Help Bangla

Blogs in Bangali

Best love shayari in Bengali 2022।Bangla romantic shayari 2022।Hindi atitude shayari 2022

বন্ধুরা তোমাদের জীবনে না না রকম দুঃখের ও সুখের ঘটনা ঘটে থাকে তাই আজ আমি তোমাদের জন্য আমি সকল ধরনের সাইরী 2022 । নিয়ে হাজির হয়েছি । ভালোবাসতে জীবনে অনেক ঝড় বৈ । কিন্তু সেটা সাময়িক । আবার ভালোবাসার মধ্যে দিয়ে নিজেকে হাসি খুশি ও রাখা যায় আবার দুঃখ ও সহ্য করতে হয় । 
তাই তোমাদের মন ভালো রাখার জন্য বাংলা ভালোবাসার রোম্যান্টিক শায়ারী 2022 নিয়ে হাজির হলাম । আর যদি কষ্ট পেয়ে থাকো তাহলে তোমাদের জন্য বাংলা দুঃখের শাইরি নিয়ে হাজির হয়েছি । এছাড়া হিন্দি সাইরি নিয়েও হাজির হয়েছি যেটা তোমরা ইংলিশ ভার্সন এ পাবে 

Best love shayari in Bengali 2022 । Bangla romantic shayari 2022 । Bangla Fake love shayari 2022 । Hindi atitude shayari 2022


 নিচে দেয়া হলো

বাংলা ভালোবাসার নতুন সাইরি 2022

1. ভাবিনি তোকে এতো কাছে পাবো আজ সেই না ভাবার 

জন্যই হয়তো তোকে এতো কাছে পেয়েছি ।

তোর সাথে কথা বলতে গেলে আমার বুক ধুক ধুক করে 

তোকে দেখলে আমার মন খুঁত খুঁত করে । 

তোকে যখন আরও কাছে পাবে মন 

তোর সাথেই থাকবে সারাক্ষণ 

2. তুই যখন কাছে না থাকিস  থাকি আমি অনেক একা 

তুই যখন যখন আমার সাথে কথা না বলিস তখন আমিপ্যায় বড়ই বোকা 

তোর হাসিতেই আমার হাসি তোর খুশিতেই খুশি 

চুপটি করে আয়না প্রিয় শুধু বলতে চাই তোকেই ভালবাসি  

3. আজ তুমি আমার হয়েছো , কথা দিচ্ছি কোনো দিন তোমাকে ছেড়ে যাবো না ।

কথা দিলাম সব সময় তোমার কাছে থাকবো , কথা দিচ্ছি সব সময় তোমার পাশে থাকবো । 

কথা দিচ্ছি তোমার কোনো ক্ষতি করতে দিবনা । 

যদি তুমি যদি আমার পাশে থাকো । 

Bangla Fake love shayari 2022 

4. আমার সাথে যাবি ঐ নীল আকাশের দেশে 

রাখবো তোকে নীল রাজ্যে খুব ভালোবেসে ।

তোর জন্যই তৈরী এই নিলের দেশ 

অল্প হাওয়ায় ,অল্প ঝড়ে করিস না যেনো আমাদের ভালবাসা শেষ ।

রোমান্টিক বাংলা সাইরি 2022

5. তোর কোথায় বিশ্বাস করে আমি সব কিছু তোর জন্য করে ছিলাম

কিন্তু সেই ভালোবাসার মূল্য তুই দিতে পারলিনা । 

বলে ছিলিস কোনদিন ছেড়ে যাবনা তোকে কোন দিন ভুলবোনা তোকে 

আজ যখন সেই কথা ভাবি , ভাবতে শুধু কষ্ট লাগে

আর একটাই কথা ভাবি মানুষ কি এতই নিষ্টুর যে 

শুধু একটা কথারও মর্যাদা রাখতে পারেনা।  

6. তুই যে জানালায় দাঁড়িয়ে থাকিস , তার নিচে তোকে দেখার জন্য আমি নিচে থাকি ।

তুই যেই রাস্তায়  পেরিয়ে যাস , সেই রাস্তায় আমি থাকি শুধু তোর অপেক্ষায় ।

তুই কি বুঝিস না যে তোকে কত ভালোবাসি , নাকি শুধু না বোঝার নাটক করিস । 

তুই যদি আমাকে পাত্তা নাও দিস তাও আমি তোর অপেক্ষায় সারাজীবন কাটিয়ে দেবো ।

রোমান্টিক বাংলা ভালবাসার কবিতা 2022

7. ভালো তাকেই বাসো যে ভালোবাসতে জানে 

ভালো তাকেই বাসো যে ভালোবাসার মর্যাদা দিতে জানে।

বিশ্বাস তাকেই করো , যে তোমার ভালোবাসার উপর বিশ্বাস রাখে । 

পাশে তারই থাকো , যে বিপদে তোমার পাশে থাকে ।

জীবনে তার জন্যই কাঁদো , যে তোমার জন্য কাঁদে ।

8. যদি তুমি কাউকে সত্যি কারের ভালোবেসে থাকো

এবং সে যদি তোমার ভালোবাসা বুঝতে পারে । 

তাহলে সে তোমাকে কোনো দিন ছেড়ে যাবেনা । 

এবং তুমি তাকে একদিন জীবন সঙ্গী হিসাবে পাবে  

9. ভালোবাসা এমন একটা জিনিশ —-যা মানুষ কে সারা জীবন কাঁদাতে পারে , আবার ভালোবাসা এমন জিনিস যে সারা জীবন হাসাতে পারে । 

প্রিয় মানুষ টা যখন ছেড়ে দিয়ে চলে যায় ।

দুঃখ সারা জীবন আমি পাই ।

ভালোবেসে কষ্ট পেলাম কে আর দেখতে পাই ।

আরোও পড়ুন ”-advance eid mubarak wishes in bangla 2022 । ঈদ মোবারক শায়রি 2022 । Eid mubarak shayari in bengali 2022

10. হতে পারি জানলা , হতে পারি বিষ্টি , – তোমারই জন্য- হতে পারি — সব — কিছু , তোমারই জন্য 

যদি তুমি যাও যদি – সাজাব আবার নদী তোমারই জন্য ভুলে যেও না আমায় , পাশে থেকো ও আমার । কষ্ট দিয়ো না ….. আমাই ।

শুধু তোমারই জন্য । শুধু তোমারই জন্য 

বাংলা ভালোবাসার দুঃখের  সাইরি 2022

11. মিষ্টি মুখের দুষ্ট হাসির শিকার আমি হলাম 

তাই তো তোমায় দেখে আমি পিছু তোমার নিলাম ।

ভালোবাসি বলেই তো তোমার পিছন করি । 

দয়া করে বলে দাউ তোমায় প্রেম করি । 

বাসলে ভালো রাখবো খুশি , কষ্ট দেবো না 

সত্যিই করে বল তুমি আমার ছাড়া করো হবে না 

12. ভালোবাসা , পিয়ার , মহব্বত আমার দ্বারা হয় না জনাব 

কারণ এইসবের ক্লাস আমি আগেই করে নিয়েছি ।

এবং সেখান থেকে কিছু শিক্ষা ও পেয়েছি — 

ভালোবাসার আর এক নাম হচ্ছে ধোঁকা দেয়া এবং নিজেকে অখুশি রাখা । 

13. জীবনে প্রেম , ভালোবাসা অনেক জনের সাথে হয় 

কিন্তু জীবনে একজনের সাথে মনের মিলন হয় । 

আর সেটাকে ভালোবাসাও বলা যায় । 

কিন্তু সেই ভালোবাসায় একটাই কথা উঠে আসে –

তুমি শুধু আমার ও আমি শুধু তোমার 

14. পরিবর্তন শব্দটিতে এমন একটি রহস্য লুকিয়ে আছে যার দ্বারা মানুষ মুহূর্তের মধ্যেe পাল্টাতে পারে । আর সে পরিবর্তন হয় এক ছেলে বা মেয়ের জন্য ।একটা মেয়ে পারে একটা ছেলের সমস্ত কথা মানতে । ও একটা ছেলেও পারে একটা মেয়ের সমস্ত কথা মানতে।কিন্তু শুধু এটাকে পরিবর্তন বলে না । পরিবর্তন সেটাকে বলে যখন একটা মেয়ে বা ছেলে তার ভালবাসার জন্য সাভাবিক অবস্থা থেকে পাগলের রূপ ধারণ করে ।

15. মানুষ বড়ই বোকা একজনের ভালোবাসার পাওয়ার জন্য ।নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেয় । 

কিন্তু সে জানে না যে তার ভালোবাসার পাওয়ার থেকে তার জীবনের মূল্য অনেক বেশি । 

একটা জীবন থাকলে ভালোবাসা অনেক আসবে ।

যার সাক্ষী রয়েছে ইতিহাস ।

Sad best shayari in hindi 2022 

1. PANI PINA HAI TO GLASS SE PIYO 

BISLERI BUTTLE PE KIYA RAKKHA HAI 

KI PANI PINA HAI TO GLASS SE PIYO …..

BISLERI BUTTLE PE KIYA RAKKHA HAI …

SEBA KARNA HAI TO APNI MA BAP KO KARO 

LADKIYON MAI KIYA RAKHHA HAI …. 

2. TUJHE DEKHTE HI MUJHE PIYAR HO GEYA THA 

KI TUJHE DEKHTE HI MUJHE PIYAR HO GEYA THA 

MAGAR TU SAMAJ NHI PAYA KI TUJHE KITNA PIYAR KIYA । 

JAB MERA LASS TERE SAMNE SE GUJRE GI 

TABHI TUJHE PATA CHALEGA KI TUJHE KITNA PIYAR KIYA। 

Best hindi shayari in English 2022

3. PIYAR MOHABBAT IS TYPE KA EDUCATION MAI  BHAROSHA MAAT KARO । 

KIU KI MAI PEHELE SE HI EYE EDUCATION COMPLETE KARKE AYA HU । 

PIYAR MOHABBAT KA EXAM MAI TO SRIF ATA HAI  

          DHOKA AUR DUKH 

4. PIYAR O CHIZ HAI JO SABIKE DILO MAI HAI । 

MAGAR PIYAR KARNE WALA SABKO NHI MILTA HAI ।

PIYAR KO KOI ISTAMAL KARTA HAI TO KOI BISWAS KARTA HAI । 

 AUR ISIKO SAYED PIYAR KEHTA HAI 

5. NA TERI AANE KA KHUSI , NA JAANE KA GAM 

NA… TERI ANE KA KHUSI , NA JANE KA GAM 

PHIR PUCHTE HO KI MERA PHONE KIU NHI UTHATE HO ।

TERA BAAP KA KIYA NOKAR HAI HUM ?

Hindi atitude shayari in English 2022

6. YAADON KI KIMAT WO KIYA JANE 

JO KHUD HI YAADO KO MITA BAITHA HAI 

YAADO KI KIMAT TO UNSE PUCHO 

JO YAADO KI SAHARE  

JINDEGI BITA DIYA KARTE HAI 

7. KISIKO TOOT KAR CHANA ,  AUR PHIR TOOT JANA  

BAAT SUNANE MAI TO CHOTI HAI  ।

MAGAR JAAN NIKAL JATA HAI 

8. ZINDAGI AISE CHAL RAHI HAI  KI 

MOOD KHARAB HO KAR THIK BHI 

HO JATA HAI , AUR KISI KO PATA BHI

NHI CHAL TA HAI 

9. HAJORO TUKDE KIYE USNE MERE DILL KE 

 PHIR KHUD HI ROO PARE  

HAR TUKDE PAI , APNA NAAM DEKH KAR  

10. EK CHAHAT HOTI HAI JANAB  APNO KI SATH JINE KI 

WARNA PATA TO HAME BHI HAI KI  

UPAR AKELAHI JANA HAI  

Updated: April 30, 2022 — 6:44 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Help Bangla © 2023 Frontier Theme