের উদ্যোগে ভারতের সাম্প্রদায়িক বিভেদ নীতি প্রসার এর পরিচয় দাও ।
6. সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি ? এবং এই নীতি প্রবর্তন এর প্রেক্ষাপট ও মূল নীতিগুলি উল্লেখ করো । এই নীতির কি প্রতিক্রিয়া হয়েছিল?
7. ব্রিটিশ শাসনকালে ভারতের দেশীয় রাজ্য গুলির বৈশিষ্ট্য উল্লেখ করো ।
8. স্বত্ববিলোপ নীতি কি ? স্বত্ববিলোপ নীতির প্রধান শর্ত গুলি কি ছিল ? স্বত্ববিলোপ নীতি প্রয়োগ উল্লেখ করো । লর্ড ডালহৌসি কোন কোন কোন উপায়ে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার ঘটান ?
9. বাংলায় পঞ্চাশের মন্বন্তরের ফলাফলগুলি কি ছিল ?
10. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাংলার দুর্ভিক্ষের কারণ কি ছিল ?