advance eid mubarak wishes in bangla 2022 । ঈদ মোবারক শায়রি 2022 । Eid mubarak shayari in bengali 2022
1. নতুন সকাল নতুন দিন
ভালো হোক ঈদের দিন
নতুন রাত বাঁকা চাঁদ
রঙিন হোক ঈদের দিন
1. NOTUN SOKAL NOTUN DIN
VALO HOK EID ER DIN
NOTUN RAT BAKA CHAND
RONGIN HOK EID ER DIN
2. ঈদ হয় জেনো ঈদ এর মতো
সব দুঃখ হোক দূর
ভুবন জুড়ে ছড়িয়ে পড়ুক
আনন্দ আর সুখ
মনে মনে ভরা থাক খুশি
সবার মুখে ফুটুক হাসি
2. EID HOI JENO EID ER MOTO
SOB DUKKHO HOK DUR
VUBON JURE CHORIYE PORUK
ANANDO AR SUKH
MONE MONE VORA THAK KHUSI
SOBAR MUKHE FUTUK HASI
ঈদ মোবারক বেস্ট সায়ারি 2022
3. ফুরিয়ে গেল রমজান মাস
সময় হলো বিদায় বেলার
রোজা শেষে ঈদের হাসি
সবাই যেনো থাকে খুশি
3. FURIYE GELO ROMJAN MAS
SOMOI HOLO BIDAI BELAR
ROJA SESE EIDER HASI
SOBAI JENO THAKE KHUSI
4. শুভ রজনী শুভদিন
রাত পেরোলেই ঈদের দিন
উপভোগ করবে সারাদিন
ঈদ পাবে না প্রতিদিন
দাওয়াত রইল ঈদের দিন
ঈদ মোবারক
4. SUVO ROJONI SUVO DIN
RAAT PEROLEI EID ER DIN
UPOVOG KORBE SARA DIN
EID PABENA PROTI DIN
DAUYAT ROILO EID ER DIN
ঈদ মোবারক এসএমএস 2022
5. বাঁকা চাঁদের হাসিতে
দাওয়াত দিলাম আসিতে
আসবে কিন্তু বাড়িতে
বসতে দেব পিঁড়িতে
খুশি থাকবে সেই দিন
দাওয়াত রইলো ঈদের দিন
4. দূরের মানুষ আসুক কাছে
কাছের জন থাকুক পাশে
মন ছুটে যাক তোমার টানে
নয়া চাঁদের আগমনে
কাটুক খুশি সবার মনে
থাকবে পাশে ঈদের দিনে
5. ঈদ মানে খুশি ঈদ মানেই তো হাসি
ঈদ মানেই তো ভালোবাসা , ঈদ মানেই তো আশা
ঈদ মানেই তো দূরের আকাশে মিষ্টি চাঁদের হাসি
ঈদ মানেই তো সুখ সাগরে সবাই মিলে ভাসি
ঈদ মোবারক
6. ঈদ মানেই তো হাসি খুশি , ঈদ মানেই তো আনন্দ
ঈদ আসে ভুলিয়ে দিতে সকল বিবাদ দ্বন্দ
ঈদ মানে তো ভুলে যাওয়া দুঃখ যত ভয়
ঈদের মতই তোমার জীবন হোক দীপ্তিময়
6. EID MANEI TO HASI KHUSI ,
EID MANEI TO ANANDO
EID ASE VULIYE DITE SOKOL BIBAD DONDO
EID MANE TO VULE JAUYA DUKKHO JOTO VOI
EID MOTOI TOMAR JIBON HOK DIPTIMOI
Eid ul fitar shayari in bengali 2022
7. আমি ভাবছি একটা কথা বলব ।
কিভাবে শুরু করি ভেবে পাইনা
তবুও বলতে হয় দোস্ত
ঈদের দিনের তোর বাড়িতে
খাব কিন্তু মন ভরে গোস্ত
ঈদ মোবারক
VABCHI EKTA KOTHA BOLBO
KIVABE SURU KORI VEBE PAINA
TOBUO BOLTE HOI DOST
EID ER DINE TOR BARITE KHABO MONE VORE GOST
EID MUBARAK
8. ত্রিশ দিন রোজার পরে এলো খুশির ঈদ
শত্রু আজ বন্ধু হয়ে থাকবে চিরদিন
বছর ঘুরে আবারও যেনো এই দিন গুলো পাই ।
আল্লাহর রহমতে ভালো থেকো সবাই
অ্যাডভান্স ঈদ মোবারক
9. ইসলাম হচ্ছে এমন এক শান্তির ধর্ম যে ত্রিশ দিনের রোজা সেটা বলে দেই ।
ইসলাম হচ্ছে এমন এক শান্তির ধর্ম যে মাকরিবের
আযান পর এক গ্লাস জল দিয়ে বোঝা যায় ।
ইসলাম হচ্ছে এমন এক শান্তির ধর্ম
যে রাত জেগে শুধু মাত্র আল্লাহ কে খুশি করা ।
ইসলাম হচ্ছে এমন এক শান্তির ধর্ম
যে ত্রিশ দিন রোজার রাখার পর একদিন
খুশির ঈদ পালন করে ।
10. আকাশের সব নিল দিয়ে
প্রভাতের সব আলো দিয়ে
সমুদ্রের সব গভীরতা দিয়ে
হৃদয়ের সব অনুভূতি দিয়ে
তোমাকে জানাই ঈদের শুভেচ্ছা
ঈদ মোবারক
11. ঈদের হাওয়া লাগুক প্রাণে
মন ভরে যাক নতুন গানে
ঘুম ঘুম চোখে স্বপ্ন চাওয়া
ঈদের দিনে হোক সবকিছু পাওয়া
ঈদ মোবারক
Eid special shayari for friend 2022
12. যেদিন দেখব ঈদের চাঁদ
খুশিমনে কাটবে সারা রাত
নতুন সাজে সাজবো সেদিন
সেদিন হল ঈদের দিন
আনন্দে কাটবে সারাদিন
দাওয়াত রইল ঈদের দিন
13. ভোর হলো দোর খোলো
চোখ মেলে দেখো রে
রোজা শেষ রোজা শেষ
ঈদ চলে এলো রে
নতুন জামা পরবে সময় থাকবে হাসি খুশি
ঈদ আসলো সবার দুয়ারে
নিয়ে শুভেচ্ছা রাশি রাশি
14. স্বপ্ন গুলো সত্যি হোক
সকল আশা পূরণ হোক
গুগোল দুঃখ দূরে যাক সুখে জীবন ভরে যাক
সুখে জীবন ভরে যাক জীবনটা হোক ধন্য
ঈদ মোবারক শুধু তোমার জন্য
বাংলা ঈদ মোবারক সাইরি 2022
15. চিঠি দিয়ে নয় ফুল দিয়ে নয়
কার্ড দিয়ে নয় কল দিয়ে নয়
মনের গহীন থেকে মিষ্টি ভালোবাসা দিয়ে
জানাই সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা
ঈদ মোবারক
16. রোজার শেষে শুরু হয় কত কেনাকাটা
নতুন পোশাক পড়ে ভুবন দেখা
ধনীদের গায়ে থাকে হাজার টাকা জমা
গরিব এর থাকে সেই ছেরা ফাটা
ঈদের খুশিতে তবু নয় ভেদাভেদ
পারেনা দারিদ্র করতে বিচ্ছেদ
17 . সকাল গেল সন্ধ্যা হলো
নামল আধার রাত
খুশির খবর নিয়ে এলো দূর গগনের চাঁদ
কালকে খুশির ঈদ হবে অনেক আয়োজন
পিঠাপুলি সেমাই হবে ঘুরে আসবে প্রিয় জন
18. ঈদ মোবারক সালাম জানাই
সব মানুষকে ভালোবেসে
আজকে খুশির ঈদ এসেছে
রমজানের রোজার শেষে ।
মানবতার জ্বলুক আলো সবার
মনের আঁধার দেশে ।
বুকে বুকে মিলন হবে একে অপরকে ভালোবেসে ।
19. ঈদের শুভেচ্ছা রাশি রাশি
মনটা রাখ হাসি খুশি
গোশত খেয়ো বেশি বেশি
মিস করো না গরু খাসি
দাওয়াত দিলাম আমার বাড়ি
চলে আসবে তাড়াতাড়ি
20. আজকে খুশির বাধ ভেঙেছে
ঈদ এসেছে ভাই ঈদ এসেছে
শাওয়ালের চাঁদ ঐ উকি দিয়েছে
সবার ঘরে আজ ঈদ এসেছে
সেই দিন আর নয় বেশি দূর
রমজান শেষ হলে কাটবে অপেক্ষার ঘর
ঈদ মোবারক।
ঈদ উল ফিতর নতুন বাংলা শাইরি 2022
21.আমার বাড়ি আইসো সুখী নতুন সাজে সেজে
ঈদের পোশাক দিব তোমায় এসো আমার কাছে
পোলাও কোর্মার সাথে তোমায় দিবো খেতে
ঈদের দিন করব মস্তি দুজন মরা মিলে
ঈদ মোবারক
22. ঝিম ঝিম এই বৃষ্টিতে ঈদ কাটাবো সৃষ্টিতে
খুশি হওয়া লাগলো মনে নাচবে খুকি ক্ষণে ক্ষণে
ঈদের দিন নতুন পোশাক পড়ে
যেন সারাজীবন রয়ে যাক সবার মনে
ঈদ মোবারক
23. আকাশে উঠেছে নতুন চান্দ
দিলাম তোমায় ঈদের দাওয়াত
দাওয়াত দিলাম আসবে বলে
না আসলে আনবো ধরে
তাতেও যদি না আসতে চাও
এসএমএস দিয়ে ঈদ মোবারক জানাও
24. ইচ্ছে করে বলতে তোমায় সত্যি ভালোবাসি
বললাম ঠিক থাকলে তুমি আমার পাশাপাশি
কেনো এতো দূরে আছিস বন্ধু
আয়না আমার কাছে
আজকের দিনে তোকে আমার পড়ছে খুব মনে
ঈদ মোবারক
25. বন্ধু পারলাম না দিতে ঈদের কার্ড
দূরে আছিস বলে ,
পারলাম না তোকে মুখে বলতে
নাম্বার নেই বলে
তাই এই ব্লগের বলছি সুন্দর হোক
তোমার ঈদের দিন
দাওয়াত রইল অগ্রীম
26. সাদা গোলাপ সবুজ পাতা
তোমাকে জানাই ঈদের কথা
আসবে আমার বাড়িতে বসতে দিমু পিড়িতে
খাবে কিন্তু অল্প । করব অনেক গল্প
SADA GOLAP SOBUJ PATA
TOMAKE JANAI EID ER KOTHA
ASBE AMAR BARITE BOSTE DEBO PRITE
KHABE KINTU ALPO । KOBO ONEK GOLPO
27. রংধনু আসে রঙের টানে
সুবাস আছে ফুলের টানে
বন্ধু আসে বন্ধুত্বের টানে
মন কেটে যায় ভালোবাসার টানে
রোজা কেটে যায় ঈদের টানে
RONG DHONU ASE RONGER TANE
SOBAS ASE FULER TANE
BONDHU ASE BONDHUTTER TANE
MON KETE JAI VALOBASAR TANE
ROJA KETE JAI EID ER TANE
khub valo