Help Bangla

Blogs in Bangali

Madhyamik cbse board exam result check 2022। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখার উপায় 2022 । কিভাবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে হয়

মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখার নিয়ম 2022

প্রিয় ছাত্র ছাত্রী আর কিছু প্রহর পেরোলেই তোমাদের জীবনে এক বড়ো পরীক্ষার ফলাফল ঘোষণা হবে । তোমরা সবাই জানো আজ 3ই জুন মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। সবার মনে একটু ভয়ের ছাপ থাকবেই । আজ আমি তোমাদের বলছি তোমরা কোনো রকম চিন্তা করো না নিশ্চয় তোমাদের রেজাল্ট ভালো হবে । আজ আমি তোমাদের বলবো কিভাবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখবে , মাধ্যমিক এ কত নম্বর পেলে পাশ হবে । মাধ্যমিক পরীক্ষা 2023 কারা ফেল করবে কেনো করবে সেই গুলো আমি তোমাদের এই পোস্ট এর মাধ্যমেই বলবো  

মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করার সময় ও তারিখ 
মাধ্যমিক পরীক্ষার ফলাফল বা রেজাল্ট বেরোবে 03/06/2022 । শুক্রবার  সকাল 10.30 সময় । অফিসিয়াল ভাবে বলা হয়েছে যে সকাল 10 টার সময় অফিসিয়াল সাইট খুলে দেয়া হবে । কিন্তু সার্ভার এর সমস্যার জন্য সাইট ত খুলবে 10.30 am । তাই   তোমরা 10টা 30 চেক করবে 

কোন্ কোন্ ওয়েবসাইট  থেকে মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখা যাবে 

সরকারি বা অফিসিয়াল সাইট হচ্ছে একটা থেকে দুটো তার মধ্যে সব থেকে ভালো ভাবে আপনি আপনার রেজাল্ট চেক করতে পারবেন সেটা হলো 
1. webresult.nic.in 
এছাড়া আরও 10 টি ওয়েবসাইট থেকে তোমরা তোমাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট চেক করতে পারবে । 
1.www.wbbse.wb.gov.in
2.webresult.nic.in
3.www.exametc.com
4.http://abpanada.abplive.in
5.www.anandabazar.com
6.www.indiaresults.com
7.www.results.shiksha
8.www.schools9.com
9.www.news18bangla.com
10.www.fastresult.in

Madhyamik school board result check 2022

মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখার নিয়ম 2022 

কিভাবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট চেক করতে হয় 

প্রথমেই তোমাকে অফিসিয়াল বা যে ওয়েবসাইট এর লিঙ্ক আমি দিয়েছি সেই লিংক এ ক্লিক করতে হবে । তার মধ্যে অফিসিয়াল ওয়েবসাইট webresult.nic.in ক্লিক করলে আপনার কাছে নিচের ফটোর মত একটা পেজ খুলে যাবে । 

তারপর  আপনাকে west bengal board of madhyamik examination -2022 এ ক্লিক করতে হবে তাহলে আপনার কাছে নিচের ফটোর মত একটা পেজ খুলে যাবে । 

এইখানে আপনাকে আপনার রোল নম্বর লিখতে হবে । তো আপনাকে আপনার অ্যাডমিট এ যে রোল নম্বর দেয়া আছে সেই রোল নম্বর দেখে এই খানে বসাতে হবে । তোমাদের আর একটা কথা বলে রাখি যে এইখানে লিখা আছে enter your roll – এই জায়গায় শুধু রোল টা লিখতে হবে এবং নম্বর এর জায়গায় নম্বর লিখতে হবে । তারপর পানার জন্ম তারিখ লিখতে হবে । এবং সাবমিট এ ক্লিক করলেই আপনার রেজাল্ট দেখতে পাবেন ।  তাহলে তোমরা  জানতে পারলে কিভাবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখতে হয় ।  

মাধ্যমিক পরীক্ষা 2022 কতজন ফেল করবে 

মাধ্যমিক পরীক্ষার পাসের সংখ্যা হচ্ছে 90 % । বাকি 10% ফেল হওয়ার সম্ভাবনা রয়েছে । সূত্র মারফত জানা যাচ্ছে যে যারা পরীক্ষার খাতায় রাজনৈতীক কটুক্তি মূলক কোন কথা লিখেছ তাদের এবছর মাধ্যমিক পরীক্ষায় আটকে দেয়া হবে বলে জানাযায় । এবং তারা আরো ২ বছর পরীক্ষায় বসতে পাবেনা । এবং কিছু ছাত্র ছাত্রীরা পরীক্ষার খাতায় কিছু উল্টাপাল্টা লিখেছে তাদের ছার দিবে বলে জানিয়েছেন ।  
বন্ধুরা আজ এই পর্যন্তই আসা করি তোমরা সাজেশন পেয়ে খুশি হয়েছো । তোমাদের কথা ভেবেই এবং আমারও কাজের জন্য তোমাদের জন্য সাজেশন এবং পড়াশুনা সম্পর্কে হাজির হব । আমার এই helpbangla ব্লগে তোমরা সকল শ্রেণির সাজেশন পাবে । যদি কারো কোন সাজেশন দরকার হয় তাহলে নিশ্চই কমেন্ট বক্স এ জানিয়ে দিবেন এছাড়া আমাদের ইমেইল :- sksohebakhtar786@gmail.com করে আমাদের জানাতে পারেন নিশ্চই আমরা খুব তাড়াতাড়ি সেই সাজেশন তৈরি করবো । 



আমাদের অফিসিয়াল গ্রুপ :- BANGLA NEWS
 
Updated: June 3, 2022 — 3:26 am

1 Comment

Add a Comment
  1. 2022 এর মাধ্যমিক পরীক্ষার রেজাল আজকের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Help Bangla © 2023 Frontier Theme