Help Bangla

Blogs in Bangali

PAYTM অ্যাকাউন্ট ব্লক হয়ে যাওয়ার কারণ 2022

কেনো (Paytm) পেটিএম অ্যাকাউন্ট ব্লক হয়ে যাচ্ছে 2022

বন্ধুরা আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা জরুরী বার্তা । যা দেখে বা পরে তোমাদের আগে সাবধান হাওয়া দরকার এবং যাদের এক সমস্যা আগে থেকেই হয়ে গেছে তাদের এই সমস্যা কিভাবে সমাধান হবে সেই উপায় গুলোও বলবো । তো আজকের বিষয় টা অনেকই জটিল বিষয় আর এটা ঠিক করার শুধু মাত্র একটাই উপায় আছে । ও আমি দুঃখিত যে কোন জিনিস নিয়ে আলোচনা করছি সেটাই বলিনি আজ আমরা আলোচনা বা সমস্যা কথা বলবো সেটা হচ্ছে একটা অ্যাপ নিয়ে যেটা 100 শতাংশ সিকিউর অ্যাপ কিন্তু তাদের নতুন আপডেটের জন্য এই সমস্যা টা হয়েছে । তাহলে জেনেনি কোন অ্যাপ এর কথা বলছি Paytm payment bank of india অ্যাপ এর কথা আমি বলছি । তাহলে কি সমস্যা হচ্ছে সেটাও জেনেনিন । 

পেটিএম (Paytm ) অ্যাপ ব্যাবহার এর সমস্যা 2022

2022 সালের শুরুতেই (Paytm) পেটিএম অ্যাকাউন্ট খুলতে একদম দরকার প্যান কার্ড । তাই যারা আগে থেকেই পেটিএম অ্যাকাউন্ট খুলেছেন কিন্তু প্যান কার্ড যুক্ত করেননি তাদের দেখা দিচ্ছে এই সমস্যা টা ।তাহলে আমরা জেনেনি কি সমস্যা হচ্ছে ? একটাই সমস্যা এই যে যারা নিজের পেটিএম অ্যাকাউন্ট এ প্যান কার্ড অ্যাড করেননি তাদের পেটিএম অ্যাকাউন্ট ব্লক করে দেয়া হচ্ছে ।  তার মানে আপনারা বুঝতেই পারছেন আপনার কত টাকা লস হতে পারে । কারণ যদি আপনার Paytm অ্যাকাউন্ট এ বেশি পরিমাণ টাকা রেখেছেন তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে । যদি আপনার একাউন্ট ব্লক করে দেয়া হয় তাহলে কিন্তু আপনি আপনার টাকা কাউকে পাঠাতে পারবেন না এছাড়া Paytm পেটিএম অ্যাপ থেকে আপনার একাউন্ট লগআউট হয়ে যাবে   । আর আপনি যখন লগইন করতে যাবেন তখন আপনার স্ক্রীন এ নিচের ফটোর মত একটা alert দেখা যাবে । 

যখন সমস্যা হয়েছে তখন সমাধানের ও নিশ্চই উপায় থাকবে । তাই আমি তোমাদের আজকে তোমরা এই  ব্লক হয়ে যাওয়া পেটএম(Paytm) কে আনব্লক করবে । তাহলে বেশি দেরি না করে আমরা জেনে নিবো কিভাবে ব্লক হয়ে যাওয়া paytm  আনব্লক করবো  

ব্লক হয়ে যাওয়া paytm আনব্লক করার উপায় ২০২২

প্রথমত আপনাদের বলে রাখি Paytm পেটিএম আপনার একাউন্ট ব্লক করেছে সেটাতে আপনারই ভুল আছে  তার জন্যই আপনাদের সমস্যায় পড়তে হবে । কিন্তু তাও কিন্তু Paytm পেটিএম আমাদের জন্য সুযোগ দিয়েছে । সেই সুযোগ বা উপায় এর কথা আজ আমি বলতে চলেছি ।  আপনার Paytm পেটিএম অ্যাকাউন্ট  যখন ব্লক করেছে তখন কিন্তু আপনার Paytm অ্যাপ থেকেও আপনার Paytm পেটিএম অ্যাকাউন্ট লগআউট হয়ে যাবে । আপনি আবার যখনই আপনার মোবাইল নম্বর দিয়ে Paytm পেটিএম অ্যাকাউন্ট লগইন করার চেষ্টা করবেন তখন কিন্তু আপনার কাছে একটা অপশন দেখা দিবে আনব্লক ইউর অ্যাকাউন্ট । আনব্লক ইউর অ্যাকাউন্ট এ ক্লিক করলে আপনার কাছে Paytm পেটিএম এর কাস্টমার কেয়ার এর 24×7 এর contact us এর পেজ খুলে যাবে ।  

আরোও পড়ুন ;- মাল্টিমিডিয়া কাকে বলে । মাল্টিমিডিয়ার প্রকারভেদ । মাল্টিমিডিয়ার উপাদান গুলি কি কি

সেখানে  কি লিখা আছে দেখেনিন :- 

Hi , I’m your personal Paytm Assistant

Please select your issue from below: 

Paytm Blocked account issue  2022

Your account has been blocked as our system has observed some inconsistent transactions. In case you feel this is a mistake, please and share the below details at the earliest:


1. Mobile Number of the Paytm account which is blocked

2. Selfie with your KYC documents(PAN Card, Aadhaar Card, Voter Id, etc)

Please Note: If the documents attached are not proper, process may get delayed.

এখানে ইংলিশ কি লিখা আছে সেটা আমি বলছি । এখানে আপনার Paytm অ্যাকাউন্ট আনব্লক করার উপায় লিখা আছে ।  

প্রথমেই আপনার যে মোবাইল নম্বর দিয়ে Paytm পেটিএম Paytm অ্যাকাউন্ট খোলা আছে সেই নম্বরটা লিখতে হবে । তারপর আপনাকে মোবাইল সেলিফির মাধ্যমে যে ডকুমেন্ট দিয়ে আপনার একাউন্ট খুলেছেন সেই ডকুমেন্ট (প্যান কার্ড, ভোটার আইডি , আধাঁর কার্ড , ইত্যাদি) হাতে নিয়ে সেলফি তুলতে হবে । 

তার সাথে আর একটা কথা বলা হয়েছে এখানে যে সব ডকুমেন্ট এর কথা বলা হয়েছে সেই ছাড়া অন্য কোনো ডকুমেন্ট দিলে কিন্তু আপনার Paytm আনব্লক হবে না ।

Updated: May 25, 2022 — 6:19 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Help Bangla © 2023 Frontier Theme