ROYAL CHALLENGERS BANGALORE VS RAJASTHAN ROYALS 13TH MATCH
রয়াল চ্যালেঞ্জের ব্যাঙ্গালোর বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ 2022
আইপিএল 2022 : ROYAL CHALLENGERS BANGALORE (রয়াল চ্যালেঞ্জের ব্যাঙ্গালোর) বনাম RAJASTHAN ROYALS (রাজস্থান রয়্যালস )
আইপিএল হচ্ছে ইন্ডিয়ার একটা রোমাঞ্চকর খেলা যেটা শুরু হয়েছে 26 march । কাল 5 এপ্রিল রাত 7.30 খেলা ছিলো ROYAL CHALLENGERS BANGALORE (রয়াল চ্যালেঞ্জের ব্যাঙ্গালোর) বনাম RAJASTHAN ROYALS (রাজস্থান রয়্যালস ) । তাহলে আমরা জেনে নেবো কোন কোন প্লেয়ার কোন দলে খেলেছিল ও কত রান টার্গেট কে কত রান করেছে কোন বলার কত উইকেট নিয়েছেন কোন দল ম্যাচ জিতলো সব আজকে এই পোস্ট এর মাধ্যমে জানতে পারবেন ।
ROYAL CHALLENGERS BANGALORE PLAYERS 2022
1. FAF DU PLESSIS (C)
2. ANUJ RAWAT
3. VIRAT KOHLI
4. M LOMROR
5. S RUTHERFORD
6. DINESH KARTHIK (WC)
7. W HASRANGA
8. D WILLY
9. HERSAL PATEL
10. S AHAMED
11. MD SIRAJ
RAJASTHAN ROYALS PLAYERS 2022
1.JOS BUTTLER
2. Y.JAISWAL
3. DEBDUT PADDIKAL
4. SANJU SAMSON (C)
5. S. HETMYER
6. RIYAN PARAG
7. RAVICHANDRAN ASWIN
8. NAVDEEP SAINI
9. TRENT BOULT
10. YUZVENDRA CHAHAL
11. PRASIDH KRISNA
রাজস্থান রয়্যালস বনাম রয়াল চ্যালেঞ্জের ব্যাঙ্গালোর ম্যাচ স্টেডিয়াম
Rcb বনাম Rr এর ম্যাচ টা খেলা হয়েছিল মুম্বাই এর wankhede stadium এ এখানে যেই রকম রান করার সম্ভাবনা ছিল সেই সেই রকম রান হয়েছে । এই ম্যাচ এ রয়াল চ্যালেঞ্জের ব্যাঙ্গালোর টস এ জিতে বল করার সিদ্ধান্ত
RAJASTHAN ROYALS PLAYERS SCORECARD
রাজস্থান রয়্যালস প্লেয়ার স্কোরকার্ড
1.47 বলে 70 রান করে । টোটাল 4 এর সংখ্যা 0 । এবং টোটাল 6 এর সংখ্যা 6 । (Not out)
2. Y.JAISWAL 6 বলে 8 করে । টোটাল 4 এর সংখ্যা 0। এবং টোটাল 6 এর সংখ্যা 0 ।
3.DEBDUT PADDIKAL 29 বলে 37 রান করে । টোটাল 4 এর সংখ্যা 2 । টোটাল 6 এর সংখ্যা 2 ।
4. SANJU SAMSON (c) 8 বলে 8 রান করে । টোটাল 4 এর সংখ্যা 0 । টোটাল 6 এর সংখ্যা 1 ।
5.S. HETMYER 31 বলে 42 রান করে । টোটাল 4 এর সংখ্যা 4 । টোটাল 6 এর সংখ্যা 2 । (Not out)
ROYAL CHALLENGERS BANGALORE PLAYERS SCORECARD
রয়াল চ্যালেঞ্জের ব্যাঙ্গালোর প্লেয়ারস স্কোরকার্ড
1.FAF DU PLESSIS 20 বলে 29 রান করে । টোটাল 4 এর সংখ্যা 5 । টোটাল 6 এর সংখ্যা 0 । (Out)
2.ANUJ RAWAT 25 বলে 26 রান করে । টোটাল 4 এর সংখ্যা 4 । টোটাল 6 এর সংখ্যা 0 । (Out)
3. VIRAT KOHLI 5 বলে 6 রান করে । টোটাল 4 এর সংখ্যা 0 । টোটাল 6 এর সংখ্যা 0 । (OUT)
4. D WILLY 2 বলে 0 রান করে । টোটাল 4 এর সংখ্যা 0। টোটাল 6 এর সংখ্যা 0 ।(Out)
5.S RUTHERFORD 10 বলে 5 রান করে । টোটাল 4 এর সংখ্যা 0 ।টোটাল 6 এর সংখ্যা 0। (Out)
6. SAHABAZ AHAMED 26 বলে 45 রান করে । টোটাল 4 এর সংখ্যা 4 । টোটাল 6 এর সংখ্যা 3 ।(Out)
7. DINESH KARTHIK (WC) 23 বলে 44 রান করে । টোটাল 4 এর সংখ্যা 7 । টোটাল 6 এর সংখ্যা 1 । (Not out)
8. HERSAL PATEL 4 বলে 9 রান করে । টোটাল 4 এর সংখ্যা 0। টোটাল 6 এর সংখ্যা 1 । (Not out)
আরোও পড়ুন ”-আইপিএল 2022 : আজকের ম্যাচ রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স
ROYAL CHALLENGERS BANGALORE VS RAJASTHAN ROYALS MATCH HIGHLIGHTS
রাজস্থান রয়্যালস বনাম রয়াল চ্যালেঞ্জের ব্যাঙ্গালোর ম্যাচ হাইলাইটস
5 এপ্রিল মঙ্গলবার মুম্বাইয়ের wankhede stadium এ আইপিএল 13 th ম্যাচটি হয় রাজস্থান রয়্যালস বনাম রোয়াল চ্যালেঞ্জের ব্যাঙ্গালোর (RR VS RCB) । রয়াল চ্যালেঞ্জের ব্যাঙ্গালোর টস এ জিতে বল করার সিদ্ধান্ত নেন । এবং খুব ভালো একটা ইনিংস খেলে জোস বাটলার 47 বলে 70 রান করে not out থাকে। এছাড়া devdutt PADDIKAL ও 29 বলে 37 রান করে আউট হয়ে যায় । S. HETMYER 31 বলে 42 রান করে তা
টার্গেট দেন 170 এর ।
তারপর রয়েল চ্যালেঞ্জের ব্যাঙ্গালোর সেই টার্গেট ওপেনিং এ চেস করতে আসে faf du plessis এবং anuj rawat । দুজনের 45 বলে 56 রানের পার্টনাশিপ হয় । তারপর anuj rawat আউট হয়ে যায় । তারপর faf du plessis ও ক্যাচ আউট হয়ে যায় । তারপর বিরাট কোহলি আসে কিন্তু সেও রান আউট হয়ে যায় ।তারপর rcb খুব চাপে পড়ে যায় রান এর রেকর্ডার রেট 12 চলে যায় । তার পর sahanaj ahmed ও dinesh Kartick এর ভালো পার্টনারশিপ হয় 49 বলে 89 রান । তারপর sahabaj ahmed আউট হয়ে যায় । এবং harsal patel 19.1 বলে ম্যাচ জিতিয়ে দেই ।
RCB RUN 173/6 । 19 OVER 1 BALL
আরো সকল টীম এর স্কোর আপডেট ও ম্যাচ হাইলাইট পড়তে আমাদের সাথে যুক্ত থাকুন ।